বাংলাদেশে কর ফাঁকি ও কর এড়ানোর কারণ আলোচনা কর।

Discuss the reason for tax evasion and tax avoidance.

উত্তর : কর ফাঁকি এবং কর এড়ানো উভয়ই সরকারকে আদৌ কর প্রদান না করা বা কম কর দেয়ার প্রক্রিয়া। কর ফাঁকি

এবং এড়ানো ফলে সরকারের রাজস্বের পরিমাণ কমে যায়। নিম্নে কর ফাঁকি এবং কর এড়ানোর কারণগুলো বর্ণিত হলো :

১. আয়কর আইনের অস্পষ্টতা : বাংলাদেশে আয়কর অধ্যাদেশের অনেক ধারা অস্পষ্ট এবং জটিল। করদাতাগণ নিজেদের স্বার্থে ঐ সকল ধারা ব্যবহার করে কর ফাকি ও কর এড়ায়ে থাকে। ধারা যেহেতু অস্পষ্ট সেই জন্য করদাতা কর ফাঁকি দিলেও শাস্তি দেয়া যায় না। কারণ, করদাতা উক্ত ধারা বুঝতে পারেনি এ অজুহাতে শাস্তি হতে মাফ পায় ।

২. উচ্চ কর হার : অনেক অর্থনীতিবিদ-এর মতে,

উচ্চ কর হার ফাঁকি ও কর এড়ানোর অন্যতম প্রধান কারণ। উচ্চ হারে কর প্রদান করতে করদাতাকে কর বাবদ অধিক অর্থ প্রদান করতে হয়। ফলে করদাতা কর ফাঁকি এবং কর এড়াতে সচেষ্ট হয় ।

৩. মানুষের সহজাত প্রবৃত্তি : কর বাবদ করদাতাকে নিজের পকেট হতে অর্থ দিতে হয় বলে স্বাভাবিকভাবে কেহই কর পছন্দ করে না। ফলে কর ফাঁকি বা কর এড়ানোর সুযোগ পেলে সেই সুযোগের সদ্ব্যবহার করে ।

৪. দেশপ্রেমের অভাব : সরকার দেশের জনসাধারণের নিকট হতে কর আদায় করে দেশের উন্নয়নের এবং সরকারি কার্যাবলি পরিচালনা করে। সুতরাং দেশের জন্য কর প্রদানের যোগ্য ব্যক্তিকে কর প্রদান করা উচিত। কিন্তু আমাদের দেশে জনসাধারণের দেশপ্রেমের অভাব পরিলক্ষিত হয়। ফলে কর ফাঁকির চেষ্টা করে ।

৫. কর ফাঁকি বা কর এড়ানো প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থার স্বল্পতা : করদাতা কর ফাঁকি বা কর এড়ানোর তা প্রতিরোধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা আইনে থাকা আবশ্যক কিন্তু আমাদের দেশে কর ফাঁকি রোধকল্পে যে ব্যবস্থা আছে তা অপ্রতুল। ফলে করদাতাগণ কৌশলে এ ব্যবস্থা এড়ায়ে কর ফাঁকি এবং কর এড়িয়ে থাকে ।

৬. কর আদায়কারী কর্মকর্তার অমনোযোগীতা ও দুর্নীতি : কর আদায়কারী কর্মকর্তা কর আদায়ের ক্ষেত্রে যেমন অমনোযোগী থাকে এবং দুর্নীতির আশ্রয় নিয়ে থাকে। তারা করদাতাকে কর ফাঁকি বা কর এড়ায়ে থাকে ।

৭. নাগরিক দায়িত্ব পালনে অবহেলা : একজন সচেতন নাগরিককে তার অধিকার এবং কর্তব্য সম্পর্কে সচেতন হতে হবে সরকারি কার্য পরিচালনার জন্য একজন নাগরিকের কর প্রদান করা

 কর্তব্য এই কর্তব্য সম্পর্কে অবহেলা বা নিজ স্বার্থ বড় করে দেখার প্রবণতা কর ফাঁকি বা কর এড়ানোর প্রবৃত্তির জন্ম দেয় ৷

1 thought on “বাংলাদেশে কর ফাঁকি ও কর এড়ানোর কারণ আলোচনা কর।”

Leave a Comment