রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম পত্র
বিষয় কোড: 131901, বিষয়: বাংলাদেশের স্থানীয় সরকার ও গ্রামীণ রাজনীতি
Table of Contents
রাষ্ট্রবিজ্ঞান ৫ম পত্র সাজেশন ২০২৫
ক-বিভাগ
(যে কোন ১০ টি প্রশ্নের উত্তর দাও)
অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি:
১। পূর্ণরূপ লিখ– ECNEC, BRDB, VGD, CARE, ADP।
উঃ
- ECNEC = Executive Committee of the National Economic Council
- BRDB = Bangladesh Rural Development Board
- VGD = Vulnerable Group Development
- CARE = Cooperative for Assistance and Relief Everywhere
- ADP = Annual Development Programme
২। গ্রামীণ সমাজের প্রধান বৈশিষ্ট্য কী?
উঃ গ্রামীণ সমাজের প্রধান বৈশিষ্ট্য হলো- এ সমাজ কৃষিনির্ভর।
৩। সিদ্ধান্ত গ্রহণের প্রথম ধাপ কোনটি?
উঃ সমস্যা নির্ণয় বা চিহ্নিতকরণ।
৪। জেলা পরিষদের মোট নির্বাচিত সদস্য কতজন?
উঃ ২১ জন।
৫। গ্রাম্য আদালত কী?
উঃ ক্ষুদ্র দেওয়ানি ও ফৌজদারি বিরোধ নিষ্পত্তির জন্য স্থানীয়ভাবে গঠিত আদালতকে গ্রাম্য আদালত বলে।
৬। ব্রিটিশ ভারতে ১৮৭০ সালের চৌকিদার পঞ্চায়েত আইন কে প্রবর্তন করেন?
উঃ লর্ড মেয়ো।
৭। বাংলাদেশে স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর কোনটি?
উঃ ইউনিয়ন পরিষদ।
৮। মৌলিক গণতন্ত্র আদেশ কত সালে জারি করা হয়েছিল?
উঃ ২৭ অক্টোবর, ১৯৫৯ সালে।
৯। উপজেলা পরিষদের নির্বাচিত প্রধানকে কী বলা হয়?
উঃ উপজেলা চেয়ারম্যান।
১০। জাতীয় অর্থনৈতিক পরিষদ কী?
উঃ জাতীয় অর্থনৈতিক পরিষদ বাংলাদেশের সর্বোচ্চ অর্থনৈতিক নীতি নির্ধারণকারী সংস্থা।
১১। স্থানীয় সরকার অধ্যয়নের দু’টি পদ্ধতির নাম লিখ।
উঃ ঐতিহাসিক পদ্ধতি ও দার্শনিক পদ্ধতি।
১২। ইউনিয়ন পরিষদের কতটি পদ নারী সদস্যদের জন্য সংরক্ষিত?
উঃ ৩টি পদ।
১৩। ‘The Mind and Society’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ ভিলফ্রেডো প্যারেটো।
১৪। বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল কত?
উঃ ১৯৭৩-১৯৭৮ সাল।
১৫। ই-শাসন কী?
উঃ শাসন কাজে ইলেকট্রনিক প্রযুক্তির ব্যবহারকে ই-শাসন বলে।
১৬। সালিশ বলতে কী বোঝায়?
উঃ দুই পক্ষের দ্বন্দ্ব বা বিরোধ নিষ্পত্তির জন্য তৃতীয় পক্ষের মধ্যস্থতাকে সালিশ বলে।
১৭। প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল উল্লেখ কর।
উঃ ১৯৭৩-১৯৭৮ সাল।
১৮। ইউনিয়ন পরিষদে কতটি পদ নারী সদস্যদের জন্য সংরক্ষিত?
উঃ ৩টি পদ।
১৯। গ্রামীণ সমাজের জ্ঞাতি সম্পর্কের ভিত্তি কী?
উঃ পারিবারিক বা সামাজিক বন্ধন।
২০। বাংলাদেশের প্রশাসনিক কেন্দ্রবিন্দু কোনটি?
উঃ বাংলাদেশ সচিবালয়।
২১। বাংলাদেশে পল্লী উন্নয়নে জড়িত দু’টি NGO এর নাম লিখ।
উঃ ব্র্যাক ও আশা।
২২। জেলার প্রধান প্রশাসনিক কর্মকর্তা কে?
উঃ জেলা প্রশাসক।
২৩। বাংলাদেশে বর্তমানে কতটি উপজেলা পরিষদ রয়েছে?
উঃ ৪৯৫টি।
২৪। মৌলিক গণতন্ত্র কে প্রবর্তন করেন?
উঃ আইয়ুব খান।
২৫। গ্রামীণ রাজনীতি কী?
উঃ গ্রামীণ জনগণের রাজনৈতিক কর্মকাণ্ড ও আচার অনুষ্ঠানকে গ্রামীণ রাজনীতি বলে।
২৬। পোষক কী?
উঃ গ্রামীণ সমাজের ধনী ও প্রভাবশালী ব্যক্তিকে পোষক বলে।
২৭। দু’টি স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নাম লিখ।
উঃ ১. ইউনিয়ন পরিষদ, ২. উপজেলা পরিষদ।
২৮। ‘Little Republic’ কাকে বলা হতো?
উঃ প্রাচীন ভারতবর্ষের গ্রামগুলোকে।
২৯। স্থানীয় পর্যায়ে পরিকল্পনা কী?
উঃ স্থানীয় জনগণের চাহিদা পূরণের লক্ষ্যে প্রণীত উন্নয়ন কর্মসূচি।
৩০। আনুষ্ঠানিক নেতা কে?
উঃ প্রাতিষ্ঠানিক কাঠামোতে গড়ে উঠা নেতৃত্বকেই আনুষ্ঠানিক নেতা বলে।
৩১। সিদ্ধান্ত গ্রহণের প্রথম ধাপ কোনটি?
উঃ সমস্যা শনাক্তকরণ বা চিহ্নিতকরণ।
৩২। বাংলাদেশের স্থানীয় সরকারের স্তর কয়টি?
উঃ তিন স্তর— ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ।
৩৩। স্থানীয় সরকার বলতে কী বুঝ?
উঃ জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণে স্থানীয় স্তরে পরিচালিত প্রশাসন ব্যবস্থাকে স্থানীয় সরকার বলে।
৩৪। ইউনিয়ন পরিষদের মোট নির্বাচিত সদস্য কতজন?
উঃ ১৩ জন।
৩৫। সিটি কর্পোরেশন/পৌরসভার প্রধানকে কি বলা হয়?
উঃ মেয়র।
৩৬। চিরস্থায়ী বন্দোবস্ত কী? কত সালে পাস করা হয়?
উঃ ১৭৯৩ সালে লর্ড কর্নওয়ালিস কর্তৃক প্রবর্তিত জমিদারি ব্যবস্থা।
৩৭। স্থানীয় স্বায়ত্তশাসন কী?
উঃ স্থানীয় জনগণের নিজস্ব প্রয়োজনে প্রশাসন পরিচালনার অধিকারকে স্থানীয় স্বায়ত্তশাসন বলে।
৩৮। বাংলাদেশে বর্তমানে কতটি ইউনিয়ন পরিষদ রয়েছে?
উঃ ৪,৫৭৮টি।
৩৯। বিকেন্দ্রীকরণ কি?
উঃ কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণের বাইরে স্থানীয় কর্তৃপক্ষের কাছে আইনগতভাবে ক্ষমতা বণ্টনকেই বিকেন্দ্রীকরণ বলে।
৪০। গ্রাম চৌকিদারি আইন কত সালে প্রণীত হয়?
উঃ ২২ জানুয়ারি, ১৮৭০ সালে।
৪১। পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে?
উঃ ১৯৯৭ সালের ২ ডিসেম্বর।
৪২। আধুনিক উন্নয়ন পরিকল্পনার ধারণা সর্বপ্রথম কোন দেশে পাওয়া যায়?
উঃ সোভিয়েত রাশিয়ায়।
৪৩। স্থানীয় পর্যায়ে পরিকল্পনা কী?
উঃ স্থানীয় জনগণের জন্য প্রয়োজনীয় উন্নয়নমূলক কর্মসূচি প্রণয়নকেই স্থানীয় পর্যায়ে পরিকল্পনা বলে।
৪৪। Leadership শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
উঃ Lead শব্দ থেকে।
৪৫। মাঠ প্রশাসন কী?
উঃ রাষ্ট্রকে ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলে বিভক্ত করে সরেজমিনে যে প্রশাসন পরিচালিত হয় তাকেই মাঠ প্রশাসন বলে।
degree 3rd year Political Science 5th Paper suggestion

বেশি গুরুত্বপূর্ন প্রশ্ন শুরুতে দেওয়া হল
ডিগ্রি ৩য় বর্ষ রাষ্ট্রবিজ্ঞান ৫ম পত্র সাজেশন ২০২৫
খ-বিভাগ
→ (যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও)
১. মাঠ প্রশাসন বলতে কী বুঝ?
২. রাজনৈতিক অংশগ্রহণ কী?
৩. গ্রামীণ নেতৃত্ব কীভাবে গড়ে ওঠে?
৪. ইউনিয়ন পরিষদের গঠন প্রণালী বর্ণনা কর।
৫. বিকেন্দ্রীকরণের সংজ্ঞা দাও।
৬. মৌলিক গণতন্ত্র ও স্থানীয় সরকার কি?
৭. পৌরসভার গঠন বর্ণনা কর।
৮. ক্ষুদ্র ঋণের সংজ্ঞা দাও।
৯. পল্লী উন্নয়ন ও পল্লী উন্নয়ন বোর্ড কী?
১০. রাজনীতিতে স্থানীয় জনগণের অংশগ্রহণ কিভাবে ঘটে?
১১. সালিশ ও সবুজ বিপ্লব কী?
১২. আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক নেতৃত্ব কাকে বলে?
১৩. ‘Patron-client’ সম্পর্ক কী?
১৪. একটি উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্যসমূহ লিখ।
রাষ্ট্রবিজ্ঞান ৫ম পত্র সাজেশন
গ-বিভাগ
(যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও)
১. স্থানীয় সরকার কি? স্থানীয় সরকারের মূলনীতিসমূহ আলোচনা কর।
২. উপজেলা পরিষদের ক্ষমতা ও কার্যাবলি আলোচনা কর।
৩. বাংলাদেশের স্থানীয় সরকারের উপর কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ ব্যাখ্যা কর।
৪. বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে স্থানীয় সরকারের ভূমিকা আলোচনা কর।
৫. বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর অংশগ্রহণের সমস্যাসমূহ আলোচনা কর।
৬. বাংলাদেশের স্থানীয় সরকারের প্রধান সমস্যাসমূহ চিহ্নিত কর এবং সমাধানের পরামর্শ দাও।
৭. গণতন্ত্র প্রতিষ্ঠায় স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের ভূমিকা আলোচনা কর।
৮. বাংলাদেশের গ্রামীণ কোন্দলের কারণসমূহ আলোচনা কর।
৯. বাংলাদেশের গ্রামীণ ক্ষমতা কাঠামো উদাহরণসহ আলোচনা কর।
১০. বাংলাদেশের গ্রামীণ সমাজ কাঠামো পরিবর্তনের কারণসমূহ উল্লেখ কর।
১১. পল্লী উন্নয়ন কি? বাংলাদেশে পল্লী উন্নয়ন বোর্ড এর ভূমিকা মূল্যায়ন কর।
১২. বাংলাদেশের স্থানীয় সংস্থাগুলোর আয়ের উৎসসমূহ বর্ণনা কর।
১৩. স্থানীয় সরকার অধ্যয়নের পদ্ধতিসমূহ আলোচনা কর।
১৪. স্থানীয় সরকারকে সফল করার লক্ষ্যে বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত পরিকল্পনাসমূহ আলোচনা কর।