আয়কর ধার্যের উদ্দেশ্য আয়ের বৈশিষ্ট্যগুলো লেখ

Md Rafiqul Islam

আয়কর ধার্যের উদ্দেশ্য আয়ের বৈশিষ্ট্যগুলো লেখ

Q: Write the characteristics of income for income tax purpose.

উত্তর : ভূমিকা : ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশ অনুযায়ী এবং আয়কর সংক্রান্ত বিভিন্ন মামলার রায় অনুযায়ী আয়ের বেশ কিছু বৈশিষ্ট্য লক্ষণীয়। নিম্নে আয়কর ধার্যের উদ্দেশ্যে আয়ের এ সমস্ত বৈশিষ্ট্যগুলো বর্ণিত হলো :

১. আয় প্রাপ্ত ও প্রাপ্য : আয় অবশ্যই প্রাপ্ত বা প্রাপ্য হতে হবে। অর্থাৎ কোন প্রাপ্তি বাস্তবে পাওয়া গেলে তাকে আয় বলে বিবেচনা করতে হবে আবার কোন কিছু পাওয়ার অধিকার জন্মেছে কিছু এখনও পাওয়া যায়নি তাও আয় হিসেবের গণ্য করতে হবে।

২. পৌনঃপুনিকতা : কোন সুনির্দিষ্ট উৎস হতে সব সময় আয় হবে বা একই উৎস হতে পৌনঃপুনিক আয় হবে এমনটি নয়। আয় নিয়মিত পৌনঃপুনিক এবং অনিয়মিত ও অপৌনঃপুনিক হতে পারে ।

৩. টাকা বা টাকার অঙ্কে পরিমাপ যোগ্য : আয় টাকা বা টাকার অঙ্কে পরিমাপ যোগ্য হতে হবে। আবার টাকার অঙ্কে পরিমাপযোগ্য হলেই যে আয় হিসেবের গণ্য হবে তা নয়। আয়টি কর ধার্যোপযোগী হতে হবে।

৪. আয় বৈধ ও অবৈধ উভয় : আয় বৈধ ও অবৈধ উভয়ই হতে পারে। কেননা অবৈধ উৎস হতে প্রাপ্ত আয় করধার্যোপযোগী হতে পারে। যেমন- অবৈধ গুদামজাতকরণ, চোরা কারবারি, কালোবাজারি ইত্যাদি হতে প্রাপ্ত অর্থ ও আয় বলে গণ্য হবে ।

৫. সুনির্দিষ্ট উৎস : আয়ের অবশ্যই একটি সুনির্দিষ্ট উৎস থাকতে হবে। আয়ের উৎস সম্পর্কে যথাযথ ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে ধারা-১৯ অনুসারে অপ্রকাশিত আয় বলে গণ্য করা হয় ৷

৬. প্রকৃত আয় : আয় অবশ্যই বাস্তব বা প্রকৃত হতে হবে। এটি প্রাপ্ত বা প্রাপ্য অথবা অর্জিত বা বকেয়া হতে পারে কিন্তু কল্পনা প্রসূত বা অবাস্তব হতে পারেনা ।

৭. অস্পর্শনীয় সম্পর্কিত আয় : অস্পর্শনীয় সম্পত্তি এবং ক্ষয়িঞ্চু সম্পত্তি বা কপি স্বত্ব বা গ্রন্থস্বত্ব ব্যবহার জনিত প্রাপ্তি আয় হিসেবের গণ্য করতে হবে। যেমন : রয়ালটি বাবদ টাকা আয় হিসেবে বিবেচিত হয় ।

৮. লোকসান আয়ের অন্তর্ভুক্ত : ধারা ২(৩৪) অনুসারে আয়, মুনাফা বা লাভ নির্ণয়কালে কোন ক্ষতি বা লোকসান হলে তা অন্যান্য খাতের লাভ বা মুনাফার সাথে সমন্বয় করা যায়। এটি একটি নেগেটিভ আয় ।

উপসংহার : উপরিউক্ত বৈশিষ্ট্যের প্রেক্ষিতে উপসংহারে বলা যায় যে, আয়কর ধার্যের উদ্দেশ্যে আয়ের বৈশিষ্ট্যসমূহ মূলতঃ আয়কর অধ্যাদেশ ও আয়কর আইন এবং মামলার রায়ের আলোকে নির্ধারিত এবং আয়ের সংজ্ঞার আলোকে নিরূপিত বৈশিষ্ট্যসমূহ যা আয়কর ধার্যের জন্য জানা জরুরি।

1 thought on “আয়কর ধার্যের উদ্দেশ্য আয়ের বৈশিষ্ট্যগুলো লেখ”

Leave a Comment