বিষয়ঃ হিসাববিজ্ঞান চতুর্থ পত্র (বাংলাদেশের করবিধি: ১২২৫০৩)
ক-বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপ লিখ- TIN, SEC, DCT, SRO, EPZ.
২। দ্বৈত কর কী?
উঃ কোনো আয়ের উপর দু’বার কর পরিশোধ করাকে দ্বৈত কর বলে।
৩। আনুতোষিক কী?
উঃ চাকরির মেয়াদকাল শেষে কর্মী তার নিয়োগ কর্তার নিকট থেকে এককালীন যে অর্থ প্রাপ্ত হন তাকে আনুতোষিক বলে।
৪। গ্র্যাচুইটি কী?
উঃ চাকরির মেয়াদকাল শেষে কর্মী তার নিয়োগ কর্তার নিকট থেকে এককালীন যে অর্থ প্রাপ্ত হন তাকে আনুতোষিক বা গ্র্যাচুইটি বলা হয়।
৫। করদাতা কে?
উঃ যে ব্যক্তি কোনরূপ প্রত্যক্ষ সুবিধার প্রত্যাশা না করে সরকারকে বাধ্যতামূলকভাবে কর, জরিমানা, ফি ও অন্যান্য ধার্যকৃত অর্থ পরিশোধে বাধ্য থাকে তাকে করদাতা বলে।
৬। অনাবাসিক করদাতা কে?
উঃ করদাতা আয়কর আইনের আবাসিক হওয়ার ২(৫৫) ধারার শর্তাবলি পালন না করলে উক্ত করদাতার করদাতা হিসেবে গণ্য হবে। অনাবাসিক করদাতাকে কেবল দেশের অভ্যন্তরে অর্জিত আয়ের উপর কর দিতে হবে।
৭। মূলধনী লাভ কী?
উঃ মূলধনী লাভ বলতে মূলধনী সম্পত্তির হস্তান্তর জনিত লাভকে বুঝায়।
৮। আংশিক কৃষি আয় কী?
উঃ কোনো উৎপাদনকারী যদি তার উৎপাদিত কৃষিজাত দ্রবাদি শিল্পজাত দ্রব্যে পরিণত করার জন্য নিজেই শিল্প প্রক্রিয়া গ্রহণ করে, তবে শিল্পজাত দ্রব্যাদি হতে প্রাপ্ত আয় আংশিক কৃষি আয় বলে বিবেচিত হবে।
৯। কর অবকাশ কী?
উঃ কিছু কিছু নির্দিষ্ট শ্রেণির শিল্পপ্রতিষ্ঠান নতুনভাবে স্থাপন করলে তার আয়ের উপর জাতীয় রাজস্ব বোর্ড একটি নির্ধারিত সময়কালের জন্য প্রয়োজনীয় শর্ত সাপেক্ষে আয়কর অব্যাহতি দিয়ে থাকে। কর অব্যাহতি প্রাপ্ত ঐ সময়কালকে কর অবকাশ বলে।
১০। আয়কর কর্তৃপক্ষ কারা?
উঃ ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশের ৩ ধারার মোতাবেক যে সকল সরকারি কর্মচারী আয়কর সংক্রান্ত কার্যাবলি সম্পাদন করেন তাদেরকে সম্মিলিতভাবে আয়কর কর্তৃপক্ষ বলা হয়।
১১। বিনিয়োগ ভাতা কী?
উঃ করদাতার যে সকল আয় তার করযোগ্য সীমা ও করের হার নির্ধারণে মোট আয়ের মধ্যে যুক্ত হয় কিন্তু পরবর্তীতে শর্তসাপেক্ষে নির্দিষ্ট হারে কররেয়াত পাওয়া যায় তাকে বিনিয়োগ ভাতা বলে।
১২। ফটকা কারবার কাকে বলে?
উঃ যে কারবারে স্টক বা শেয়ারসহ অন্যান্য যেকোনো পণ্যদ্রব্য প্রকৃত হস্তান্তর ছাড়াই চূড়ান্তভাবে নিষ্পত্তি করা হয় তাকে ফটকা কারবার বলে।
১৩। সম্পূরক শুল্ক কী?
উত্তর : বিভিন্ন প্রকার বিলাস দ্রব্যের আমদানি ও ব্যবহার নিরুৎসাহীত করার জন্য মূল্য সংযোজন করের অতিরিক্ত যে কর ধার্য করা হয় তাকে বা
শুল্ক সম্পূরক কর বলে।
১৪। প্রত্যক্ষ কর কী?
উঃ যে করের করঘাত ও করপাত একই ব্যক্তির উপর পড়ে তাকে প্রত্যক্ষ কর বলে।
১৫। TIN কী?
উঃ TIN হলো কর আদায়ের জন্য নির্ধারিত একটি নম্বর যার পূর্ণরূপ হলো- Tax Payers Identification Number.
১৬। কর অব্যাহতি বলতে কী বুঝ?
উঃ নির্দিষ্ট শ্রেণির শিল্প প্রতিষ্ঠান নতুনভাবে স্থাপন করলে তার আয়ের উপর জাতীয় রাজস্ব বোর্ড একটি নির্ধারিত সময়কালের জন্য প্রয়োজনীয় শর্তসাপেক্ষে আয়কর অব্যাহতি দিয়ে থাকে। এই করকে কর অব্যাহতি বলে।
১৭। কপট লেনদেন কী?
উঃ কর ফাঁকি বা কর এড়ানোর উদ্দেশ্যে অনেক সময় সিকিউরিটির মালিক সিকিউরিটির ওপর সুদ প্রদেয় হওয়ার কিছু পূর্বে পুনরায় ক্রয় বা ফেরত নেয়ার শর্তে কোনো বিশ্বাসী বা আপনজনের নিকট সিকিউরিটি বিক্রয় বা হস্তান্তর করে থাকলে। লেনদেনকে কপট লেনদেন (Bond washing transaction) বলে।
১৮। কৃষি আয় কী?
উত্তর : ১৯৮৪ সনের আয়কর অধ্যাদেশের ২(১) ধারা অনুসারে বাংলাদেশে অবস্থিত এবং কৃষি কার্যে ব্যবহৃত ভূমি হতে প্রাপ্ত যে কোন আয়কে কৃষি আয় বলে।
১৯। কর অবকাশ কী?
উঃ কিছু কিছু নির্দিষ্ট শ্রেণির শিল্পপ্রতিষ্ঠান নতুনভাবে স্থাপন করলে তার আয়ের উপর জাতীয় রাজস্ব বোর্ড একটি নির্ধারিত সময়কালের জন্য প্রয়োজনীয় শর্ত সাপেক্ষে আয়কর অব্যাহতি দিয়ে থাকে। কর অব্যাহতি প্রাপ্ত ঐ সময়কালকে কর অবকাশ বলে।
২০। জিরো কুপন বন্ড কী?
উঃ ওয়েবসাইট থেকে দেখেনাও।
২১। করমুক্ত আয় বলতে কি বুঝ?
উঃ করদাতার যে সকল আয় করযোগ্য ন্যূনতম সীমা ও গড় করের হার নির্ধারণের উদ্দেশ্যে মোট আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হয়, কিন্তু পরবর্তীতে গড় হারে কররেয়াত পাওয়া যায় তাকে করমুক্ত আয় বলে।
২২। বিনিয়োগ ভাতা কি?
উঃ করদাতার যে সকল আয় তার করযোগ্য সীমা ও করের হার নির্ধারণে মোট আয়ের মধ্যে যুক্ত হয় কিন্তু পরবর্তীতে শর্তসাপেক্ষে নির্দিষ্ট হারে কররেয়াত পাওয়া যায় তাকে বিনিয়োগ ভাতা বলে।
২৩। লোকসান পূরণ বলতে কি বুঝ?
উঃ আয়বর্ষে কোন করদাতার একখাতের লোকসান একই খাতের অন্যান্য উৎসের আয় দ্বারা বা অন্য খাতের আয় দ্বারা পূরণ করাকে লোকসান পূরণ বলা হয় ।
২৪। কর কি?
উ: সরকার বা রাষ্ট্রের কাছ থেকে সরাসরি কোনো প্রতিদান প্রত্যাশা না করে জনগণ সরকারকে বাধ্যতামূলকভাবে যে অর্থ প্রদান করে তাকে কর বলে।
২৫। পরোক্ষ কর কী?
উ: যে করের করঘাত ও করপাত ভিন্ন ভিন্ন ব্যক্তির উপর পড়ে তাকে পরোক্ষ কর বলে।
২৬। VAT কী?
উঃ কোন উৎপাদিত পণ্য বা সেবার সংযোজিত মূল্যের উপর যে কর প্রদান করা হয় তাকে মূল্য সংযোজন কর (VAT) বলে।
২৭। কর কমিশনার কে?
উঃ কর কমিশনার হলেন কর এলাকার প্রধান নির্বাহী কর্মকর্তা, যিনি জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক নিয়োগ প্রাপ্ত ব্যক্তি।
২৮। আয়কর কর্তৃপক্ষ কারা?
উঃ ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশের ৩ ধারার মোতাবেক যে সকল সরকারি কর্মচারী আয়কর সংক্রান্ত কার্যাবলি সম্পাদন করেন তাদেরকে সম্মিলিতভাবে আয়কর কর্তৃপক্ষ বলা হয়।
২৯। আর্থিক আইন কি?
উঃ সরকার প্রতি বছর জাতীয় বাজেট প্রণয়ন করার সময় করের হার, ন্যূনতম করযোগ্য সীমা, নতুন কর আরোপ বা কর অব্যাহতি ইত্যাদি ঘোষণা করে থাকে। আয়কর সংক্রান্ত এ সকল সংশোধন কার্যকর করার জন্য প্রতি বছর সরকার যে আইন প্রণয়ন করে তাকে অর্থ বা আর্থিক আইন বলে।
৩০। আংশিক কৃষি আয় বলতে কি বুঝ?
উঃ কোনো উৎপাদনকারী যদি তার উৎপাদিত কৃষিজাত দ্রবাদি শিল্পজাত দ্রব্যে পরিণত করার জন্য নিজেই শিল্প প্রক্রিয়া গ্রহণ করে, তবে শিল্পজাত দ্রব্যাদি হতে প্রাপ্ত আয় আংশিক কৃষি আয় বলে বিবেচিত হবে।
৩১। মূলধনী লাভ খাতে আয় কাকে বলে?
উঃ মূলধনী সম্পত্তি হস্তান্তরের মাধ্যমে যে অর্থ প্রাপ্তি ঘটে তাকে মূলধনী লাভ খাতে আয় বলে।
৩২। আর্থিক আইন কী?
উঃ সরকার প্রতি বছর জাতীয় বাজেট প্রণয়ন করার সময় করের হার ন্যূনতম করযোগ্য সীমা, নতুন কর আরোপ বা কর অব্যাহতি ইত্যাদি ঘোষণা করে থাকে। আয়কর সংক্রান্ত এ সকল সংশোধন কার্যকর করার জন্য প্রতি বছর সরকার যে আইন প্রণয়ন করে তাকে অর্থ বা আর্থিক আইন বলে ।
৩৩। কর সঞ্চালন কী?
উঃ ওয়েবসাইট থেকে দেখেনাও।
৩৪। ব্যবসায় কর ব্যবস্থা কাকে বলে?
উঃ সাধারণত বিভিন্ন ধরনের ব্যবসায়ের আয়ের উপর কর ধার্যের নীতিমালাকে ব্যবসায় কর ব্যবস্থা বলে।
৩৫। আকস্মিক আয় কী?
উঃ একজন করদাতা যেসকল আয় সম্পর্কে পূর্বানুমান করে না অর্থাৎ যে সকল আয় হঠাৎ বা দৈবাৎ আকস্মাৎ পাওয়া যায় তাকে আকস্মিক আয় বলে।
৩৬। ওভার টাইম কাকে বলে?
উঃ স্বাভাবিক সময়ের অতিরিক্ত সময় কাজ করার জন্য কর্মী নিয়োগকর্তার নিকট থেকে যে অতিরিক্ত অর্থ প্রাপ্ত হন তাকে ওভার টাইম বলা হয়।
৩৭। পাবলিক ট্রেডেড কোম্পানি কী?
উঃ যে আয় বছরের আয়কর নির্ধারণ করা হবে সেই আয় বছর সমাপ্তির পূর্বে যে কোম্পানি স্টক একচেঞ্জে তালিকাভুক্ত হয়েছে তাকে পাবলিক ট্রেডেড কোম্পানি বলে।
৩৮। ‘আংশিক কৃষি আয় বলতে কী বুঝ?
উঃ ওয়েবসাইট থেকে দেখেনাও।
৩৯। কর ফাঁকি কাকে বলে?
উঃ যে প্রক্রিয়ার মাধ্যমে করাবতা আইনকে ফাঁকি দিয়ে বা আয়কর আইন অমান্য করে বা মিথ্যার আশ্রয় নিয়ে কর প্রদান করে না বা কম কর পরিশোধ করে তাকে কর ফাঁকি বলে ।