Accounting 3rd Paper degree 2nd year Final Suggestion

হিসাববিজ্ঞান তৃতীয় পত্র।
বিষয় কোড: ১২২৫০১ বিষয়: ইন্টারমিডিয়েট একাউন্টিং

ক-বিভাগ

(যে কোন ১০ টি প্রশ্নের উত্তর দাও)

১। ক্রমাবলোপন কী?
উত্তর:- কোনো অস্পর্শনীয় সম্পত্তির ব্যয়কে সুশৃঙ্খল এবং যুক্তিসঙ্গত উপায়ে এর আয়ুস্কালের মধ্যে খরচ হিসাবে বণ্টন করাই হলো ক্রমাবলোপন ।

২। বকেয়াভিত্তিক হিসাব ব্যবস্থা কী?
উত্তর: বকেয়াভিত্তিক হিসাব ব্যবস্থা হলো এমনই একটি পদ্ধতি যেখানে আয় যখনই অর্জিত হবে এবং ব্যয় যখনই সংগঠিত হবে তখনই চিহ্নিত করা হয়।

৩। ত্যাগ অনুপাত কাকে বলে?
উত্তর: নতুন অংশীদারকে লাভের যে অংশ দেয়া হয় তাই পুরাতন অংশীদারদের ত্যাগ, তারা যে অনুপাত ত্যাগ করে তাকে ত্যাগানুপাত হার বা ত্যাগ অনুপাত বলে ৷

৪। সম্ভাব্য দায় কী?
উত্তর:- কোনো ঘটনা ঘটা প্রেক্ষিতে যে দায়ের উদ্ভব হয়ে থাকে তাকে সম্ভাব্য দায় বলে।

৫। আদায়করণ হিসাব কী?
উত্তর:- অংশীদারি কারবার বিলোপসাধনের সময় সম্পত্তি ও দায়সমূহ বন্ধ করার জন্য এবং সম্পত্তি বিক্রয় ও দায় পরিশোধের ফলে লাভ- ক্ষতি জানার জন্য অস্থায়ীভাবে যে হিসাব খোলা হয় তাকে আদাকরণ হিসাব বলে ।

৬। নগদ প্রবাহ বিবরণীতে কী কী কার্যক্রম পরিলক্ষিত হয়?
উত্তর:-নগদ প্রবাহ বিবরণীতে তিনটি কার্যক্রম প্রদর্শিত হয়। যথা- ১)পরিচালনা কার্যভিত্তিক ২)বিনিয়োগ কার্যভিত্তিক ও ৩) অর্থায়ন কার্যভিত্তিক ।

৭। মূল্য সংযোজন বিবরণী কাকে বলে?
উত্তর: সংকীর্ণ অর্থে, প্রতিষ্ঠানের অর্জিত মূল্য সুবিধাভোগী পক্ষসমূহের মধ্যে বণ্টনের জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে মূল্য সংযোজন বিবরণী বলে ।

৮। চলমান প্রতিষ্ঠান ধারণা বলতে কী বুঝ? [জা.বি-২০১১]
উত্তর: চলমান প্রতিষ্ঠান ধারণা বলতে বুঝায় যে কোন ব্যবসায়িক ক্রিয়াকলাপের নিরবচ্ছিন্নতা বা ধারাবাহিকতা রক্ষা। অর্থাৎ ব্যবসা চলাকালীন এর বিলোপ সাধনের কথা চিন্তা করা হয় না। বিশেষ কারণ ছাড়া অনির্দিষ্ট কারণ পর্যন্ত চলতে থাকবে ।

৯। GAAP কি?
উত্তর:- হিসাববিজ্ঞানের যে সকল নীতিমালা সকলের নিকট গ্রহণযোগ্য এবং হিসাববিজ্ঞানের সাথে সংশ্লিষ্ট সকলে মেনে চলে তাকে সর্বজনস্বীকৃত হিসাববিজ্ঞান নীতিমালা বা (GAAP) বলে ।

১০। ন্যায্য মূল্য কী? [জা.বি- ২০১১, ২০১৬]
উত্তর: কোন লেনদেনের সংশ্লিষ্ট পক্ষসমূহের মধ্যে পক্ষপাতহীন যে মূল্যে উক্ত লেনদেন সংগঠিত হতে পারতো এবং যদি ক্রয়কৃত কোন সিকিউরিটি যে মূল্যে উদ্বর্তপত্রে দেখানো হয় তাকে ন্যায্যমূল্য বলে ।

১১। ভবিষ্যৎ ব্যবস্থা কী? [জা.বি-২০১১]
উত্তর: ভবিষ্যৎ ব্যবস্থা হলো অনিশ্চিত সময় অথবা পরিমাণের একটি দায়। একে আনুমানিক দায়ও বলা যায় ।
যেমন- মামলা সংক্রান্ত দায়।

১২। ওয়ারেন্টি বলতে কী বুঝ? (জা.বি-২০১১, ২০১৭, ২০১৮]
উত্তর: ওয়ারেন্টি বলতে বুঝায় বিক্রেতা এ মর্মে প্রতিশ্রুতি প্রদান করে যে, পণ্যের পরিমাণ, মান বা মানের ঘাটতি হলে (বিক্রির নির্দিষ্ট সময়ের মধ্যে) বিনা খরচে পুনঃস্থাপন বা মেরামত করার নিশ্চয়তা ।

১৩। কখন লাভ অনুপাত প্রয়োগ করা হয়? [জা.বি-২০১১]
উত্তর: ব্যবসায়ে যে সব অংশীদার থাকবে তাদের মধ্যে সুনাম হিসাব সমন্বয় করার জন্য লাভ অনুপাত প্রয়োগ করা
হয়।

১৪। অংশীদারি কারবার বিলোপসাধনের দু’টি কারণ উল্লেখ করো। [জা.বি-২০১১]
উত্তর: অংশীদারি কারবারের বিলোপসাধনের দুটি কারণ নিম্নরূপ: (১) কোন অংশীদার দেউলিয়া হলে (২) কোন অংশীদারের মৃত্যু হলে ।

১৫। অনগদ দফার দু’টি উদাহরণ দাও । [জা.বি-২০১১, ২০১৪, ২০১৫ (পাস)]
উত্তর: অনগদ দফার দুটি উদাহরণ নিম্নরূপ: (১) শেয়ার ইস্যুর মাধ্যমে সম্পত্তি অর্জন ও (২) পুরাতন সম্পত্তির বিনিময়ে নতুন সম্পত্তি অর্জন।

১৬. GAAP অনুযায়ী নীট আয় কোন ভিত্তিতে দেখানো হয়? [জা.বি-২০১১]
উত্তর: এঅঅচ অনুযায়ী নীট আয় ম্যাচিং নীতির ভিত্তিতে রা খরচ সনাক্তকরণ নীতির ভিত্তিতে দেখানো হয়।

১৭. মূল্য সংযোজন কর/ভ্যাট কী? (জা.বি-২০১১, ২০১২, ২০১৪, ২০১৬, ২০১৯]। (৯৯%)
উত্তর: পণ্যের সংযোজিত মূল্যের উপর যে কর ধার্য করা হয় তাকে মূল্য সংযোজন কর (মূসক) বলা হয় ।

১৮. আইপিও বলতে কী বুঝ? [জা.বি-২০১১, ২০১৪, ২০১৭ (ডিগ্রি)]
উত্তর: পাবলিক লিঃ কোম্পানি মূলধন সংগ্রহ করার লক্ষ্যে সাধারণ জনগণের নিকট প্রথমবারের মত শেয়ার ইস্যু করাকে আইপিও বলা হয়।

১৯. ‘সচ্ছল’ অংশীদার বলতে কী বুঝ? জা.বি-২০১১
উত্তর: বাহ্যিক দায়-কেনা পরিশোধে সক্ষম অংশীদারকে সচ্ছল অংশীদার বলা হয় ।

২০. বন্ড ইনডেঞ্চার/দলিল কী? জা.বি-২০১১, ২০১৫
উত্তর: বন্ডইস্যুকারী এবং বন্ড ধারকের মধ্যে যে চুক্তিবদ্ধ সম্মতি থাকে তাকে বন্ড ইনডেঞ্চার (Bond indenture) বলে।

২১. চলতি দায় কী? [জা.বি-২০১২, ২০১৯, ২০১৫ (পাস)]
উত্তর: চলতি সম্পত্তি হতে কিংবা নতুন চলতি দায় সৃষ্টির মাধ্যমে এক বছরের মধ্যে পরিশোধ ব্যবসায় স্বাভাবিক কার্যক্রম হতে উদ্ভূত দায়কে প্রচলিত অর্থে চলতি দায় বলা
হয় ৷

২২. আর্থিক অবস্থার বিবরণী কাকে বলে? [জা.বি- ২০১২]
উত্তর: একটি নির্দিষ্ট হিসাবকাল শেষে আয় বিবরণীর ফলাফলসহ যে কোন নির্দিষ্ট তারিখে খতিয়ানের সংশ্লিষ্ট হিসাবের জেরগুলো নিয়ে সম্পত্তি দায় ও মূল্যধনের অবস্থান প্রতিফলনের জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বতপত্র অথবা স্থিতিপত্র বলে ৷

২৩. আয় শনাক্তকরণ নীতি কী? জা.বি-২০১৩
উত্তর: যে নীতি অনুযায়ী প্রতিষ্ঠানে আয় শনাক্তকরণ সম্ভব হয় এরূপ নীতিকেই আয় শনাক্তকরণ নীতি বলে ।

২৪. অবচয় ধার্যের জন্য বিবেচিত হয় না এমন একটি সম্পত্তির উদাহরণ দাও । জা.বি-২০১৩, ২০১৬ (পাস)

উত্তর: ভূমির উপর অবচয় ধার্য করা হয় না । কেননা এর আয়ুষ্কাল সীমিত নয় ।

২৫. বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রম বলতে কী বুঝ? [জা.বি-২০১৩]
উত্তর: আয় অর্জনের উদ্দেশ্যে নগদ তহবিল কাজে লাগানোকে বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রম বলা হয় ।

২৬. মূলধন ঘাটতি কী? [জা.বি-২০১৩]
উত্তর: লাভ-ক্ষতি বন্টনের পর কোনো অংশীদারের মূলধন হিসাবের ডেবিট উদ্বৃত্তকে মূলধনের ঘাটতি বলা হয় ।

২৭. নিট মূল্য সংযোজন কী? [জা.বি-২০১৩, ২০১৮ (পাস)]
উত্তর: মোট মূল্য সংযোজন এবং অবচয়ের পার্থক্যই হলো নীট মূল্য সংযোজন ।

২৮. নিঃশেষণ কী? [জা.বি-২০১৩, ২০১৮]
উত্তর: কোন প্রাকৃতিক সম্পদের ব্যয়কে যুক্তিসঙ্গত এবং সুশৃঙ্খল উপায়ে এর আয়ুষ্কাল এর মধ্যে খরচ হিসাবে বণ্টন করাকে নিঃশেষণ বা শূণ্যকরণ বলে।

২৯. গুপ্ত সঞ্চিতি কী? [জা.বি-২০১৪]
উত্তর: যে সকল সঞ্চিতির বাস্তব অস্তিত্ব উদ্ধৃতপত্রে প্রকাশ পায় না তাকে গুপ্ত সঞ্চিতি বলে ।

৩০. সম্ভাব্য দায় আর্থিক বিবরণীতে কিভাবে প্রদর্শিত হয়? [জা.বি-২০১৪]
উত্তর: প্রদর্শিত হয় না ।

৩১. সুনামের সেলামি কাকে বলে? [জা.বি-২০১৪, ২০১৬]
উত্তর: নতুন অংশীদার সুনাম বাবদ নগদ টাকা আনলে উহা হিসাবভুক্ত করার জন্য যে পদ্ধতি প্রয়োগ করা হয় তাকে সুনামের সেলামী পদ্ধতি বলে ।

৩২. মূল্য সংযোজন বিবরণী কী? [জা.বি-২০১৪, ২০১৬, ২০১৫ (পাস)]
উত্তর: মূল্য সংযোজনে বিভিন্ন পক্ষের অবদানকে যে বিবরণীতে উপস্থাপন করা হয় তাই মূল্য সংযোজন বিবরণী।

৩৩. পাবলিক হিসাববিজ্ঞান কী? [জা.বি- ২০১৫]
উত্তর: পাবলিক হিসাববিজ্ঞান হলো হিসাববিজ্ঞানর একটি ক্ষেত্র যেখানে হিসাব বিজ্ঞানীগণ জনগণকে দক্ষ সেবা দেয়।

৩৪. ধারণাগত কাঠামো কী? [জা.বি-২০১৫]
উত্তর: পরস্পর সম্পর্কযুক্ত উদ্দেশ্য এবং মৌলিক বিষয়ের মধ্যে সঙ্গতিপূর্ণ একটি ব্যবস্থা যেটা একটি ধারাবাহিক মানের প্রতিনিধিত্ব করে যাবে ।

৩৫. হাইব্রীড সিকিউরিটির উদাহরণ দাও। জা.বি-২০১৫
উত্তর: যে সকল সিকিউরিটির ক্ষেত্রে ঋণপত্র এবং সাধারণ শেয়ার এ দুই ধরনের বৈশিষ্ট্য বিদ্যমান থাকে তাকে শংকর জাতীয়/হাইব্রীড সিকিউরিটি বা বিনিয়োগ বলে।

৩৬. ফ্রেঞ্চাইজ কী? [ জা.বি-২০১৫, ২০১৯ (পাস)। (১৯%)
উত্তর: ফ্রেঞ্চাইজ হলো কোনো নির্দিষ্ট এলাকার নির্দিষ্ট সময়ের জন্য কোন উৎপাদনকারী, বণ্টনকারী বা ব্যবসায়ীকে, কোন দ্রব্য বা সেবা উৎপাদন তথা বিক্রয় করার জন্য প্রদত্ত অনুমতি বা অধিকার ।

৩৭. দায় গ্রাহকের কমিশন কী? জা.বি-২০১৫, ২০১১, ২০১৬ (পাস)
উত্তর: যে ব্যক্তি বা প্রতিষ্ঠান ঝুঁকি নিয়ে কোনো প্রতিষ্ঠানের বন্ড ইস্যুর সম্পূর্ণ টাকা আদায়ের দায়িত্ব গ্রহণ করে এবং তার বিনিময়ে ঐ ব্যক্তি বা প্রতিষ্ঠান যে পারিশ্রমিক পায় তাকে দায় গ্রাহকের কমিশন বলে ।

৩৮। অর্থায়ন কার্যক্রম কী? [জা.বি-২০১৫)
উত্তরঃ নগদ অর্থের আগমন ও নির্গমন যে কার্যক্রমের অন্তর্ভুক্ত তাকে অর্থায়ন কার্যক্রম বলে ।

৩৯. মূল্য সংযোজন বিবরণীতে সুবিধাভোগী পক্ষ কারা? জা.বি-২০১৫, ২০১৬ (পাস)
উত্তর: কর্মী বাহিনী, সরকার, ঋণদানকারী, শেয়ারমালিকগণ সকলে সুবিধা ভোগী পক্ষ হিসাবে পরিগনিত।

৪০. উপকরণ কর রেয়াত বলতে কী বুঝায়? [জা.বি-২০১৫]
উত্তর: উপকরণ কর প্রস্তুতকৃত পণ্য বা সেবার সরবরাহের বিপরীতে পরিশোধিত মূল্য সংযোজন করের সাথে সমন্বয় করার বিধানকেই উপকরণ কর রেয়াত বলা হয় ।

৪১. অ-নগদ দফা কী? (জা.বি-২০১৬।(৯৯%)

৪২. ট্রেডিং সিকিউরিটি কাকে বলে? জা.বি-২০১৬

৪৩. দু’টি সম্ভাব্য দায়ের উদাহরণ লিখ । [জা.বি-২০১৬, ২০১৮ (ডিগ্রি)!
উত্তর: ১. বিচারাধীন মামলাজনিত দায় ও ২. বাট্টাকৃত বিলের দায়।

৪৪. ঘাটতি হিসাব কী? জা.বি-২০১৬
উত্তর: দেউলিয়া হওয়ার পর দেউলিয়া দেনাদার যে পরিমাণ দেনা পাওনাদারগণকে পরিশোধ করতে সক্ষম তার কারণ বিস্তারিতভাবে উল্লেখ করে যে হিসাব প্রস্তুত করা হয় তাকে ঘাটতি হিসাব বলা হয়।

৪৫. সম্পূরক কর কী? [জা.বি-২০১৬]
উত্তর: কতিপয় বিলাস দ্রব্যেও আমদানি ও ব্যবহার নিরুৎসাহিত করকে মূল্য সংযোজন করতে অতিরিক্ত যে কর ধার্য করা হয়, তাকে সম্পূরক কর বলে ।

৪৬. হিসাবের চার্ট কী? জা.বি-২০১৭
উত্তর: হিসাব এবং হিসাবের নম্বরের একটি তালিকা যা খতিয়ানের তাদের অবস্থান নির্দেশ করে ।

৪৭. হিসাব তথ্যের দুটি গুণগত বৈশিষ্ট্য লিখ। [জা.বি-২০১৭, ২০১৫ (পাস)। (৯৯%)
উত্তর: হিসাব তথ্যের দুটি গুণগত বৈশিষ্ট্য হলো- ১. প্রাথমিক গুণাবলি ও ২. মাধ্যমিক গুণাবলি।

৪৮. ভগ্নাবশেষ মূল্য কী? জা.বি-২০১৭
উত্তর: কোনো স্থায়ী সম্পত্তির কার্যকর আয়ুষ্কাল শেষে উক্ত সম্পত্তির যে মূল্য প্রাক্কলন করা হয়, তাকে ভগ্নাবশেষ মূল্য
বলে।

৪৯. ক্ষতির সম্ভাব্য ঘটনা কী? [জা.বি-২০১৭) (৯৯%)
উত্তর: ক্ষতির সম্ভাবনা থেকে যে দায়ের সৃষ্টি হয় বা হতে পারে তাকে ক্ষতির সম্ভাব্য ঘটনা বলে।

৫০. রূপান্তরযোগ্য বন্ড কী? [জা.বি-২০১৭, ২০১৯ (পাস)]
উত্তর: যে সকল বন্ডসমূহ ইস্যুর পর একটি নির্দিষ্ট সময় শেষে বন্ডকে অন্য যেকোনো সিকিউরিটিতে রূপান্তর করা ‘যায় তাকে রূপান্তরযোগ্য বন্ড বলে ।

৫১. মুক্ত নগদ প্রবাহ কী? [জা.বি-২০১৭) (৯৯%)
উত্তর: প্রতিষ্ঠানের পরিচালনা নগদ প্রবাহ থেকে স্থায়ী সম্পদে নিট বিনিয়োগ এবং চলতি সম্পদে নিট বিনিয়োগ বাদ দিলে যে অতিরিক্ত অর্থ পাওয়া যায় তাকে মুক্ত নগদ প্রবাহ বলে ।

৫২. টার্নওভার কর কী? জা.বি-২০১৭
উত্তর: যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠানের বার্ষিক বিক্রয় ২৪ লক্ষ টাকার নিচে তাদের মূল্য সংযোজন করের পরিবর্তে বিক্রয়ের উপর যে কর দিতে হয়, তাকে টার্নওভার বলে।

৫৩. আর্থিক হিসাববিজ্ঞান কী? [জা.বি-২০১৮]।
উত্তর: আর্থিক হিসাববিজ্ঞান হলো হিসাববিজ্ঞানের একটি ক্ষেত্র যা বিনিয়োগকারী, পাওনাদার ও অন্যান্য হিঃব্যবহারকারীদেরকে অর্থনৈতিক ও আর্থিক তথ্যাবলি পর্যালোচনায় সহায়তা করে ।

৫৪. বিপরীত হিসাব কী? [জা.বি-২০১৮]
উত্তর: যখন কোন হিসাবকে লিপিবদ্ধকরণের জন্য এরুপ স্থির করা হয় যে, ঐ হিসাবকে তার সম্পর্কযুক্ত একটি ধনাত্মক জের সংবলিত হিসাব থেকে বাদ দেয়া হবে, ঐ ধরনের হিসাবগুলোকে বিপরীত হিসাব বলে ।

৫৫. সম্পত্তির বর্তমান মূল্য বলতে কী বুঝ?
উত্তর: সম্পত্তির বর্তমান মূল্য হতে অবচয় বাদ দিয়ে অথবা উপচয় যোগ করলে যে মূল্য নির্ণীত হয় তাকে সম্পত্তির বর্তমান মূল্য বলে।

৫৬. সুনাম কিভাবে সৃষ্টি হয়? [জা.বি-২০১৭ (পাস)]-(৯৯%)
উত্তর: সুনাম সৃষ্টি হবার কারণসমূহ নিম্নরূপ: (ক) বিক্রেতার সুমিষ্ট ব্যবহার (খ) পণ্যের গুণাবলি (গ) সততা, নিষ্ঠা ও আন্তরিকতা (ঘ) ক্রেতা সন্তুষ্টি।

৫৭। অংশীদারি চুক্তিপত্র কাকে বলে?
উত্তর: অংশীদারি কারবারের দুই বা ততোধিক ব্যক্তির স্বেচ্ছামূলক লিখিত সম্মতিকে অংশীদারি চুক্তিপত্র বলা
হয়।

accounting 3rd paper suggestion

ডিগ্রি ২য় বর্ষ হিসাববিজ্ঞান ৩য় পত্র সাজেশন ২০২৪

খ ও গ বিভাগ


** ১। হিসাব চক্র কি? হিসাব প্রক্রিয়ার ধাপসমূহ বর্ণনা কর। [জা.বি-২০১১, ২০১৫ (পাস)]
** ২। নিত্য মজুদ পদ্ধতি ও কালান্তকি মজুদ পদ্ধতির মধ্যে পার্থক্য বর্ণনা কর। জা.বি-২০১৭
** ৩। আর্থিক বিবরণী কী? আর্থিক বিবরণীর উপাদানসমূহ আলোচনা কর। [জা.বি- ২০১৯]
** ৪। আর্থিক বিবরণীর গুণগত বৈশিষ্ট্যগুলো সংক্ষেপে বর্ণনা কর। [জা.বি-২০১৩]
** ৫ ৷ হিসাবতত্ত্বের গুণগত বৈশিষ্ট্য আলোচনা কর। জা.বি-২০১৫, ২০১৮
** ৬। লেনদেনের দ্বৈত সত্তা বলতে কি বুঝ? [জা.বি-২০১১]
** ৭। হিসাব সমীকরণের উপাদানগুলো বর্ণনা কর। [জা.বি-২০১৬, ২০১৬ (পাস)]
** ৯। সমন্বয় দাখিলা ও সমাপনী দাখিলার মধ্যে পার্থক্য লিখ ।
** ১০। সমাপনী দাখিলার সংজ্ঞা দাও। ইহার উদ্দেশ লিখ। জা.বি-২০১৫ (পাস)
** ১১। অবচয় ধার্য না করার ফলাফল বর্ণনা কর। [জা.বি-২০১১, ২০১৪, ২০১৫, ২০১৮, ২০১৬(পাস)]
** ১২। তাৎপর্যপূর্ণ অনগদ কার্যক্রম বর্ণনা কর । [জা.বি-২০১৫]
** ১৩। বিক্রয়যোগ্য সিকিউরিটি মূল্যায়নের পদ্ধতিগুলো বর্ণনা কর।
** ১৪। অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্র কি? এর বিষয়বস্তু উল্লেখ কর ।
** ১৫। অংশীদারি ব্যবসায় নিবন্ধন না করার ফলাফল বর্ণনা কর। (৯৯%)
** ১৬। অংশীদারি কারবারে সুনাম হিসাবভুক্তকরণ পদ্ধতি বর্ণনা কর। [জা.বি-২০১৬]
** ১৭। অংশীদারি ব্যবসায় নিবন্ধনের সুবিধা বর্ণনা কর। [জা.বি-২০১৮]
** ১৮। অংশীদারি কারবারে সুনাম হিসাবভুক্তকরণ বর্ণনা কর। [জা.বি-২০১৯, ২০১৫ (পাস)]
** ১৯। সুনামের সংজ্ঞা দাও। সুনাম মূল্যায়নের পদ্ধতিসমূহ আলোচনা কর। [জা.বি-২০১৮]
** 20। অংশীদারি ব্যবসায়ের হিসাবে সুনাম লিপিবদ্ধ করার কী কী বিকল্প পদ্ধতি আছে? উদাহরণসহ ব্যাখ্যা কর ।
** ২১। নগদ প্রবাহ বিবরণী কি? নগদ প্রবাহ বিবরণীর মধ্যে পার্থক্য কী কী ?
** ২২। নগদ প্রবাহ বিবরণীর গুরুত্ব লিখ।
** ২৩। নগদ ও নগদ সমতুল্যের মধ্যে পার্থক্য লিখ ।
** ২৪। “মূল্য সংযোজন এবং মুনাফা একই কিনা”? মন্তব্য কর।
** ২৫। মূল্য সংযোজন বিবরণী বলতে কি বুঝ? কাল্পনিক তথ্য ব্যবহার করে নীট মূল্য সংযোজন বিবরণী তৈরি কর। [জা.বি-২০১৫]
** ২৬। রেওয়ামিলের উদ্দেশ্য আলোচনা কর । [জা.বি-২০১৯ ডিগ্রি]
** ২৭। স্থায়ী সম্পত্তির অবচয় ধার্যের উদ্দেশ্যগুলো কি কি? [ডিগ্রি (পাস) ২০১৯]
** ২৮। বিনিয়োগ বলতে কী বুঝ? বিনিয়োগের উদ্দেশ্যসমূহ লিখ । [জা.বি ২০১৭]
** ২৯। Debt security ও Equity security এর মধ্যে পার্থক্য দেখাও। [জা.বি ২০১৯ ডিগ্রি (পাস)]
** ৩০ । চলতি দায় কি? দুটি উদাহরণ দাও ।[জা.বি- ২০১৯ (পাস) চলতি দায় ও দীর্ঘ মেয়াদি দায়ের মধ্যে পার্থক্য আলোচনা কর।[জা.বি-২০১৭]
** ৩১। অংশীদারি ব্যবসায় নিবন্ধনের সুবিধা বর্ণনা কর। [জা.বি ২০১৬]
** ৩২। সুনাম কী? সুনাম মূল্যায়নের পদ্ধতিসমূহ আলোচনা কর । [জা.বি ২০১৭]
**৪৮।অংশীদারি কারবারের হিসাবে সুনাম লিপিবদ্ধ করার কী কী বিকল্প পদ্ধতি আছে? উদাহরণসহ প্রত্যেকটি পদ্ধতি ব্যাখ্যা কর ।

Leave a Comment