ইসলামিক স্টাডিজ তৃতীয় পত্র।
বিষয় কোড: ১২৩২০১ — বিষয়: জনসংখ্যা এবং সাংস্কৃতিক ভূগোল
Table of Contents
ইসলামিক স্টাডিজ ৩য় পত্র সাজেশন ২০২৫
ক-বিভাগ
(যে কোন ১০ টি প্রশ্নের উত্তর দাও)
অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি:
১। ایمان শব্দের অর্থ কী?
উঃ ایمان শব্দের অর্থ বিশ্বাস।
২। إيمان কী?
উঃ মহানবি (সা.) মহান আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন সবকিছুর প্রতি বিশ্বাস স্থাপন এবং স্বীকৃতি দেওয়াকে إيمان বলে।
৩। হাদিস কোন ধরনের ওহি?
উঃ পরোক্ষ ওহি।
৪। হাদিসে গরিব কী?
উঃ সনদের এক বা একাধিক স্তরে যে হাদিস একজন মাত্র রাবি বর্ণনা করেছেন তাকে হাদিসে গরিব বলে।
৫। متفق علیه বলতে কী বুঝায়?
উঃ যে হাদিসের সনদের ব্যাপারে ইমাম বুখারী ও মুসলিম (রা.) ঐকমত্য পোষণ করেছেন তাকে মুত্তাফাকুল আলাইহি (متفق عليه) বলে।
৬। সনদ কাকে বলে?
উঃ হাদিস বর্ণনার সূত্র বা ধারাবাহিকতাকে সনদ বলে।
৭। নবিগণ উত্তরাধিকার স্বরূপ কী রেখে গেছেন?
উঃ নবিগণ উত্তরাধিকার স্বরূপ রেখে গেছেন জ্ঞান বা ইলম।
৮। মৎসকুল কাদের জন্য দোয়া করে?
উঃ জ্ঞানীদের জন্য।
৯। مشكاة المصابيح এর সংকলক কে?
উঃ مشكاة المصابيح এর সংকলক হলেন- শায়খ ওয়ালিউদ্দিন মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ।
১০। حسذ শব্দের অর্থ কী?
উঃ হিংসা।
১১। الحكمة শব্দের অর্থ কী?
উঃ প্রজ্ঞা।
১২। আকিদাহ অর্থ কী?
উঃ আকীদা অর্থ বিশ্বাস করা।
১৩। ملائكة (মালাইকাতুন) শব্দের অর্থ কী?
উঃ ملائكة (মালাইকাতুন) শব্দের অর্থ-ফেরেশতা।
১৪। شعبة অর্থ কী?
উঃ شعبة অর্থ-অঙ্গ বা শাখা প্রশাখা।
১৫। سنة শব্দের অর্থ কী?
উঃ سنة শব্দের অর্থ রীতিনীতি বা অভ্যাস।
১৬। اسلام শব্দের অর্থ কী?
উঃ اسلام শব্দের অর্থ-শান্তি।
১৭। ইলমুন শব্দের অর্থ কী?
উঃ অনুধাবন করা, বোঝা, হৃদয়াঙ্গম করা ইত্যাদি।
১৮। روضة এর অর্থ কী?
উঃ অর্থ-বিশেষ সমাধি বা মাজার নামে পরিচিত।
১৯। ولد صالح অর্থ কী?
উ: ولد صالح অর্থ- নেক সন্তান।
২০। ইমানের সর্বনিম্ন শাখা কোনটি?
উঃ ইমানের সর্বনিম্ন শাখা হলো কষ্টদায়ক কাঁটা বা ঐ জাতীয় বস্তু রাস্তা থেকে সরে ফেলা।
২১। حسد (হাসাদুন) শব্দের অর্থ কী?
উঃ حسد শব্দের অর্থ হিংসা, প্রতিযোগিতা।
২২। ‘বিদউন’ শব্দের অর্থ কী?
উঃ ‘বিদউন’ শব্দের অর্থ নতুন সৃষ্টি তথা যা ইতঃপূর্বে ছিল না এমন কাজ।
২৩। معادن (মাআদিনুন) শব্দের অর্থ কী?
উঃ معادن শব্দের অর্থ খনি।
২৪। حق العباد কী?
উঃ উঃ বান্দার হক।
২৫। البدعة এর অর্থ কী?
উঃ البدعة এর অর্থ-নব আবিস্কৃত বিষয়।
২৬। ওয়াফদু শব্দের অর্থ কী?
উঃ ওয়াফদু শব্দের অর্থ প্রতিনিধি।
২৭। ‘মিসকাতুল মাসাবীহ’ এর সংকলক কে?
উঃ মিশকত শরীফ প্রণেতার নাম শায়খ ওয়ালিউদ্দিন মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ।
২৮। (বালিগু) শব্দের অর্থ কী?
উঃ বালিগু আন্নি অর্থ আমার পক্ষ হতে পৌঁছে দাও।
২৯। শাহাদাতুন শব্দের অর্থ কী?
উঃ শাহাদাতুন শব্দের অর্থ- সাক্ষাৎকার।
৩০। اسفار অর্থ কী?
উঃ উষার উজ্জ্বল আলো।
৩১। مشكوة শব্দের অর্থ কী?
উঃ مشكوة শব্দের অর্থ আলোকবর্তিকা বা চেরাগ, বাতি ইত্যাদি।
৩২। الدین শব্দের অর্থ কী?
উঃ ধর্ম, কর্মফল, জীবনব্যবস্থা।
degree 2nd year Islamic Studies and Environment 3rd paper suggestion

বেশি গুরুত্বপূর্ন প্রশ্ন শুরুতে দেওয়া হল
ডিগ্রি ২য় বর্ষ ইসলামিক স্টাডিজ ৩য় পত্র সাজেশন ২০২৫
খ-বিভাগ
→ (যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও)
১। সিহাহ সিত্তাহ গ্রন্থগুলোর সংকলকের নাম লেখ।
অথবা, সিহাহ সিত্তাহ কী? সংকলকের নামসহ ‘সিহাহ সিত্তাহ’ গ্রন্থগুলোর নাম লিখ।
২। কুরআন ও হাদিসের মধ্যকার পার্থক্য সংক্ষেপে বর্ণনা কর।
অথবা, আল কুরআনের ও হাদিসের পার্থক্যসমূহ লিখ।
অথবা, আল কুরআনের সাথে হাদিসের পার্থক্যসমূহ উল্লেখ কর।
৩। হাদিসে মুতাওয়াতির বলতে কী বুঝায়?
৪। হাদিসের আলোকে জ্ঞান অর্জনকারীর মর্যাদা সংক্ষেপে বর্ণনা কর।
৫। হযরত আবু হুরায়রা (রা)-এর সংক্ষিপ্ত জীবনী লিখ।
৬। ইলম কত প্রকার ও কী কী? সংক্ষেপে বর্ণনা কর।
৭। الخيال شغبةً مِنَ الْإِيمَانَ এর তাৎপর্য বিশ্লেষণ কর।
৮I الله فقية واحد أشد على الشيطان من ألف عابر ব্যাখ্যা কর।
৯। خيركم في الجاهلية خياركم في الإسلام إذ فقهوا এর তাৎপর্য ব্যাখ্যা কর।
১০। তাওহীদে বিশ্বাসের গুরুত্ব সংক্ষেপে আলোচনা কর।
১১। সংক্ষেপে তাবলিগের গুরুত্ব আলোচনা কর।
১২। أو ولد صالح يذغو له এর তাৎপর্যতা বিশ্লেষণ কর।
১৩। অন্ধকারে ফজরের সালাত আদায়ের বিধান কি?
ইসলামিক স্টাডিজ ৩য় পত্র সাজেশন
গ-বিভাগ
(যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও)
১। হাদিস সংকলনের ইতিহাস বর্ণনা কর।
২। ইমাম মুসলিম (রহ.) এর সংক্ষিপ্ত জীবনী ও হাদিস শাস্ত্রের তাঁর অবদান আলোচনা কর।
অথবা, ইমাম মুসলিম (রহ.) এর সংক্ষিপ্ত জীবনী লিখ। এবং ইলমে হাদিসে তার অবদান মূল্যায়ন কর।
অথবা, ইমাম মুসলিম (রহ.) এর জীবন চরিত সম্পর্কে আলোচনা কর।
৩। অনুবাদ কর:
عن أنس عن النبي صلى الله عَلَيْهِ وَسَلَّمَ : ثلاث من كن فيه وجد حلاوة الإيمان : مَن كانَ الله وَرَسُولُهُ أَحَبَّ إِلَيْهِ مِمَّا سِوَاهُمَا وَمَنْ أَحَبُّ عبدا لا يحبه إلا الله ومن يكره أن يعود في الكفر بعد إذ انقذه الله كما يكره أن يلقى في النار – ( متفق عليه)
৪। নিম্নের হাদিসটি ব্যাখ্যা কর (মূল কিতাবের হাদিস নং-১৯৫)
عن أبي هريرة رضى) قال قال رسول الله صلى الله عليه وسلم : إن الله لا يقبض العلم انتزاعًا ينتزعة من العباد ولكن يقبض العلم بقبض العلماء حتى إذا لم يبق عالما اتخذ النَّاسُ رُوسًا جَهَالا فَسَئِلُوا فَأفتوا بغير علم فصلوا وأضلوا (متفق عليه) .
৫। ইহসান কাকে বলে? হাদিসের আলোকে ইহসানের গুরুত্ব বর্ণনা কর।
অথবা, ইহসান কি? ইহসানের গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা কর।
৬। علم বলতে কী বুঝায়? علم অর্জনের গুরুত্ব বর্ণনা কর।
৭। ইলম বলতে কী বুঝায়? হাদিসের আলোকে ইলম অর্জনের গুরুত্ব বর্ণনা কর।
৮। بدعة (বিদআত) কত প্রকার ও কী কী? প্রত্যেক প্রকারের সংজ্ঞা দাও। بدعة (বিদআত) এর পরিণাম বর্ণনা কর।
৯। সুন্নাহ বলতে কী বুঝ? সুন্নাহ ও আসার এর মধ্যে পার্থক্য লিখ।
১০। ইমানের সংজ্ঞা দাও। ইসলামের ভিত্তিসমূহ আলোচনা কর।
১১। হজ কাকে বলে? যাকাত বণ্টনের খাতগুলো সংক্ষেপে লিখ।
১২। ইমামগণের মতভেদসহ পাঁচওয়াক্ত সালাতের মুস্তাহাব সময়ের বিবরন দাও ।
১৩। অনুবাদ কর:
عَنْ أَنَسِ بْنِ مَالَكَ : أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمُعَاذَ رَدِيفَهُ عَلَى الرَّحْلِ قَالَ يَا مُعَاذَ بَنَ جَبَلٍ يَا رَسُوْلًا اللَّهِ وَسَعْدَيْكَ ، قَالَ يَا مُعَاذَا قَالَ لَيْكَ يَا رَسُولَ الله وَسَعدَيْكَ ثلاثا – قَالَ مَا ـ نا قال احد يشهد أن لا الله إلا الله محمدا رسول الله صدقا مِنْ لَا مِنْ قَلْبِهِ إِلَّا عَلَى النَّارِ قَالَ يَا رَسُولَ اللهِ : أَفَلَا أُخْبِرُ بِهِ النَّاسَ فَيَسْتَبْشِرُوا؟ قَالَ إِذَا يَتَّكِلُوا وَأَخْبَرَ بِهَا مُعَاذُ عِنْدَ مَوْتِهِ تَأْتُما (متفق عليه)