সমাজকর্ম পঞ্চম পত্র
বিষয় কোড: 132101, বিষয়: সামাজিক গবেষণা ও পরিসংখ্যান
Table of Contents
সমাজকর্ম ৫ম পত্র সাজেশন ২০২৫
ক-বিভাগ
(যে কোন ১০ টি প্রশ্নের উত্তর দাও)
অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি:
১। পূর্ণরূপ লিখ-PRA, FGD
উঃ PRA – Participatory Rural Appraisal.
FGD – Focus Group Discussion.
২। “Scientific Social Survey and Research” গ্রন্থের লেখক কে?
উঃ P.V. Young.
৩। নমুনায়ন কি?
উঃ যে পদ্ধতিতে নমুনা চয়ন করা হয় তাকে নমুনায়ন বলে।
৪। শ্রেণি মধ্যবিন্দু কি?
উঃ কোনো শ্রেণির উচ্চ সীমা ও নিম্ন সীমার যোগফলকে ২ দ্বারা ভাগ করলে প্রাপ্ত মানকে শ্রেণির মধ্যবিন্দু বলে।
৫। স্বাধীন ও নির্ভরশীল চলক কি?
উঃ যে চলক গবেষণায় অন্য কিছুর দ্বারা প্রভাবিত হয় না তাকে স্বাধীন চলক বলে এবং যে চলক স্বাধীন চলকের দ্বারা প্রভাবিত হয় তাকে নির্ভরশীল চলক বলে।
৬। চলক কী?
উঃ কোনো কিছুর পরিবর্তনশীল রাশিকেই বলা হয় চলক।
৭। r = 0 দ্বারা কী বুঝায়?
উঃ দুটি চলকের মধ্যে কোনো সহ-সম্পর্ক নেই, অর্থাৎ তারা স্বাধীন।
৮। গড় ব্যবধান কি?
উঃ কোন তথ্যসারির কেন্দ্রীয় মান হতে তথ্যসমূহের চিহ্নবর্জিত ব্যবধানগুলোর গড়কে গড় ব্যবধান বলে।
৯। সহ-সম্পর্ক কী?
উঃ দুই বা ততোধিক চলকের মধ্যে পারস্পরিক সম্পর্ককে সহ-সম্পর্ক বলে।
১০। গড় কত প্রকার?
উঃ গড় তিন প্রকার— ১. গাণিতিক গড়, ২. মধ্যমা, ৩. প্রচুরক।
১১। পরিসংখ্যানের জনক কে?
উঃ R.A. Fisher. (সংশোধন: অনেক বইয়ে পরিসংখ্যানের জনক হিসেবে Ronald A. Fisher-কে ধরা হয়)
১২। গণসংখ্যা নিবেশন কি?
উঃ শ্রেণিব্যাপ্তি অনুসারে তথ্যাদি বিভিন্ন শ্রেণিতে বিভক্ত করে প্রত্যেক শ্রেণির গণসংখ্যা প্রদর্শনকে গণসংখ্যা নিবেশন বলে।
১৩। পরীক্ষা পদ্ধতি কী?
উঃ যখন কতিপয় উপাদান নিয়ন্ত্রিত পরিবেশে যাচাই করা হয় তাকে পরীক্ষণ পদ্ধতি বলে।
১৪। নিচে প্রদত্ত উপাত্ত থেকে প্রচুরক নির্ণয় কর: ৫০, ৭৫, ১২০, ১০০, ১২০, ১০৫, ৮০০
উঃ প্রচুরক = ১২০।
১৫। মাধ্যমিক তথ্যের একটি উদাহরণ দাও।
উঃ সরকারি প্রকাশনা।
১৬। পরিসংখ্যান কি?
উঃ তথ্য সংগ্রহ, শ্রেণিবিন্যাস, উপস্থাপন, বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণের বিজ্ঞানকে পরিসংখ্যান বলে।
১৭। সামাজিক গবেষণার প্রথম ধাপ কি?
উঃ বিষয় নির্বাচন ও নির্ধারণ।
১৮। প্রত্যয় কি?
উঃ কোনো ধারণা বা বিষয় প্রকাশে ব্যবহৃত শব্দ বা চিহ্নকে প্রত্যয় বলে।
১৯। r= -1 দ্বারা কি বোঝায়?
উঃ দুটি চলকের মধ্যে পূর্ণ ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান।
২০। ফলিত গবেষণা কি?
উঃ যে গবেষণা বাস্তব কোনো সমস্যা সমাধানের জন্য পরিচালিত হয় তাকে ফলিত গবেষণা বলে।
২১। বিস্তার পরিমাপের ‘আদর্শ পরিমাপক’ কোনটি?
উঃ পরিমিত ব্যবধান (Standard Deviation)।
২২। কার্ল পিয়ারসনের প্রচুরক নির্ণয়ের সূত্রটি লিখ।
উঃ প্রচুরক = ৩ × মধ্যমা – ২ × গাণিতিক গড়।
২৩। তথ্য বিশ্লেষণের দুটি উপায় লিখ।
উঃ ১. গুণগত বিশ্লেষণ ২. পরিমাণগত বিশ্লেষণ।
২৪। নিম্নের উপাত্তের পরিসর নির্ণয় কর : ৩০, ৬০, ৮৫, ৪৫, ২০, ৬৫, ৭৫, ৩৫
উঃ সর্বোচ্চ মান = ৮৫, সর্বনিম্ন মান = ২০, সুতরাং পরিসর = ৮৫ – ২০ = ৬৫।
২৫। একটি সারণির কয়টি অংশ থাকে?
উঃ একটি সারণির ৮টি অংশ থাকে।
২৬। ক্রমযোজিত গণসংখ্যা কি?
উঃ ধারাবাহিকভাবে শ্রেণির গণসংখ্যা একত্র যোগফলকে ক্রমযোজিত গণসংখ্যা বলে।
২৭। পরিসংখ্যানের জনক কে?
উঃ R.A. Fisher. (আগে ভুল ছিল, সংশোধন করা হলো)
২৮। মাধ্যমিক তথ্যের উৎস কি কি?
উঃ ১. প্রকাশিত উৎস, ২. অপ্রকাশিত উৎস।
২৯। পরিসর নির্ণয়ের সূত্র লিখ।
উঃ R = L – S (সর্বোচ্চ মান – সর্বনিম্ন মান)।
৩০। অনুমান ও অনুকল্প কী?
উঃ কোনো অজানা মান সম্পর্কে পূর্ব ধারণাকে অনুমান বলে এবং গবেষণার মাধ্যমে যাচাইযোগ্য সাময়িক বক্তব্যকে অনুকল্প (Hypothesis) বলে।
৩১। r = 0 দ্বারা কি বুঝায়?
উঃ দুটি চলকের মধ্যে কোনো সহ-সম্পর্ক নেই।
৩২। উপাত্ত কি?
উঃ কোনো ঘটনা বা বিষয় সম্পর্কে জানা তথ্যকে উপাত্ত বলে।
৩৩। তথ্য বিশ্ব কি?
উঃ একই বৈশিষ্ট্যপূর্ণ অনেক উপাদান বা বস্তুর সমষ্টিকে তথ্য বিশ্ব বলে।
৩৪। r = 1 দ্বারা কি বোঝায়?
উঃ দুটি চলকের মধ্যে পূর্ণ ধনাত্মক সম্পর্ক বিদ্যমান।
৩৫। নিম্নের উপাত্তগুলোর কোনটি প্রচুরক তা বের কর : ৭, ৫, ৪, ১, ৫, ৩, ৬
উঃ প্রচুরক = ৫।
৩৬। পাই-চার্ট কি?
উঃ একটি বৃত্তকে বিভিন্ন খণ্ডে ভাগ করে তথ্য প্রদর্শনের পদ্ধতিকে পাই-চার্ট বলে।
৩৭। প্রদত্ত উপাত্ত থেকে পরিসর নির্ণয় কর : ২৫, ১০, ২০, ৪০, ৬৫, ৫২
উঃ সর্বোচ্চ মান = ৬৫, সর্বনিম্ন মান = ১০, পরিসর = ৬৫ – ১০ = ৫৫।
৩৮। ডকুমেন্টের উৎস কি কি?
উঃ লিখিত ডকুমেন্ট ও অলিখিত ডকুমেন্ট।
৩৯। প্রদত্ত উপাত্ত থেকে মধ্যমা নির্ণয় কর : ১৫০, ১৭৫, ১০০, ২৫০, ২০০
উঃ ক্রমানুসারে সাজালে = ১০০, ১৫০, ১৭৫, ২০০, ২৫০ → মধ্যমা = ১৭৫।
৪০। নিম্নের উপাত্ত থেকে মধ্যমা বের কর: ৫০, ৬০, ৬৫, ৭০, ৭৫, ৮০, ৮৫
উঃ মোট উপাত্ত = ৭টি, কেন্দ্রীয় (৪র্থ) মান = ৭০, তাই মধ্যমা = ৭০।
৪২। সামাজিক গবেষণা কাকে বলে?
উঃ সামাজিক ঘটনার বৈজ্ঞানিক অনুসন্ধান ও বিশ্লেষণকেই সামাজিক গবেষণা বলে।
৪৩। গবেষণা ও মৌলিক গবেষণা কী?
উঃ নতুন জ্ঞান অর্জনের জন্য তথ্য সংগ্রহ ও বিশ্লেষণকে গবেষণা বলে। কোনো বিশেষ বিষয়ের মৌলিক তত্ত্ব উদ্ভাবনের জন্য পরিচালিত গবেষণাকে মৌলিক গবেষণা বলে।
৪৪। বিভেদাঙ্ক কি?
উঃ গাণিতিক গড় দ্বারা পরিমিত ব্যবধানকে ভাগ করে যে মান পাওয়া যায় তাকে বিভেদাঙ্ক বলে।
৪৫। সাক্ষাৎকার ও প্রশ্নমালা কি?
উঃ ব্যক্তির নিকট থেকে মৌখিকভাবে তথ্য সংগ্রহের প্রক্রিয়াকে সাক্ষাৎকার বলে। প্রশ্নমালা হলো লিখিতভাবে প্রশ্ন প্রদান করে তথ্য সংগ্রহের একটি পদ্ধতি।
degree 3rd year Social Work 5th Paper suggestion

বেশি গুরুত্বপূর্ন প্রশ্ন শুরুতে দেওয়া হল
ডিগ্রি ৩য় বর্ষ সমাজকর্ম ৫ম পত্র সাজেশন ২০২৫
খ-বিভাগ
→ (যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও)
১। সামাজিক গবেষণার প্রকারভেদ লিখ।
২। সামাজিক জরিপের/গবেষণা সংজ্ঞা দাও।
৩। সাহিত্য পর্যালোচনা বলতে কী বোঝায়?
৪। পরিসংখ্যান কি? পরিসংখ্যানের বৈশিষ্ট্য লিখ।
৫। বিস্তার পরিমাপের আদর্শ পদ্ধতি কোনটি এবং কেন?
৬। বিস্তার পরিমাপ বলতে কি বুঝ?
৭। গণসংখ্যার নিবেশন প্রস্তুতের ধাপগুলো লিখ।
৮। অনুকল্প কী?
৯। মৌলিক ও ফলিত গবেষণার পার্থক্য লিখ।
১০। তথ্য প্রক্রিয়াজাতকরণ কাকে বলে?
১১। সামাজিক জরিপ পদ্ধতির সুবিধাগুলো লিখ।
১২। সহসম্বন্ধ কি? বিভিন্ন প্রকার সহসম্বন্ধ আলোচনা কর।
১৩। সংশ্লেষণ ও নির্ভরাংকের মধ্যে সম্পর্ক লিখ।
সমাজকর্ম ৫ম পত্র সাজেশন
গ-বিভাগ
(যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও)
১। সামাজিক গবেষণার সংজ্ঞা দাও। সামাজিক গবেষণার গুরুত্ব আলোচনা কর।
২। সামাজিক গবেষণা কি? সামাজিক গবেষণার ধাপসমূহ/প্রকারভেদ বর্ণনা কর।
৩। পরীক্ষণ পদ্ধতি কি? পরীক্ষণ পদ্ধতির সুবিধা ও অসুবিধা আলোচনা কর।
৪। পরিসংখ্যানের সংজ্ঞা দাও। সামাজিক গবেষণায় পরিসংখ্যাণের গুরুত্ব আলোচনা কর।
৫। বৈজ্ঞানিক পদ্ধতি কি? বৈজ্ঞানিক পদ্ধতির উপাদানগুলো আলোচনা কর।
৬। সামাজিক গবেষণায় পরিসংখ্যানের ব্যবহার ও সীমাবদ্ধতা আলোচনা কর।
৭। প্রতিবেদন কি? প্রতিবেদন প্রণয়নের বিবেচ্য বিষয়গুলো বর্ণনা কর।
৮। সামাজিক জরিপ কি? বাংলাদেশে সামাজিক জরিপ পদ্ধতির সুবিধা ও সীমাবদ্ধতা আলোচনা কর।
৯। সারণিবদ্ধকরণ কী? উদাহরণসহ একটি সারণির বিভিন্ন অংশ বর্ণনা কর।
১০। বাংলাদেশে সামাজিক গবেষণা পরিচালনার ক্ষেত্রে উদ্ভুত সমস্যা ও সীমাবদ্ধতাগুলো বর্ণনা কর।
গাণিতিক অংশ
১। গড় নির্ণয় কর।
২। গড় ব্যবধান নির্ণয় কর।
৩। পূরিমিত ব্যবধান নির্ণয় কর।
৪। কেন্দ্রীয় প্রবণতা কি? গাণিতিক গড় ও মধ্যমা নির্ণয় কর।
৫। গাণিতিক গড় ও প্রচুরক নির্ণয় কর।
৬। সহসম্বন্ধ ও সংশ্লেষাংক নির্ণয় কর।
৭। গণসংখ্যা নিবেশন তৈরি কর।
৮। শ্রেণি ক্রম সংশ্লেষণ সহগ নির্ণয় কর।