ইতিহাস চতুর্থ পত্র
বিষয় কোড: ১২১৫০৩ — বিষয়: দক্ষিণ এশিয়ার ইতিহাস
Table of Contents
ইতিহাস ৪র্থ পত্র সাজেশন ২০২৫
ক-বিভাগ
(যে কোন ১০ টি প্রশ্নের উত্তর দাও)
অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি:
১। লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন?
উঃ এ. কে. ফজলুল হক।
২। লাহোর প্রস্তাব কত সালে উত্থাপন করা হয়?
উঃ ১৯৪০ সালের ২৩ মার্চ তারিখে।
৩। ভারত ছাড় আন্দোলনের নেতা কে ছিলেন?
অথবা, অসহযোগ আন্দোলন কে শুরু করেছিলেন?
উঃ মহাত্মা গান্ধী।
৪। ব্রিটিশ ভারতের শেষ গভর্ণর জেনারেল কে ছিলেন?
উঃ লর্ড মাউন্টব্যাটেন।
৫। ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের সময়ে দিল্লীর সম্রাট কে ছিলেন?
উঃ দ্বিতীয় বাহাদুর শাহ জাফর।
৬। চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন?
উঃ লর্ড কর্ণওয়ালিশ চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন।
৭। দ্বৈত শাসন কে প্রবর্তন করেন?
উঃ দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন রবার্ট ক্লাইভ।
৮। দ্বৈত শাসনের অবসান ঘটে কখন?
উঃ দ্বৈত শাসনের অবসান ঘটে ১৭৭২ সালে।
৯। ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
উঃ লর্ড ওয়ারেন হেস্টিংস।
১০। মুসলিম লীগ কখন প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯০৬ সালের ৩০ ডিসেম্বর মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়।
১১। কে চৌদ্দ দফা পেশ করেন?
উঃ মোহাম্মদ আলী জিন্নাহ।
১২। মন্ত্রিমিশন পরিকল্পনার প্রধান কে ছিলেন?
উঃ স্যার স্টাফোর্ড ক্রিপস।
১৩। লক্ষ্ণৌ প্যাক্ট কখন স্বাক্ষরিত হয়?
উঃ লক্ষ্ণৌ প্যাক্ট ১৯১৬ সালে স্বাক্ষরিত হয়।
১৪। ব্রিটিশ ভারতের প্রথম মহাবিদ্রোহ কত সালে সংঘটিত হয়?
উঃ ১৮৫৭ সালে।
১৫। সতীদাহ প্রথা রহিত করেন কোন গভর্নর জেনারেল?
উঃ গভর্নর জেনারেল লর্ড বেন্টিংক।
১৬। স্বত্ববিলোপ নীতি কে প্রবর্তন করেন?
উঃ লর্ড ডালহৌসি।
১৭। অধীনতামূলক মিত্রতানীতি কে প্রবর্তন করেন?
উঃ লর্ড ওয়েলেসলি।
১৮। কোম্পানি শাসনের অবসান হয় কখন?
উঃ ১৯৪৭ সালে।
১৯। কোন আইনের মাধ্যমে ভারতে ব্রিটিশ শাসনের অবসান ঘটে?
উঃ ১৯৪৭ সালের আইনের মাধ্যমে।
২০। বঙ্গভঙ্গ কখন করা হয়?
উঃ ১৯০৫ সালে।
২১। বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?
উঃ লর্ড কার্জন।
২২। আলিগড় আন্দোলনের পটভূমিতে কে গুরুত্বপূর্ণ?
(এ প্রশ্ন সরাসরি নেই, তবে নিচেরটি প্রাসঙ্গিক)
২৩। ‘মোহামেডান লিটারেরী সোসাইটি’ কে প্রতিষ্ঠা করেন?
উঃ নওয়াব আব্দুল লতিফ।
২৪। খিলাফত আন্দোলনের দুইজন নেতার নাম কি?
উঃ মওলানা মুহাম্মদ আলী ও মওলানা শওকত আলী।
২৫। লক্ষ্ণৌ চুক্তি কী?
উঃ ১৯১৬ সালে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে সম্পাদিত একটি চুক্তি।
২৬। ফকির মজনু শাহ কে ছিলেন?
উঃ ফকির সন্ন্যাসী বিদ্রোহের প্রধান নেতা।
২৭। তিতুমীরের বাঁশের কেল্লা কোথায় অবস্থিত ছিল?
উঃ কলকাতার নিকটবর্তী নারকেলবাড়িয়া।
২৮। হাজী শরীয়ত উল্লাহ কে ছিলেন?
উঃ ফরায়েজি আন্দোলনের প্রবর্তক।
২৯। কে ‘সেফটি বাল্ব তত্ত্ব’ প্রবর্তন করেন?
উঃ অ্যালান অক্টাভিয়ান হিউম।
৩০। অ্যালান অক্টাভিয়ান হিউম কে ছিলেন?
উঃ ইংরেজ অবসরপ্রাপ্ত ICS কর্মকর্তা।
৩১। মহাত্মা গান্ধী কে ছিলেন?
উঃ সত্যাগ্রহ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও স্বাধীনতা আন্দোলনের নেতা।
৩২। মাউন্ট ব্যাটেন কে ছিলেন?
উঃ ব্রিটিশ ভারতের সর্বশেষ ভাইসরয়।
৩৩। ছিয়াত্তরের মন্বন্তর কবে সংঘটিত হয়?
উঃ ১৭৭০ সালে।
৩৪। রেগুলেটিং অ্যাক্ট কবে প্রণীত হয়?
উঃ ১৭৮৪ সাল।
৩৫। ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে?
উঃ রাজা রামমোহন রায়।
৩৬। কার প্রচেষ্টায় বিধবা বিবাহ চালু হয়?
উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
৩৭। লর্ড ডালহৌসি কোন নীতি প্রবর্তন করেন?
উঃ স্বত্ববিলোপ নীতি।
৩৮। লর্ড ক্লাইভ কে ছিলেন?
উঃ ব্রিটিশ ভারতের গভর্নর।
৩৯। লর্ড ওয়েলসনি কে ছিলেন?
উঃ প্রথম সাম্রাজ্যবাদী গভর্নর জেনারেল।
৪০। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন?
উঃ উমেশচন্দ্র বন্দোপাধ্যায়।
৪১। টিপু সুলতান কে ছিলেন?
উঃ মহীশূরের রাজা।
৪২। দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় সমাহিত করা হয়েছিল?
উঃ ইয়াংগুনে।
degree 2nd year History 4th Paper suggestion

বেশি গুরুত্বপূর্ন প্রশ্ন শুরুতে দেওয়া হল
ডিগ্রি ২য় বর্ষ ইতিহাস ৪র্থ পত্র সাজেশন ২০২৫
খ-বিভাগ
→ (যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও)
১। ১৮৫৭ সালের বিদ্রোহের কারণ কী ছিল?
অথবা, ১৮৫৭ সালের বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল?
২। লাহোর প্রস্তাবের মূল বক্তব্য কি ছিল?
৩। বঙ্গভঙ্গ কি? বঙ্গভঙ্গের গুরুত্ব লেখ।
৪। মন্ত্রি মিশন পরিকল্পনা ব্যর্থ হয় কেন?
৫। সিমলা ডেপুটেশন সম্পর্কে কী জান?
৬। খিলাফত আন্দোলনের ব্যর্থতার কারণ আলোচনা কর।
৭। ১৯৩৫ সালের ভারত শাসন আইনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ কর।
৮। স্বত্ববিলোপ নীতি ব্যাখ্যা কর।
৯। আলীগড় আন্দোলনের উপর একটি টিকা লেখ।
১০। লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক-এর সামাজিক সংস্কার আলোচনা কর।
১১। চিরস্থায়ী বন্দোবস্তের গুণাবলি আলোচনা কর।
অথবা, চিরস্থায়ী বন্দোবস্তের দোষগুলো আলোচনা কর।
১২। পরিচয় দাও : তিতুমীর, কর্ণওয়ালিশ।
১৩। দ্বৈত শাসন ও দিওয়ানি বলতে কী বুঝ?
১৪। দিওয়ানি ও সূর্যাস্ত আইন কী?
১৫। অধীনতামূলক মিত্রতা নীতি কি?
ইতিহাস ৪র্থ পত্র সাজেশন
গ-বিভাগ
(যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও)
১। ১৮৫৭ সালের বিদ্রোহের পটভূমি ও গুরুত্ব আলোচনা কর।
২। লাহোর প্রস্তাব কী? লাহোর প্রস্তাবের মূল প্রতিপাদ্য বিষয় কী ছিল?
৩। মন্ত্রিমিশন পরিকল্পনার প্রস্তাবসমূহ পর্যালোচনা কর। এই পরিকল্পনা কেন ব্যর্থ হয়?
৪। বঙ্গভঙ্গ কি? বঙ্গভঙ্গের কারণ ও ফলাফল আলোচনা কর।
৫। ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের ধারাসমূহ বিশ্লেষণ কর।
৬। ক্রীপস মিশন কি? ১৯৪২ সালের ক্রীপস মিশন পরিকল্পনার প্রস্তাবসমূহ পর্যালোচনা কর।
৭। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার পটভূমি আলোচনা কর। ভারতের রাজনীতিতে এর প্রভাব কি ছিল?
৮। মুসলিম লীগ গঠনের পটভূমি বিশ্লেষণ কর। প্রাথমিক পর্যায়ে এই দলের উদ্দেশ্যগুলো কি ছিল?
৯। খিলাফত ও অসহযোগ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও।
১০। উইলিয়াম বেন্টিঙ্ক-এর সংস্কারসমূহের বিবরণ দাও।
১১। দিওয়ানী কি? বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্তৃক দিওয়ানী লাভের পটভূমি আলোচনা কর।
অথবা, কোম্পানি শাসন প্রতিষ্ঠায় দিওয়ানীর গুরুত্ব বর্ণনা কর।
১২। চিরস্থায়ী বন্দোবস্তো কি? চিরস্থায়ী বন্দোবস্তের সুফল ও কুফল আলোচনা কর।
১৩। লক্ষ্ণৌ চুক্তি কী? লক্ষ্ণৌ চুক্তির ধারাগুলো লেখ।
১৪। ১৯১৯ সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।