ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা-২০২২ অনুষ্ঠিত ২০২৪
হিসাববিজ্ঞান চতুর্থ পত্র ।
বিষয় কোড: ১২২৫০৩ | বিষয়: বাংলাদেশের করবিধি।
Table of Contents
ব্যবস্থাপনা ৩য় পত্র সাজেশন ২০২৪
ক-বিভাগ
(যে কোন ১০ টি প্রশ্নের উত্তর দাও)
অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি –
১. আয়করের সংজ্ঞা দাও।
উত্তর: আয়কর আইনের বিধান অনুসারে এক বা একাধিক উৎস থেকে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আয়ের ওপর কর ধার্য করা হলে তাকে আয়কর বলে।
২.অ্যাপিলেট ট্রাইবুনাল কী?
উত্তর: আয়কর অধ্যাদেশের ১১ ধারা অনুসারে প্রয়োজনীয় সংখ্যক বিচার বিভাগীয় ও হিসাব বিভাগীয় সদস্য নিয়ে অ্যাপিলেট ট্রাইব্যুনাল গঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন মন্ত্রণালয় কর্তৃক সদস্যগণ নিয়োগপ্রাপ্ত হন। এটি আয়কর সংক্রান্ত সর্বোচ্চ বিচার বিভাগীয় কৃর্তপক্ষ।
৩. উৎসে কর কর্তন বলতে কী বুঝ?
উত্তর:- আয়কর কর্তৃপক্ষের প্রতিনিধি হিসেবে আয় প্রদানকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক আয় প্রদানের সময় আয়কর কেটে রাখাকে উৎসে কর কর্তন বল।
৪. ভ্যাট কোন প্রকৃতির কর?
উত্তর:- ভ্যাট একটি পরোক্ষ কর।
৫. আয়করের সংজ্ঞা দাও।
উত্তর:- আয়কর আইনের বিধান অনুসারে এক বা একাধিকক উৎস থেকে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আয়ের ওপর কর ধার্য করা হলে তাকে আয়কর বলে।
৬. বৈদেশিক আয় কখন করমুক্ত?
উত্তর:-করদাতা বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অর্জিত আয় দেশে আনলে উক্ত আয়ে কর অব্যাহতি পায় এবং করযুক্ত হয়।
৭. এডাম স্মিথের উল্লেখিত করের চারটি নীতির নাম লিখ ।
উত্তর: সমতার নীতি, নিশ্চয়তার নীতি, সুবিধার নীতি, মিতব্যয়িতার নীতি।
৮. ফি কাকে বলে?
উত্তর: সরকার কোন ব্যক্তিকে বিশেষ সুবিধা দানের মাধ্যমে তার নিকট হতে যে অর্থ আদায় করে তাকে ফি বলে।
৯. করপাত কি?
উত্তর: করের সর্বশেষ আর্থিক দায় ভারকে করপাত বলে ।
১০. করঘাত কি?
উত্তর: করঘাত হচ্ছে করদাতার সাথে করের প্রথম স্পর্শ বিন্দু অর্থাৎ করের প্রাথমিক ভারকে করঘাত বলে ।
১১. কর সঞ্চালন/কর অপসারণ বলতে কি বুঝ?
উত্তর: করের আপত-ভার অন্যের ওপর চাপিয়ে দেয়ার প্রচেষ্টাকে কর সঞ্চালন বা কর অপসারণ বলে ।
১২. প্রত্যক্ষ কর কি?
উত্তর: যে করের আর্থিক ভার অন্য কারো ওপর স্থানান্তর করা যায় না তাকে প্রত্যক্ষ কর বলে। যেমন: আয়কর, সম্পদ, কর দান কর ৷
১৩. পরোক্ষ কর কি?
উত্তর: যে করের আর্থিক ভার অন্য কারো ওপর স্থানান্তর করা যায় তাকে প্রত্যক্ষ কর বলে । যেমন: আবগারি কর, মূল্য সংযোজন কর, বিক্রয় কর।
১৪. প্রগতিশীল কর কাকে বলে?
উত্তর: মোট আয়ের পরিমাণ বৃদ্ধি পেলে যদি গড় করের হার বৃদ্ধি পায় তাহলে তাকে প্রগতিশীল কর ব্যবস্থা বলে ।
১৫. অর্থ আইন বলতে কি বুঝ?
উত্তর: সরকার প্রতি বছর জাতীয় বাজেট প্রণয়ন করার সময় করের হার, ন্যূনতম করযোগ্য সীমা, নতুন কর আরোপ বা কর অব্যাহতি ইত্যাদি ঘোষণা করে থাকে। আয়কর সংক্রান্ত এ সকল সংশোধন, কার্যকর করার জন্য প্রতি বছর সরকার যে আইন পাস করে তাকে অর্থ আইন বলে।
১৬. আয়কর কোন প্রকৃতির কর?
উত্তর: প্রত্যক্ষ কর।
১৭. বাংলাদেশে কত সালে আয়কর অধ্যাদেশ জারি করা হয়?
উত্তর: ১৯৮৪ সালে।
১৮. ফটকা কারবার কি?
উত্তর: ফটকা কারবার অর্থ স্টক ও শেয়ারসহ অন্য পণ্যের ক্রয় বিক্রয় আদেশ এমনভাবে প্রদান করা হয় যা সচরাচর বা চূড়ান্তভাবে হস্তান্তরিত না হয়ে অন্যভাবে নিষ্পত্তি হতে পারে।
১৯. আয়ের একত্রীতকরণ বলতে কি বুঝ?
উত্তর: আয়ের একত্রীতকরণ বলতে ব্যক্তির বিভিন্ন আয়ের উৎস থেকে প্রাপ্ত আয়কে একত্রে হিসাবভুক্ত করাকে বুঝায় ।
২০. আয়কর আইন অনুসারে আয় কাকে বলে? আয়কর আইনের দৃষ্টিতে আয়রে ৩টি বৈশিষ্ট্য লিখ।
উত্তর: আয় বলতে অর্থ বা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য বাংলাদেশে প্রাপ্য, অর্জিত বা প্রাপ্ত যে কোন নিয়মিত বা অনিয়মিত, আবর্তক বা অনাবর্তক, নিশ্চিত বা অনিশ্চিতি আকস্মিক প্রাপ্তিকে বুঝায়।
২১. অনাবর্তন আয় কী?
উত্তর: যে আয় পুনঃসংগঠন বা অর্জিত হয় না কিংবা একবার পেলে আবার পাওয়ার নিশ্চিয়তা আশা করে না তাকেই অনাবর্তক আয় বলে।
২২. আয়ের মোট স্ফীতকরণ বলতে কী বুঝায়?
উত্তর: আয়ের মোট স্ফীতকরণ হলো আয়ের এমন বৃদ্ধি, যা মূলত মুদ্রাস্ফীতি বা মূল্যস্তর বৃদ্ধির কারণে ঘটে, কিন্তু এতে ক্রয়ক্ষমতা বাড়ে না।
২৩. আধুনিক আয়করের জনক কে?
উত্তর: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী উইলিয়াম পিট দি ইয়ংগার (১৭৯৯)
২৪. ১৯৮৪ আয়কর আইনে মোট কতটি ধারা, অধ্যায় ও তফসিল আছে?
উত্তর: ধারা-১৮৭টি, অধ্যায়-২৩টি ও তফসিল-৭টি।
২৫. মূলধনী আয় বলতে কি বুঝ?
উত্তর: মূলধনী সম্পত্তি হস্তান্তরের ফলে যে আয় অর্জিত হয় তাকে মূলধনী আয় বলে ।
২৬. করদাতা কে?
উত্তর: যে ব্যক্তি কোনরূপ প্রত্যক্ষ সুবিধার প্রত্যাশা না করে সরকারকে বাধ্যতামূলকভাবে কর, জরিমানা ফি ও অন্যান্য বাধ্যতামূলক ভাবে ধার্যকৃত অর্থ পরিশোধে বাধ্য থাকে তাকে করতাদা বলে।
২৭. আয়বর্ষে বাসিন্দা/আবাসিক করদাতা বলতে কি বুঝ?
উত্তর: একনাগাড়ে অথবা উক্ত বর্ষে কমপক্ষে সমষ্টিগণভাবে ১৮২ দিন বা ততোধিক দিন; অথবা, অব্রবহিত পূর্ববর্তী ৪ বছরের মধ্যে একনাগাড়ে বা সমষ্টিগণভাবে বাংলাদেশে মোট ৩৬৫ দিন বা তদূর্ধ্ব দিন এবং বর্তমান বর্ষে একনাগাড়ে বা সমষ্টিগণভাবে মোট ৯০ দিন বা তদূর্ধ্ব দিন বসবাস করলে তাকে আয়বর্ষে বাসিন্দা বলে।
২৮. আয়কর কর্তৃপক্ষ কারা?
উত্তর:- ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশের ৩ ধারা বিধান মোতাবেক যে কর্মচারী আয়কর সংক্রান্ত কার্যাবলী সম্পাদন করেন তাদেরকে সম্মিলিত ভাবে আয়কর কর্তৃপক্ষ বলা হয় ।
২৯. জাতীয় রাজস্ব বোর্ড কি?
উত্তর: আয়কর আইন অনুসারে জাতীয় রাজস্ব বোর্ড সর্বোচ্চ আয়কর কর্তৃপক্ষ।
৩০. সারচার্জ বলতে কি বুঝ?
উত্তর: বিশেষ প্রয়োজনে সরকার জনগণের নিকট থেকে করের অতিরিক্ত যে অর্থ আদায় করে তাকে সারচার্জ বলে। ১০ কোটি টাকার কম হলে ১০% এবং ১০ কোটি টাকার বেশি হলে ১৫% সারচার্জ দিতে হয়।
৩১. বৈদেশিক আয় কখন করমুক্ত হয়?
উত্তর: করদাতা বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অর্জিত আয় দেশে আনলে উক্ত আয় কর অব্যাহতি পায় এবং করমুক্ত হয়।
৩২. অকরধার্য আয় কি?
উত্তর: যে সকল আয় করদাতার মোট আয়ের অন্তর্ভুক্ত হয় না তাদেরকে অ-করধার্য আয় বলে ।
৩৩. করদাতা আবাসিক মর্যাদা বলতে কি বুঝায়?
উত্তর: আয়কর অধ্যাদেশ ২(৫৫) ধারা ও ২(৪২) ধারা মোতাবেক করদাতাকে তার বাসস্থানগণ মর্যাদা অনুযায়ী যে দু’ভাগে ভাগ করা হয়েছে তাকেই আবাসিক মর্যাদা বলা যায় ।
৩৪. করযোগ্য আয় কি?
উত্তর: একজন করদাতার প্রকৃতপক্ষে যে আয়ের উপর কর দিতে হয় তাকে করযোগ্য আয় বলে ।
৩৫. ২০২০-২০২১ করবর্ষে ব্যক্তি করদাতার ন্যূনতম কর দায় কত?
উত্তর:
- ঢাকা ও চট্রগ্রাম সিটি কর্পোরেশন এর আওতায় সর্বনিম্ন কর-৫,০০০ টাকা।
- অন্য সকল সিটি কর্পোরেশনগুলোতে সর্বনিম্ন কর ৪,০০০ ঢাকা।
- সিটি কর্পোরেশন এর বাইরে হলে সর্বনিম্ন কর ৩,০০০ টাকা ।
৩৬. বেতন কি?
উত্তর: নির্দিষ্ট সময় অন্তর শারীরিক ও মানসিক শ্রমের বিনিময়ে কর্মী তার নিয়োগকর্তার নিকট থেকে যে পারিশ্রমিক প্রাপ্ত হন তাকে বেতন বলা হয় ।
৩৭. ২০২০-২০২১ করবর্ষে মহিলাদের করমুক্ত আয়সীমা কত?
উত্তর: ৩,৫০,০০০ টাকা।
৩৮. ২০২০-২০২১ করবর্ষে মুক্তিযোদ্ধা করদাতার করমুক্ত আয়ের সীমা কত?
উত্তর: ৪,৭৫,০০০ টাকা ।
৩৯. মহার্ঘ ভাতা/দুর্মূল্য ভাতা কি?
উত্তর: জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির ফলে সুষ্ঠুভাবে জীবনযাপনের জন্য নিয়োগকর্তা কর্মীকে যে ভাতা প্রদান করেন তাকে মহার্ঘ ভাতা বলে ।
৪০. করবর্ষ কাকে বলে?
উত্তর: যে আর্থিক বর্ষে কর ধার্য করা হয় সেই আর্থিক বছরকে কর নির্ধারণী বর্ষ বা করবর্ষ বলে।
ডিগ্রি ২য় বর্ষ হিসাববিজ্ঞান ৪র্থ পত্র সাজেশন ২০২৪
খ ও গ বিভাগ
→ (যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও)
অধ্যায়-১: কর ব্যবস্থার তত্ত্ব (Theory of Taxation)
১. আয়কর ধার্যের উদ্দেশ্য আয়ের বৈশিষ্ট্যগুলো লেখ।
২. করদাতার আবাসিক মর্যাদা কীভাবে নির্ধারণ করা হয়।
৩. কর ও ফি এর মধ্যে পার্থক্য নির্ণয় কর।
৪. কৃষি আয়ের অনুমোদনযোগ্য খরচসমূহ কী কী?
৫. মূল্য সংযোজন করের সুবিধা বর্ণনা কর।
৬. জাতীয় রাজস্ব বোর্ড কী? জাতীয় রাজস্ব বোর্ডের ক্ষমতা ও কার্যাবলি আলোচনা কর।
৭. আবাসিক মর্যাদার ভিত্তিতে করদাতার শ্রেণিবিভাগ বর্ণনা কর।
৮. কর ফাঁকি ও কর এড়ানোর মধ্যে পার্থক্য দেখাও। বাংলাদেশে কর ফাঁকি ও কর এড়ানোর কারণ আলোচনা কর ।
৯. শুষ্ক আইনের অধীন বিভিন্ন প্রকার শুষ্কের বিবরণ দাও।
১০. করের উদ্দেশ্য কি? অর্থনৈতিক উন্নয়নে করের ভূমিকা আলোচনা কর।
১১. সরকারি অর্থব্যবস্থার কি? সরকারের রাজস্বের চারটি উৎসের নাম লিখ।
১২. “সরকারি রাজস্বের উৎস হিসেবে কর”-মূল্যায়ন কর ।
১৩. সরকারি ও ব্যক্তিগত অর্থব্যবস্থার মধ্যে পার্থক্য নির্ণয় কর।
১৪. করঘাত ও কর পাতের মধ্যে পার্থক্য লিখ।
১৫. উত্তম কর ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা কর।
১৬. সরকারি আয়ের উৎসসমূহ কি কি?
১৭. করদাতার শ্রেণিবিভাগ বর্ণনা কর ।
অধ্যায়-৩: আয়কর (Income Tax)
আয়করের ভূমিকা (Introduction to Income Tax) :
১. বাংলাদেশের প্রেক্ষাপটে আয়করের গুরুত্ব আলোচনা কর।
২. আয়করের সংজ্ঞা দাও। অভ্যন্তরীণ সম্পদ আহরণে অবদানের ক্ষেত্রে আয়করের গুরুত্ব বর্ণনা বর।
৩. বাংলাদেশে আয়কর ধার্যের সমস্যাবলি বর্ণনা কর।
৪. আয়করের সংজ্ঞা দাও। বাংলাদেশ অর্থ সামাজিক উন্নয়নে আয়কর আইনের ভূমিকা।
৫. আয়কর নির্ধারণে আয় বছর ও কর নির্ধারণী বছরের গুরুত্ব ব্যাখ্যা কর।
৬. আয়ের খাতসমূহ লিপিবদ্ধ কর।
আয়কর কর্তৃপক্ষ (Income Tax Authorities):
৭. আয়কর কর্তৃপক্ষ কারা? আয়কর কর্তৃপক্ষের সাংগঠনিক কাঠামো দেখাও।
৮. জাতীয় রাজস্ব বোর্ডের গঠন আলোচনা কর।
৯. উপকরণ কমিশনারের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা কর ।
আয়কর চার্জ (Charge of Income Tax) :
১০. আয়কর আইনের আয়ের সংজ্ঞা দাও। আয়কর ধার্যের উদ্দেশ্যে আয়ের বৈশিষ্ট্য বর্ণনা কর।
১১. বিভিন্ন করদাতার আবাসিক মর্যাদা তুমি কিভাবে নির্ধারণ করবে?
১২. অকরধার্য আয় ও রেয়াতযোগ্য আয়ের মধ্যে পার্থক্য আলোচনা কর ।
১৩. করবর্ষের সংজ্ঞা দাও। কোন পরিস্থিতিতে করবর্ষ এবং আয়বর্ষ একই হতে পারে?
১৪. করধার্য আয় ও অ-করধার্য আয়ের মধ্যে পার্থক্য লিখ ।
১৫. অকরধার্য আয় কি? অকরধার্য আয়ের তালিকা ব্যাখ্যা কর।
১৬. অকরধার্য আয় ও করমুক্ত আয়ের পার্থক্য লিখ ।
১৭. কোন কোন ক্ষেত্রে করদাতার শনাক্তকরণ নম্বর প্রয়োজন? নতুন করদাতার টি আই এন প্রাপ্তির পদ্ধতি লিখ।
মোট আয় নির্ণয় (Computation of Total Income):
১৮. বেতন পূরক কি? কোন কোন বিষয়গুলো বেতনপূরকের অন্তরভুক্ত বর্ণনা কর ।
১৯. বেতনের উপাদানসমূহ বর্ণনা কর।
২০. জিরো কুপন বন্ডের বৈশিষ্ট্যসমূহ কি কি?
২১. কপট লেনদেন কি? উদাহরণসহ ব্যাখ্যা কর।
২২. গৃহ-সম্পত্তি খাতে আয়ের অনুমোদনযোগ্য খরচসমূহ বর্ণনা কর ।
২৩. গৃহ-সম্পত্তির বার্ষিক মূল্য কি? বার্ষিক মূল্য নিরূপণের পদ্ধতি আলোচনা কর।
২৪. কৃষি আয়ের বৈশিষ্ট্য বর্ণনা কর।
২৫. আংশিক কৃষি ও আংশিক ব্যবসায়িক আয় কী? উদাহরণসহ বিবরণ দাও ।
২৬. মূলধনী লাভ খাতে লোকসানের জের টানার শর্তগুলো কি কি?
২৭. কারবার বা পেশা খাতের লোকসান পূরণের আইনগত বিধিমালা বর্ণনা কর ।
২৮. লোকসানের জের টানা বলতে কি বুঝ? কৃষি এবং ব্যবসায় ও পেশাখাতের লোকসানের জের টানার আইনগত বিধান বর্ণনা কর।
করনির্ধারণ পদ্ধতি (Procedure of Assessment):
২৯. স্বয়ংকর নির্ধারণ কী? স্বয়ংকর নির্ধারণ পদ্ধতিতে কর নির্ধারণের সুবিধা পেতে হলে করদাতাকে কি কি শর্ত পূরণ করতে হয়?
৩০.নিয়মিত কর নির্ধারণ পদ্ধতির বর্ণনা দাও।
বিনিয়োগ কর রেয়াত, কর ছাড় ও কর অব্যাহতি (Investment Tax Credit, Tax Rebate and Tax Relief):
৩১. কর অবকাশ বলতে কি বুঝ? কর অবকাশ স্কীমের সুবিধা লাভের শর্তসমূহ বর্ণনা কর।
কর প্রদান, ফেরত ও কর আদায় (Payment, Refund and Recovery) :
৩২. কর ফেরতের পদ্ধতি বর্ণনা কর । কোন কোন পরিস্থিতিতে কর ফেরত পাবেন তা আলোচনা কর?
৩৩. কর আদায় বলতে কি বুঝ? আয়কর আদায় সংক্রান্ত আইনের বিধিমালা লিখ।
৩৪. কর রেয়াত কী? বিনিয়োগের উপর কর রেয়াতের হার উল্লেখ কর।
৩৫. উৎসে কর কর্তন বলতে কি বুঝ?
৩৬. উৎসস্থলে কর প্রদান পদ্ধতি আলোচনা কর।
একক ব্যক্তির কর নির্ণয় (Individual Assessment):
৩৭. একক ব্যক্তি করদাতার ক্ষেত্রে লোকসান পূরণের শর্তাবলি আলোচনা কর।
৩৮. ভবিষ্যৎ তহবিল কি? ভবিষ্যৎ তহবিলের প্রকারভেদ লিখ।
৩৯. করদাতার কর নির্ণয়ে প্রভিডেন্ট ফান্ডের প্রভাব ব্যাখ্যা কর।
কোম্পানির কর নির্ধারণ (Corporate Taxation):
৪০. বিভিন্ন প্রকার কোম্পানির করের হারের বিবরণ দাও। কোম্পানির ক্ষেত্রে বিনিয়োগ ভাতা সংক্রান্ত বিধিবিধান বর্ণনা কর।
আপিল ও রেফারেন্স (Appeals and Reference):
৪১. কোন কোন পরিস্থিতিতে এবং কিভাবে অ্যাপিলেট ট্রাইবুনালে আপীল করা যায়?
বিবিধ ইস্যু (Miscellaneous Issues):
৪২. বাংলাদেশে কর ফাঁকি ও কর এড়ানোর কারণ আলোচনা কর ।
৪৩. কর ফাঁকি ও কর এড়ানো পদ্ধতিসমূহ আলোচনা কর।
অধ্যায়-৪: বাংলাদেশের অন্যান্য কর (Other Taxes in Bangladesh )
মূল্য সংযোজন কর (Value Added Tax):
১. মূল্য সংযোজন কর পরিশোধের সময় ও পদ্ধতি আলোচনা কর।
২. মূল্য সংযোজন কর প্রবর্তনের কারণসমূহ আলোচনা কর।
৩. মূল্য সংযোজন করের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর ।
৪. মূল্য সংযোজন কর কি? কি কি কারনে মূল্য সংযোজন কর সরকার এবং করদাতা উভয়ের নিকট সুবিধাজনক বলে বিবেচিত হয়?
৫. মূল্য সংযোজন করের জন্য নিবন্ধন পদ্ধতি লিখ ।
৬. টার্নওভার কর ও সম্পূরক কর কি? মূল্য সংযোজন করের সুবিধা আলোচনা কর ।
৭. মূল্য সংযোজন কর কী? এর অসুবিধা আলোচনা কর।
৮. মূল্য সংযোজন কর কর্তৃপক্ষের বর্ণনা দাও।
1 thought on “Accounting 4th Paper Degree 2nd year Suggestion Final”