ইতিহাস পঞ্চম পত্র
বিষয় কোড: 131501, বিষয়: ইউরোপের ইতিহাস (১৪৫৩-১৭৮৯)
Table of Contents
ইতিহাস ৫ম পত্র সাজেশন ২০২৫
ক-বিভাগ
(যে কোন ১০ টি প্রশ্নের উত্তর দাও)
অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি:
১। ইউরোপের আধুনিক যুগের সূচনা হয় কবে থেকে?
উঃ ১৪৫৩ সাল থেকে।
২। পূর্ব রোমান সাম্রাজ্যের পতন হয় কত সালে?
উঃ ১৪৫৩ সালে।
৩। কলম্বাস কে ছিলেন?
উঃ কলম্বাস একজন ইতালীয় নাবিক ছিলেন।
৪। আমেরিকা আবিষ্কার করেন কে?
উঃ কলম্বাস।
৫। কলম্বাস কোন দেশের নাগরিক ছিলেন?
উঃ ইতালি।
৬। ভাস্কো-দা-গামা কোন দেশের নাবিক ছিলেন? কত সালে ভারতে আসার জলপথ আবিষ্কার করেন?
উঃ ভাস্কো-দা-গামা পর্তুগালের নাবিক ছিলেন। ১৪৯৮ সালে ভারতে আসার জলপথ আবিষ্কার করেন।
৭। মার্কো পোলো কোন দেশের নাবিক ছিলেন?
উঃ মার্কোপোলো ইতালীয় নাবিক ও পর্যটক ছিলেন।
৮। মার্টিন লুথার কে ছিলেন?
উঃ মার্টিন লুথার একজন জার্মান ধর্মতত্ত্ববিদ ছিলেন।
৯। জার্মানিতে ধর্ম সংস্কার আন্দোলনের জনক কে?
উঃ মার্টিন লুথার।
১০। ধর্মসংস্কার আন্দোলনের শুকতারা বলা হয় কাকে?
উঃ জন ওয়াইক্লিফকে।
১১। ধর্মসংস্কার আন্দোলন কি?
উঃ ইউরোপে ধর্মীয় অনাচার, দুর্নীতি ও পাপমুক্তির ছাড়পত্র (ইনডালজেন্স) বিরোধী যে আন্দোলন শুরু হয়, তাই ধর্মসংস্কার আন্দোলন।
১২। ইনডালজেন্স কি?
উঃ পাপমুক্তির ছাড়পত্র।
১৩। “পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে”– এ তত্ত্বটি কে দিয়েছিলেন?
উঃ কোপার্নিকাস।
১৪। ফরাসি বিপ্লবের স্লোগান কি ছিল?
উঃ স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব।
১৫। সন্ত্রাসের রাজত্বের জনক বলা হয় কাকে?
উঃ ম্যাক্সিমিলিয়ান রোবসপিয়রকে।
১৬। ফরাসী বিপ্লবের প্রধান তিনজন দার্শনিকের নাম লিখ।
উঃ রুশো, ভলতেয়ার ও মন্টেস্কু।
১৭। দার্শনিক রুশো রচিত দুটি গ্রন্থের নাম লিখ।
উঃ Social Contract ও Emile।
১৮। ‘The Prince’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ ম্যাকিয়াভেলি।
১৯। ‘Praise of Folly’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ ইরাসমাস।
২০। ‘জেসুইট সংঘ’ প্রতিষ্ঠা করেন কে?
উঃ ইগ্নেশিয়াস লোইলা।
২১। ‘মোনালিসা’র চিত্রকর কে?
উঃ লিওনার্দো দ্যা ভিঞ্চি।
২২। ‘The Last Judgement’ চিত্রটির চিত্রকর কে?
উঃ মাইকেল এ্যাঞ্জেলো।
২৩। “রেনেসাঁস” শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে?
উঃ ফরাসি শব্দ renaissance থেকে।
২৪। রেনেসাঁ কি? জনক/অগ্রদূত কে?
উঃ রেনেসাঁ অর্থ পুনর্জাগরণ। এর জনক পেত্রার্ক।
25। প্রথম রেনেসাঁ শুরু হয় কোথায়?
উঃ ইতালিতে।
২৬। অগসভর্গের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়?
উঃ ১৫৫৫ সালে।
২৭। আইলা স্যাপেলের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়?
উঃ ১৭৪৮ সালে।
২৮। ওয়াটার-লু যুদ্ধ কত সালে হয়?
উঃ ১৮১৫ সালে।
২৯। নেপোলিয়ন বোনাপার্ট কোথায় জন্মগ্রহণ করেন?
উঃ কর্সিকা দ্বীপে।
৩০। ‘University of France’ কে প্রতিষ্ঠা করেন?
উঃ প্রথম নেপোলিয়ন।
৩১। ‘ওয়ার্মস’ এর সভা আহ্বান করেন কে?
উঃ রোমান সম্রাট পঞ্চম চার্লস।
৩২। পঞ্চম চার্লস কে ছিলেন?
উঃ স্পেনের রাজা।
৩৩। দ্বিতীয় যোসেফ কোন দেশের রাজা ছিলেন?
উঃ অস্ট্রিয়ার রাজা।
৩৪। মারিয়া থেরেসা কে ছিলেন?
উঃ অস্ট্রিয়ার রানী।
৩৫। ‘Edict of Nantes’ জারি করেন কে? অথবা, ফ্রান্সের বুরবোঁ বংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ চতুর্থ হেনরি।
৩৬। প্রিভি কাউন্সিল কী?
উঃ চতুর্দশ লুইয়ের আমলে ফ্রান্সের সর্বোচ্চ বিচারালয়।
৩৭। “ফোর ইয়ার” যুদ্ধ শুরু হয় কখন?
উঃ ১৫২১ সালে।
৩৮। কোন চুক্তিতে হল্যান্ডের স্বাধীনতা স্বীকৃত হয়?
উঃ ওয়েস্টফেলিয়ার সন্ধিতে।
৩৯। পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল?
উঃ কনস্টান্টিনোপল।
৪০। কোন দেশকে ইউরোপের সর্বকনিষ্ঠ সন্তান বলা হয়?
উঃ রাশিয়াকে।
৪১। আধুনিক শব্দের অর্থ কি?
উঃ সাম্প্রতিক বা নব্য।
৪২। মার্কোপোলোর ভ্রমণ (Travels of Marco Polo) গ্রন্থটির রচয়িতা কে?
উঃ মার্কোপোলো।
degree 3rd year History 5th Paper suggestion

বেশি গুরুত্বপূর্ন প্রশ্ন শুরুতে দেওয়া হল
ডিগ্রি ৩য় বর্ষ ইতিহাস ৫ম পত্র সাজেশন ২০২৫
খ-বিভাগ
→ (যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও)
১। ফরাসী বিপ্লবের অর্থনৈতিক/সামাজিক কারণসমূহ কী ছিল?
২। ফরাসি বিপ্লবের ফলাফল সংক্ষেপে লিখ।
৩। প্রতিসংস্কার আন্দোলন কি?
৪। ‘পবিত্র রোমান সাম্রাজ্য’ বলতে কি বুঝ?
৫। ‘মার্কেনটাইলবাদ’ বলতে কি বুঝ?
৬। ইতালিতে কেন প্রথম রেনেসাঁ শুরু হয়েছিল?
৭। ওয়েস্টফেলিয়ার সন্ধির গুরুত্ব কি?
৮। সন্ত্রাসের রাজত্ব বলতে কি বুঝ?
৯। জেসুইট সংঘের কাজ কি ছিল?
১০। ইন্ডালজেন্স কী? ব্যাখ্যা কর।
১১। ডাইরেক্টরী শাসন কি?
১২। স্পানীয় উত্তরাধিকার যুদ্ধের কারণগুলো কী কী?
১৩। পোল্যান্ড বিভক্তির প্রধান কারণগুলো সংক্ষেপে লেখ।
ইতিহাস ৫ম পত্র সাজেশন
গ-বিভাগ
(যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও)
১। ১৭৮৯ সালের ফরাসি বিপ্লবের সামাজিক ও অর্থনৈতিক কারণসমূহ আলোচনা কর।
২। ফরাসি রাজতন্ত্র সুদৃঢ়করণে কার্ডিনাল রিশল্যুর অবদান মূল্যায়ন কর।
৩। চতুর্দশ লুইয়ের বৈদেশিক নীতি পর্যালোচনা কর।
৪। আধুনিক রাশিয়ার স্থপতি হিসেবে মহামতি পিটারের মূল্যায়ন কর।
৫। ইংল্যান্ডে শিল্প বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা কর।
৬। ধর্মসংস্কার আন্দোলনের কারণ ও ফলাফল বিশ্লেষণ কর।
৭। ওয়েস্টফেলিয়ার সন্ধির গুরুত্ব মূল্যায়ন কর।
৮। ভৌগোলিক আবিষ্কারের কারণসমূহ আলোচনা কর।
৯। জ্ঞানদীপ্ত স্বৈরাচার হিসেবে দ্বিতীয় যোসেফকে মূল্যায়ন কর।
১০। সপ্তবর্ষব্যাপী যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা কর।
১১। সুইডেনের/ওলন্দাজ স্বাধীনতা সংগ্রামের কারণসমূহ বর্ণনা কর।
১২। সংস্কারক হিসেবে দ্বিতীয় ফ্রেডেরিক উইলিয়ামের কৃতিত্ব মূল্যায়ন কর।