ব্যবস্থাপনা ৫ম পত্র সাজেশন ডিগ্রি ৩য় বর্ষ BBS

Md Rafiqul Islam

Updated on:

Management 5th paper degree 3rd year suggestion final

বিষয়ঃ ব্যবস্থাপনা পঞ্চম পত্র
(কম্পিউটার ইন বিজনেস, বিষয়কোড: 132601)

ক-বিভাগ

(যে কোন ১০ টি প্রশ্নের উত্তর দাও)

১। পূর্ণরূপ লিখ-ALU, 4GL, CPU, RPG, RAD, DOS, FAT, NTFS, OCR, OMR, ESS, DML, ERR, DDL.
উঃ

  • ALU = Arithmetic Logic Unit
  • 4GL = Fourth Generation Language
  • CPU = Central Processing Unit
  • RPG = Report Program Generator
  • RAD = Rapid Application Development
  • DOS = Disk Operating System
  • FAT = File Allocation Table
  • NTFS = New Technology File System
  • OCR = Optical Character Recognition
  • OMR = Optical Mark Recognition
  • ESS = Executive Support System
  • DML = Data Manipulation Language
  • ERR = Error
  • DDL = Data Definition Language

২। ডকুমেন্ট কী?
উঃ কম্পিউটার দ্বারা তৈরি, সংরক্ষিত বা প্রিন্ট করা লেখা, ছবি বা তথ্যসমৃদ্ধ দলিলকে ডকুমেন্ট বলে।

৩। ভিডিও কনফারেন্সিং কী?
উঃ যেখানে বিভিন্ন স্থানে থাকা লোকজন ইলেকট্রনিক প্রযুক্তির সাহায্যে দলীয় সভা বা আলোচনা করতে পারে তাকে ভিডিও কনফারেন্সিং বলে।

৪। MICR এর অর্থ কী?
উঃ MICR এর অর্থ Magnetic Ink Character Reader। এটি একটি বিশেষ ইনপুট যন্ত্র যা চুম্বকীয় কালি দ্বারা লেখা অক্ষর পড়তে পারে।

৫। মাল্টিমিডিয়া কী?
উঃ মাল্টিমিডিয়া হলো এমন প্রযুক্তি যেখানে লেখা, ছবি, শব্দ, ভিডিও ও অ্যানিমেশন একসাথে ব্যবহার করা যায়।

৬। স্প্রেডশীট কী? স্প্রেডশীট কে উদ্ভাবন করেন?
উঃ ডেটাকে টেবিল আকারে সংরক্ষণ, বিশ্লেষণ ও গণনার জন্য ব্যবহৃত সফটওয়্যারকে স্প্রেডশীট বলে। প্রথম স্প্রেডশীট সফটওয়্যার VisiCalc উদ্ভাবন করেন ড্যান ব্রিকলিন ও বব ফ্র্যাঙ্কস্টন।

৭। CPU কী?
উঃ CPU হলো কম্পিউটারের মস্তিষ্ক, যা ইনপুট ডেটা প্রক্রিয়াজাত করে আউটপুটে রূপান্তরিত করে।

৮। ফ্ল্যাশ মেমোরি কী?
উঃ ফ্ল্যাশ মেমোরি হলো এক ধরনের Non-Volatile মেমোরি যা বৈদ্যুতিকভাবে মুছা যায় ও পুনরায় প্রোগ্রাম করা যায়।

৯। কম্পিউটার প্রজন্ম কী?
উঃ কম্পিউটারের বিবর্তনের ইতিহাসকে পর্যায়ক্রমে ভাগ করে যে ধাপগুলো নির্ধারণ করা হয়েছে সেগুলোকে কম্পিউটার প্রজন্ম বলে।

১০। DDL এর অর্থ কী?
উঃ Data Definition Language। এটি এমন একটি ভাষা যা ডেটাবেস ও তার কাঠামো তৈরি ও পরিবর্তনের কাজে ব্যবহৃত হয়।

১১। ফিল্ড কী?
উঃ ফিল্ড বা অ্যাট্রিবিউট হলো কোনো এনটিটির বৈশিষ্ট্য প্রকাশকারী ক্ষুদ্রতম তথ্য উপাদান।

১২। ওয়ার্ড প্রসেসিং কী?
উঃ কম্পিউটারের মাধ্যমে শব্দ প্রক্রিয়াকরণ করে ডকুমেন্ট তৈরি ও সম্পাদনার প্রক্রিয়াকে ওয়ার্ড প্রসেসিং বলে।

১৩। ওয়ার্কশিট কী?
উঃ স্প্রেডশীট সফটওয়্যারের ওয়ার্কবুকের অন্তর্ভুক্ত একটি নির্দিষ্ট পাতাকে ওয়ার্কশিট বলে।

১৪। ডোমেইন নেইম সিস্টেম বা DNS কী?
উঃ DNS হলো এমন একটি ব্যবস্থা যা ডোমেইন নেমকে সংশ্লিষ্ট IP Address-এ রূপান্তর করে।

১৫। ফন্ট বলতে কী বুঝায়?
উঃ অক্ষর, সংখ্যা, চিহ্ন ইত্যাদির নির্দিষ্ট নকশাকে ফন্ট বলে।

১৬। ক্লাউড কম্পিউটিং কী?
উঃ ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটিং সেবা প্রদান করার প্রক্রিয়াকে ক্লাউড কম্পিউটিং বলে।

১৭। রিপিটার কী?
উঃ রিপিটার হলো একটি ইলেকট্রনিক যন্ত্র যা দুর্বল সিগন্যালকে পুনরায় শক্তিশালী করে স্থানান্তর করে।

১৮। ফ্ল্যাট প্যানেল মনিটর কী?
উঃ হালকা, পাতলা ও কম বিদ্যুৎ ব্যবহারকারী ডিসপ্লে যন্ত্রকে ফ্ল্যাট প্যানেল মনিটর বলে (যেমন: LCD, LED)।

১৯। লাইন স্পেসিং কী?
উঃ একটি ডকুমেন্টের এক লাইনের সাথে আরেক লাইনের মধ্যবর্তী ফাঁককে লাইন স্পেসিং বলে।

২০। ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম কী?
উঃ সিদ্ধান্ত গ্রহণ, পরিকল্পনা ও নিয়ন্ত্রণে ব্যবস্থাপনাকে সহায়তা করে এমন তথ্যব্যবস্থাকে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বলে।

২১। চার্ট কী?
উঃ ডেটাকে চিত্র আকারে উপস্থাপন করাকে চার্ট বলে।

২২। অ্যাপ্লিকেশন সফটওয়্যার কী? অ্যাপ্লিকেশন সফটওয়্যার কত প্রকার ও কী কী?
উঃ ব্যবহারকারীর নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য তৈরি প্রোগ্রামকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলে। এটি দুই প্রকার— (১) সাধারণ উদ্দেশ্য (যেমন: MS Word, Excel) (২) বিশেষ উদ্দেশ্য (যেমন: Hospital Management System)।

২৩। E-Business কী?
উঃ ইলেকট্রনিক মাধ্যম ব্যবহার করে পরিচালিত ব্যবসাকে E-Business বলে।

২৪। অপারেটিং সিস্টেম কে উদ্ভাবন করেন?
উঃ প্রথম অপারেটিং সিস্টেম 1956 সালে General Motors তৈরি করে (GM-NAA I/O)।

২৫। ভাইরাস কী?
উঃ ভাইরাস হলো এক ধরনের ক্ষতিকারক প্রোগ্রাম যা কম্পিউটারের স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টি করে।

২৬। ফ্ল্যাশ মেমোরি কী?
উঃ এটি একটি Non-Volatile মেমোরি যা বৈদ্যুতিকভাবে মুছে পুনরায় প্রোগ্রাম করা যায়।

২৭। বিট কী?
উঃ বাইনারি সংখ্যার ক্ষুদ্রতম একক, অর্থাৎ ০ অথবা ১-কে বিট বলে।

২৮। ফার্মওয়্যার কী?
উঃ কম্পিউটার তৈরি করার সময় মেমরিতে স্থায়ীভাবে সংরক্ষিত প্রোগ্রামকে ফার্মওয়্যার বলে।

২৯। মডেম কী?
উঃ মডেম হলো Modulator-Demodulator ডিভাইস যা ডিজিটাল সংকেতকে অ্যানালগ ও অ্যানালগকে ডিজিটালে রূপান্তর করে।

৩০। E-R ডায়াগ্রামের অর্থ কী?
উঃ Entity Relationship Diagram। এটি ডেটাবেসের বিভিন্ন সত্তা ও তাদের সম্পর্ককে চিত্র আকারে প্রকাশ করে।

৩১। ক্যাশ মেমরি কী?
উঃ CPU ও প্রধান মেমরির মধ্যে অবস্থিত উচ্চ গতির মেমরি যা ডেটা অ্যাক্সেস দ্রুত করে তাকে ক্যাশ মেমরি বলে।

৩২। কয়েকটি ওয়ার্ড প্রসেসর সফটওয়্যারের নাম লিখ।
উঃ MS Word, WordStar, WordPerfect, LaTeX, Notepad ইত্যাদি।

৩৩। ডকুমেন্ট ফরমেটিং কী?
উঃ ডকুমেন্টকে সুন্দর ও পাঠযোগ্য করার জন্য ফন্ট, মার্জিন, লাইন স্পেসিং ইত্যাদি পরিবর্তনের প্রক্রিয়াকে ডকুমেন্ট ফরমেটিং বলে।

৩৪। তথ্য ব্যয় কী?
উঃ তথ্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ ও ব্যবহার করার জন্য যে খরচ হয় তাকে তথ্য ব্যয় বলে।

৩৫। ইউটিলিটি প্রোগ্রাম কী?
উঃ সিস্টেমের রক্ষণাবেক্ষণ ও সহায়ক কাজের জন্য ব্যবহৃত সফটওয়্যারকে ইউটিলিটি প্রোগ্রাম বলে। যেমন: Antivirus, Disk Cleanup।

৩৬। ইনফরমেশন সিস্টেম কী?
উঃ ডেটা সংগ্রহ, প্রক্রিয়াকরণ ও ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী তথ্য সরবরাহকারী সিস্টেমকে ইনফরমেশন সিস্টেম বলে।

৩৭। ওয়েব ব্রাউজার কী?
উঃ ইন্টারনেট ব্যবহারের জন্য যে সফটওয়্যার দ্বারা ওয়েবসাইট দেখা যায় তাকে ওয়েব ব্রাউজার বলে। যেমন: Chrome, Firefox।

৩৮। ডিজিটাল কম্পিউটার কী?
উঃ যে কম্পিউটার বাইনারি সংখ্যা (০ ও ১) ব্যবহার করে কাজ সম্পাদন করে তাকে ডিজিটাল কম্পিউটার বলে।

৩৯। ইন্টারনেট কী?
উঃ বিশ্বব্যাপী সংযুক্ত কম্পিউটার নেটওয়ার্কের সমষ্টি, যা তথ্য ও সেবা আদান-প্রদানে ব্যবহৃত হয় তাকে ইন্টারনেট বলে।

৪০। হার্ডওয়্যার কী?
উঃ কম্পিউটারের দৃশ্যমান ও স্পর্শযোগ্য যন্ত্রাংশকে হার্ডওয়্যার বলে।

৪১। প্রোগ্রামিং ও কম্পিউটার প্রোগ্রামিং কী?
উঃ প্রোগ্রামিং হলো নির্দেশনার সেট তৈরি করার প্রক্রিয়া। কম্পিউটার প্রোগ্রামিং হলো কম্পিউটারকে নির্দিষ্ট কাজ করানোর জন্য প্রোগ্রাম লেখা।

৪২। টেক্সট ফরমেটিং কী?
উঃ ডকুমেন্টে লেখা সুন্দরভাবে সাজানোর জন্য ফন্ট, সাইজ, রঙ, অ্যালাইনমেন্ট ইত্যাদি পরিবর্তনের প্রক্রিয়াকে টেক্সট ফরমেটিং বলে।

৪৩। প্রযুক্তি কী?
উঃ মানুষের ব্যবহারিক জ্ঞান ও যন্ত্রপাতির সমন্বয়ে সমস্যার সমাধান করার প্রক্রিয়াকে প্রযুক্তি বলে।

৪৪। ডাটাবেজ কী?
উঃ সম্পর্কিত তথ্যের একটি সংগঠিত সংগ্রহকে ডাটাবেজ বলে।

৪৫। রেঞ্জ কাকে বলে?
উঃ স্প্রেডশীটে ধারাবাহিক কয়েকটি সেলের সমষ্টিকে রেঞ্জ বলে। যেমন: A1:C5।

Management 5th paper degree 3rd year suggestion final

খ বিভাগ

→ (যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও)

১। সফটওয়্যার কি? সফটওয়্যারের প্রকারভেদ বর্ণনা কর।
২। ডেটা ও ইনফরমেশনের পার্থক্য বা সম্পর্কে ধারণা দাও। অথবা, উপাত্ত ও তথ্যের মধ্যে পার্থক্য নির্ণয় কর।
৩। কন্ট্রোল ইউনিটের কাজ বর্ণনা কর।
৪। ইনফরমেশন সিস্টেমের গুরুত্ব আলোচনা কর।
৫। ডেটাবেজ কি? ডেটাবেজের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর।
৬। ক্যাশ মেমোরি কি? ইহার সুবিধা কি কি?
৭। ওয়ার্ড প্রসেসর কি? ওয়ার্ড প্রসেসরের বৈশিষ্ট্য লিখ। অথবা, স্ট্যান্ডার্ড ওয়ার্ড প্রসেসরের সুবিধা লিখ।
৮। ইনডেক্সিং কি? ইনডেক্সিং এর সুবিধাগুলো লিখ।
৯। অফিস ব্যবস্থাপনায় কম্পিউটারের ব্যবহার উল্লেখ কর।
১০। স্প্রেডশীট কি? স্প্রেডশীটের ব্যবহার লিখ।
১১। ডিসিশন/এক্সিকিউটিভ সাপোর্ট সিস্টেমের বর্ণনা দাও।
১২। শিক্ষাক্ষেত্রে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের ভূমিকা লিখ।
১৩। এনালগ ও ডিজিটাল কম্পিউটারের মধ্যে পার্থক্য দেখাও।
১৪। প্রোগ্রাম কি? প্রোগ্রাম তৈরির ধাপগুলি বর্ণনা কর। অথবা, কম্পিউটারভিত্তিক ডেটা প্রক্রিয়াকরণের ধাপগুলি লিখ।
১৫। ওয়ার্ড প্রসেসিং কি? ওয়ার্ড প্রসেসিং এর সুবিধা কী কী? অথবা, কয়েকটি জনপ্রিয় ওয়ার্ড প্রসেসরের নাম লিখ।

ডিগ্রি ৩য় বর্ষ ব্যবস্থাপনা ৫ম পত্র সাজেশন ২০২৫

গ বিভাগ

→ (যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও)

১। (ক) ইনফরমেশন সিস্টেমের উপাদানগুলো আলোচনা কর।
(খ) ইনফরমেশন সিস্টেমের প্রকারভেদ বর্ণনা কর।

২। (ক) সফটওয়্যার কি? বিভিন্ন প্রকার সফটওয়্যারের বর্ণনা কর।
(খ) কম্পাইলার ও ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য বর্ণনা কর।

৩। (ক) অপারেটিং সিস্টেম কি? অপারেটিং সিস্টেমের সংগঠন আলোচনা কর।
(খ) ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেমের সুবিধাসমূহ বর্ণনা কর।

৪। (ক) কম্পিউটার ভাইরাস কি? কম্পিউটারকে ভাইরাসমুক্ত রাখার উপায় বর্ণনা কর।
(খ) ভাইরাস দ্বারা কম্পিউটার আক্রান্ত হওয়ার লক্ষণ বর্ণনা কর।

৫। (ক) ডেটাবেজ ম্যানেজমেন্ট বলতে কী বুঝ?
(খ) ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের গঠন বর্ণনা কর।

৬। (ক) কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার ও কী কী? অথবা, কম্পিউটার নেটওয়ার্ক প্রকারভেদ আলোচনা কর।
(খ) বিভিন্ন প্রকার নেটওয়ার্কের সংক্ষেপে বর্ণনা দাও।

৭। (ক) প্রোগ্রামিং ভাষা কি? প্রোগ্রাম তৈরির ধাপসমূহ বর্ণনা কর। অথবা, কম্পিউটার প্রোগ্রাম রচনার ধাপসমূহ আলোচনা কর।
(খ) অনুবাদক প্রোগ্রামের কাজ কী? একটি আদর্শ প্রোগ্রামের গুণাবলি লিখ।

৮। (ক) ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কাজসমূহ আলোচনা কর।
(খ) ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের সুবিধাসমূহ বর্ণনা কর।

৯। (ক) ইনপুট ডিভাইস ও আউটপুট ডিভাইস বলতে কী বুঝ?
(খ) একটি CRT মনিটরের কার্যপ্রণালি বর্ণনা কর।

১০। (ক) ডিজিটাল কম্পিউটারের শ্রেণিবিভাগ আলোচনা কর।
(খ) কম্পিউটারের ডেটা প্রক্রিয়াকরণের ধাপগুলো বর্ণনা কর।

১১। (ক) তথ্যের মূল্য ও ব্যয় কি? তথ্য ও প্রযুক্তির গুরুত্ব আলোচনা কর।
(খ) ইন্টারনেট কী? ইন্টারনেটের সুবিধাসমূহ লিখ।

১২। (ক) ফাইল অপারেশন কি? ফাইলের প্রকারভেদ আলোচনা কর।
(খ) ওয়ার্ড প্রসেসিং কী? ফন্টের গঠন ও প্রকারভেদ সবিস্তারে আলোচনা কর।

১৩। (ক) অপারেটিং সিস্টেম কি? মাল্টিপ্রসেসিং অপারেটিং সিস্টেম সম্পর্কে আলোচনা কর।
(খ) ডকুমেন্ট সংরক্ষণের প্রয়োজনীয়তা বর্ণনা কর।

১৪। (ক) ম্যানুয়াল ডাটা প্রসেসিং কী? লিখ।
(খ) একটি ওয়ার্কশীটের বিভিন্ন অংশের বর্ণনা দাও।

১৫। (ক) সিস্টেম সফটওয়্যার কী? অ্যাপ্লিকেশন সফটওয়্যারের প্রকারভেদ আলোচনা কর।
(খ) ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের সুবিধাসমূহ বর্ণনা কর।

Leave a Comment