ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ৪র্থ পত্র সাজেশন ডিগ্রি ২য় বর্ষ (BA,BSS)

Md Rafiqul Islam

Islamic History 4th paper degree 2nd year suggestion final


ইসলামের ইতিহাস ও সংস্কৃতি চতুর্থ পত্র
বিষয় কোড: ১২১৬০৩ — বিষয়: ভারতে মুসলমানদের ইতিহাস

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ৪র্থ পত্র সাজেশন ২০২৫

ক-বিভাগ

(যে কোন ১০ টি প্রশ্নের উত্তর দাও)

অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি:

১। ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উঃ ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন সম্রাট জহিরউদ্দিন মুহম্মদ বাবর।

২। পানিপথের প্রথম যুদ্ধে বাবরের প্রতিপক্ষ কে ছিলেন?
উঃ ইব্রাহিম লোদি।

৩। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
উঃ পানিপথের দ্বিতীয় যুদ্ধ ১৫৫৬ সালে সংঘটিত হয়।

৪। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল?
উঃ সম্রাট আকবরের সেনাপতি বৈরাম খান ও হিমুর মধ্যে।

৫। পানিপথের তৃতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?
উঃ ১৭৬১ সালে।

৬। সম্রাট আকবর কত সালে বাংলা জয় করেন?
উঃ ১৫৭৬ সালে।

৭। কোন মুঘল সম্রাট ‘জিজিয়া কর’ রহিত করেন?
উঃ সম্রাট আকবর।

৮। ‘জিন্দাপীর’ কাকে বলা হয়?
উঃ সম্রাট আওরঙ্গজেবকে।

৯। সর্বশেষ মুঘল সম্রাট কে ছিলেন?
উঃ দ্বিতীয় বাহাদুর শাহ জাফর।

১০। ১৮৫৭ সাল ইতিহাসে বিখ্যাত কেন?
উঃ সিপাহী বিদ্রোহের জন্যে।

১১। সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?
উঃ লর্ড ক্যানিং।

১২। মঙ্গলপাণ্ডে কে ছিলেন?
উঃ সর্বপ্রথম সিপাহি বিদ্রোহের সূচনাকারী ছিলেন।

১৩। চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক কে ছিলেন?
উঃ লর্ড কর্ণওয়ালিশ।

১৪। দ্বৈতশাসন ব্যবস্থা’ কে প্রবর্তন করেন?
উঃ লর্ড রবার্ট ক্লাইভ।

১৫। রেগুলেটিং এ্যাক্ট’ কত সালে প্রবর্তন করা হয়?
উঃ ১৭৭৩ সালে।

16। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন গঠিত হয়?
উঃ ১৬০০ খ্রিস্টাব্দে।

১৭। ইউরোপীয় বণিকদের মধ্যে কারা সর্বপ্রথম ভারতে আসেন?
উঃ পর্তুগিজরা।

১৮। ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন?
উঃ লর্ড ওয়েলেসলি।

১৯। কলকাতা মাদ্রাসার প্রতিষ্ঠাতা কে?
উঃ ওয়ারেন হেস্টিংস।

২০। কোলকাতা নগরীর গোড়াপত্তন করেন কে?
উঃ যব চার্নক।

২১। বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন?
উঃ নবাব সিরাজ-উদ-দৌলা।

২২। ‘তবকাত-ই-নাসিরি’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ মিনহাজ-ই-সিরাজ।

২৩। ‘রিয়াজুস সালাতিন’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ গোলাম হোসেন সলিম।

২৪। ‘দি ইন্ডিয়ান মুসলমানস’ গ্রন্থটির লেখক কে?
উঃ উইলিয়াম উইলসন হান্টার।

২৫। আবুল ফজল কে ছিলেন?
উঃ মুঘল আমলের একজন বিখ্যাত ঐতিহাসিক।

২৬। গুলবদন বেগম কে ছিলেন?
উঃ সম্রাট বাবরের কন্যা।

২৭। ‘হুমায়ুননামা’ কে রচনা করেন ?
উঃ গুলবদন বেগম।

২৮। শের শাহের বাল্যনাম কী ছিল?
উঃ ফরিদ।

২৯। ‘গ্রান্ড ট্রাঙ্ক রোড’ কে নির্মাণ করেন?
উঃ শেরশাহ।

৩০। ‘কবুলিওত ও পাট্টা’ কে প্রবর্তন করেন?
উঃ শেরশাহ।

৩১। খানুয়ার যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
উঃ ১৫২৭ সালে।

৩২। কনৌজের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?
উঃ ১৫৪০ সালে।

৩৩। আগ্রা দুর্গের নির্মাতা কে?
উঃ সম্রাট শাহজাহান।

৩৪। ‘স্থাপত্যের রাজপুত্র’ বলা হয় কাকে?
উঃ সম্রাট শাহজাহান।

৩৫। তাজমহলের প্রধান স্থপতি কে ছিলেন?
উঃ ওস্তাদ ঈসা।

৩৬। ‘বাবর’ শব্দের অর্থ কি?
উঃ বাঘ।

৩৭। ‘হুমায়ুন’ শব্দের অর্থ কি?
উঃ ভাগ্যবান।

৩৮। নূরজাহানের প্রকৃত নাম কী?
উঃ মেহের-উন-নিসা।

৩৯। ডুপ্লে কে ছিলেন?
উঃ পন্ডিচেরীর ফরাসি গভর্নর।

৪০। মুঘল আমলে প্রাদেশিক শাসনকর্তার পদবি কি ছিল?
উঃ সুবাদার।

৪১। ফতোয়ায়ে আলমগিরি কী?
উঃ সম্রাট আওরঙ্গজেবের রাজত্বকাল সম্পর্কিত গ্রন্থ।

৪২। ‘সতীদাহ প্রথা’ কে রদ করেন?
উঃ লর্ড বেন্টিঙ্ক।

অন্য বিষয় সাজেশন পড়তে এখানে ক্লিক করুন

degree 2nd year Islamic history and culture 4th Paper suggestion

Islamic History 4th paper degree 2nd year suggestion final

বেশি গুরুত্বপূর্ন প্রশ্ন শুরুতে দেওয়া হল

ডিগ্রি ২য় বর্ষ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ৪র্থ পত্র সাজেশন ২০২৫

খ-বিভাগ

→ (যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও)

১। ১৮৫৭ সালের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয় কেন?
২। পলাশী যুদ্ধে নবাবের ব্যর্থতার কারণসমূহ চিহ্নিত কর।
৩। লর্ড কর্ণওয়ালিশের ‘চিরস্থায়ী বন্দোবস্তের ত্রুটিগুলো বিচার কর।
৪। আকবরের দ্বীন-ই-ইলাহী সম্পর্কে সংক্ষেপে লেখ।
৫। হুমায়ুন ও শেরশাহের মধ্যকার সংঘর্ষে হুমায়ুনের ব্যর্থতার কারণ কী ছিল?
৬। পানিপথের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব আলোচনা কর।
৭। সূর্যাস্ত আইন ও ছিয়াত্তরের মন্বন্তর কী?
৮। মুজাদ্দিদ আলাফী সানীর পরিচয় দাও।
৯। সম্রাট জাহাঙ্গীরের উপর নূরজাহানের কতটা প্রভাব ছল উল্লেখ কর।
১০। পরিচয় দাও : আবুল ফজল, বৈরাম খান, নুরজাহান, মমতাজ মহল।
১১। ‘তুজুক-ই বাবরি গ্রন্থ সম্পর্কে লেখ।
১২। কবুলিয়ত ও পাট্টা কী?
১৩। মুঘল সঙ্গীত সম্পর্কে যা জান লিখ।
১৪। মুঘল আফগান দ্বন্দ্ব সম্পর্কে সংক্ষেপে লিখ।
১৫। ময়ূর সিংহাসনের উপর একটি টীকা লেখ।

গ-বিভাগ

(যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও)

১। মুঘল সাম্রাজ্যের পতনের কারণগুলো আলোচনা কর।
২। পলাশীর যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা কর।
অথবা, পলাশী যুদ্ধের পটভূমি ও গুরুত্ব বর্ণনা কর।
৩। বক্সারের যুদ্ধের ফলাফল ও কারণগুলো চিহ্নিত কর।
৪। শেরশাহের প্রশাসনিক সংস্কারসমূহ আলোচনা কর।
৫। হুমায়ুন ও শেরশাহের সংঘর্ষের বিবরণ সংক্ষেপে বর্ণনা কর। শেরশাহের সাফল্যের কারণ কি?
৬। সম্রাট আকবরের রাজপুত/ধর্মনীতি নীতি আলোচনা কর।
৭। চিরস্থায়ী বন্দোবস্ত কি? চিরস্থায়ী বন্দোবস্তের সুফল ও কুফল লেখ।
৮। ইস্ট-ইন্ডিয়া কোম্পানির শিক্ষানীতি আলোচনা কর।
৯। তৃতীয় পানিপথের যুদ্ধের পটভূমি বর্ণনা কর।
১০। মুঘল সংস্কৃতির উৎকর্ষতার ক্ষেত্রে সম্রাট জাহাঙ্গীরের অবদান মূল্যায়ন কর।
১১। ‘দ্বৈতশাসন ব্যবস্থা’ বাংলার প্রজাদের ওপর কী পরিণাম নিয়ে কর।
১২। সম্রাট শাহজাহানের পুত্রদের মধ্যে সংঘটিত উত্তারাধিকার দ্বন্দ্বের কারণ ও ফলাফল নির্ণয় কর।
১৩। ভারতে প্রাধান্য বিস্তারের জন্য ইঙ্গ-ফরাসিদের মধ্যে যে সংঘর্ষ হয় তার একটি বিবরণ দাও।

Leave a Comment