মূল্য সংযোজন করের নিবন্ধনপদ্ধতি আলোচনা কর ।

উত্তর : মূল্য সংযোজন করের জন্য নিবন্ধন পদ্ধতি নিম্নে আলোচনা করা হলো :

১. কোন করযোগ্য পণ্যের সরবরাহকারী বা করযোগ্য সেবা প্রদানকারী বার্ষিক টার্নওভার যদি কমপক্ষে বিশ লক্ষ টাকা হয় তাহলে তাকে ফরম ‘মূসক-৬’ এ অথবা জাতীয় রাজস্ব বোর্ড (NBR) কর্তৃক এতদুদ্দেশ্যে আদেশ দ্বারা নির্ধারিত সহকারী কমিশনার পদমর্যাদার নিম্নে নহেন এরূপ কোন কর্মকর্তার নিকট নিবন্ধনের আবেদনপত্র পেশ করতে হবে।

২. ধারা-১৬ অনুসারে নিবন্ধনের বাধ্যবাধকতা হতে অব্যহতি প্রাপ্ত কোন ব্যক্তির করযোগ্য পণ্য সরবরাহ বা করযোগ সেবা প্রদান বাবদ টার্নওভার অব্যহতি প্রাপ্ত হিসেবে গণ্য হওয়ার পরবর্তীতে যেকোন বিরতিহীন ১২ মাস সময়ে অনুন্য ২০ লক্ষ টাকা হলে তাকে উক্ত সময়ে শেষ হওয়ার ৩০ দেিনর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (NBR) কর্তৃিক নির্ধারিত কর্মকর্তার নিকট নিবন্ধনের জন্য আবেদপত্র পেশ করতে হবে।

৩. কোন করযোগ্য পণ্যের সরবরাহ বা করযোগ্য সেবা * প্রদানের ব্যবসায় শুরু করতে চান এমন কোন ব্যক্তি উক্ত ব্যবসায়ের বার্ষিক টার্নওভার অন্যুনর ২০ লক্ষ টাকা হবে বলে প্রাক্কলন করলে তাকে ব্যবসায় শুরুর পূর্বেই মূসক-এর বিভাগীয় কার্যালয় অথবা জাতীয় রাজস্ব বোর্ড (NBR) কর্তৃক এতদুদ্দেশ্যে আদেশ দ্বারা নির্ধারিত সহকারী কমিশনার পদমর্যাদার নিম্নে নহেন এরূপ কোন কর্মকর্তার নিকট নিবন্ধনের আবেদনপত্র পেশ করতে হবে।

৪. কোন করযোগ্য পণ্যের প্রস্তুতকরণ বা উৎপাদনসমূহ বা সরবরাহস্থল বা করযোগ্য সেবা প্রদানের স্থান আমদানি বা রপ্তানি ব্যবসাস্থল হতে একাধক করযোগ্র পণ্য সরবরাহ বা আমদানি রপ্তানি ক্ষেত্রে একটি মাত্র নিবন্ধনের প্রয়োজন হবে।

৫. নিবন্ধনের দায়বদ্ধ ব্যক্তি নিবন্ধনের আবেনদপত্রের সাথে পরম ‘মূসক-৭’এ কোন করযোগ্য পণ্য প্রস্তুতকরণ বা উৎপাদনের বা ক্রয় বিক্রয় বা মজুতকরণে ব্যবহৃতব্য অঙ্গন, প্লান্ট, মূলধনী যন্ত্রপাতি ও ফিটিংস এবং উৎপাদিতব্য বা ক্রয় বিক্রয় বা মজুতযোগ্য পণ্য ও উদার প্রধান উপকরণসমূহের বিবরণ সংবলিত একটি ঘোষণা পত্র প্রদান করতে হবে

৬. কোন ব্যক্তি কোন পণ্য আমদানি বা রপ্তানি করবেন তাকে নিবন্ধনের জন্য উপবিধি ১. বর্ণিত আবেদনপত্র অথবা জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক এতদুদ্দেশ্য আদেশ দ্বারা নির্ধারিত সহকারী কমিশনার পদমর্যাদার নিম্নে নহেন এরূপ কোন কর্মকর্তঅর নিকট পেশ করতে হবে।

৭. যদি নিবন্ধনযোগ্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নিবন্ধনের জন্য আবেদন পত্র পেশ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা প্রয়োজনীয় অনসন্ধানের পর সন্তুষ্ট হন, যে উক্ত ব্যক্তির এই ধারার অধীনে নিবন্ধিত হওয়ার বাধবাধকতা রয়েছে । তাহলে তিনি উক্ত ব্যক্তিকে নিবন্ধিত করে তাকে অবহিত করবেন এবং যেদিন গতে উক্ত বাধ্যবাধকতার উদ্ভেব হয়েছে সেদিন হতে উক্ত ব্যক্তি নিবন্ধিত বলে গণ্য হবে।

নিবন্ধনের আবেদন পত্র বোর্ড কর্তৃক নির্ধারিত কর্মকর্তার নিকট যথাযথ বলে গ্রহণযোগ্য বলে বিবেচিত হলে তিনি আবেদনকারীকে আবেদন প্রাপ্তির অনুর্দ্ধ-২ কার্য দিবসের মধ্যে ফরম ‘মূসক-৮’ এ নিবন্ধন প্রদান করবেন।

1 thought on “মূল্য সংযোজন করের নিবন্ধনপদ্ধতি আলোচনা কর ।”

Leave a Comment