সমাজকর্ম ষষ্ঠ পত্র
বিষয় কোড: 132103, বিষয়: মাঠকর্ম শিক্ষা
Table of Contents
সমাজকর্ম ৬ষ্ঠ পত্র সাজেশন ২০২৫
ক-বিভাগ
(যে কোন ১০ টি প্রশ্নের উত্তর দাও)
অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি:
১। মাঠকর্মের মূল লক্ষ্য কী?
উঃ মাঠকর্মের মূল লক্ষ্য হলো সমাজকর্মের তাত্ত্বিক জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করা।
২। সমাজকর্মের সমস্যা সমাধান প্রক্রিয়ার প্রথম ধাপ কোনটি?
উঃ প্রথম ধাপ সংস্থাপন।
৩। মাঠকর্মের সর্বশেষ ধাপ কোনটি?
উঃ প্রতিবেদন লিখন।
৪। প্রেরণ কী?
উঃ প্রেরণ হলো সাহায্যার্থীকে সংস্থা থেকে প্রয়োজনীয় সেবা দিতে অক্ষম হলে অন্যত্র পাঠানোর ব্যবস্থা।
৫। তত্ত্বাবধানের প্রকারভেদ লিখ।
উঃ ৪ প্রকার —
১. প্রশাসনিক তত্ত্বাবধান,
২. স্বেচ্ছাসেবী তত্ত্বাবধান,
৩. সাংগঠনিক তত্ত্বাবধান,
৪. আর্থিক তত্ত্বাবধান।
৬। প্রসেস রেকর্ডিং কী?
উঃ প্রসেস রেকর্ডিং হলো ছাত্র-ছাত্রীদের দৈনন্দিন কার্যাবলি সংরক্ষণ।
৭। সমাজকর্মে সমস্যা সমাধান প্রক্রিয়ার প্রথম ধাপ কোনটি?
উঃ সংস্থাপন।
৮। মাঠকর্ম প্রতিবেদন কী?
উঃ ব্যবহারিক প্রশিক্ষণ সম্পাদন শেষে ছাত্রছাত্রীরা লিখিত আকারে যে কর্ম তত্ত্বাবধায়কের নিকট প্রদান করে তাই মাঠকর্ম প্রতিবেদন।
৯। মাঠকর্ম অনুশীলন কাকে বলে?
উঃ মাঠকর্ম অনুশীলন হলো সমাজকর্ম শিক্ষার অবিচ্ছেদ্য অংশ।
১০। সমাজকর্মে ব্যবহারিক প্রশিক্ষণের দুইটি বৈশিষ্ট্য উল্লেখ কর।
উঃ সমাজকর্ম পদ্ধতির প্রয়োগ ও গবেষণা বা অনুধ্যান।
১১। সমাজকর্ম কোন দেশে বিকাশ লাভ করে?
উঃ সমাজকর্ম আমেরিকায় বিকাশ লাভ করে।
১২। সমাজকর্ম অনুশীলন করেন কারা?
উঃ সমাজকর্ম অনুশীলন করেন সমাজকর্মীরা।
১৩। Rapport শব্দের অর্থ কী?
উঃ Rapport অর্থ পেশাগত সম্পর্ক।
১৪। “মাঠকর্ম অনুশীলন হলো সমাজকর্ম শিক্ষার অবিচ্ছেদ অংশ”— উক্তিটি কার?
উঃ Hollis and Taylor।
১৫। গৃহপরিদর্শন কাকে বলে?
উঃ সমাজকর্মী কর্তৃক সাহায্যার্থীর সম্পর্কে তথ্যসংগ্রহের জন্য তার বাসস্থানে উপস্থিত হওয়াকে গৃহপরিদর্শন বলে।
১৬। এজেন্সি তত্ত্বাবধান কী?
উঃ এজেন্সি তত্ত্বাবধায়ক কর্তৃক শিক্ষার্থীদের তদারকি করা।
১৭। সংস্থাপন কী?
উঃ কোনো শিক্ষানবিসকে যখন কোনো সংস্থার সাথে যুক্ত করা হয় এবং সেখানে কোনো দায়িত্বে নিযুক্ত করা হয় তখন তাকে সংস্থাপন বলে।
১৮। মনিটরিং কী?
উঃ দৃশ্যমান বিষয়ের উপর উদ্দেশ্যবহ সুশৃঙ্খল নিরীক্ষণ হলো মনিটরিং।
১৯। সমাজকর্মীর একটি নৈতিক মানদণ্ড উল্লেখ কর।
উঃ সামাজিক ন্যায়বিচার।
২০। সমাজকর্মীর একটি নৈতিক মানদণ্ড উল্লেখ করা।
উঃ সমাজকর্মীর একটি নৈতিক মানদণ্ড হলো সামাজিক ন্যায়বিচার।
২১। ‘BIRDEM’ এর প্রতিষ্ঠাতা কে?
উঃ ড. মুহাম্মদ ইব্রাহিম।
২২। ‘BRAC’ এর প্রতিষ্ঠাতা কে?
উঃ স্যার ফজলে হাসান আবেদ।
২৩। সমাজকর্ম পেশায় অগ্রদূত কে?
উঃ ম্যারি রিচমন্ড।
২৪। NASW কখন গঠিত হয়?
উঃ ১৯৫৫ সালে।
২৫। বাংলাদেশে কোথায় প্রথম চিকিৎসা সমাজকর্ম চালু হয়?
উঃ বাংলাদেশে সর্বপ্রথম ১৯৫৪ সালে চিকিৎসা সমাজকর্ম চালু হয়।
২৬। কখন এবং কোথায় সর্বপ্রথম চিকিৎসা সমাজকর্ম চালু হয়?
উঃ ১৯০৫ সালে আমেরিকায়।
২৭। বারডেম কত সালে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত।
২৮। গ্রামীণ ব্যাংকের ‘পরীক্ষামূলক প্রকল্প’ প্রথম কোথায় চালু করা হয়?
উঃ চট্টগ্রামের জোবরা গ্রামে।
২৯। RSS বা গ্রামীণ সমাজসেবা কার্যক্রম কত সালে প্রবর্তিত হয়?
উঃ ১৯৭৪ সালে।
৩০। জাতীয় কিশোর সংশোধনী প্রতিষ্ঠানের বর্তমান নাম কী?
উঃ কিশোর উন্নয়ন কেন্দ্র।
৩১। মাঠকর্ম কী কত প্রকার?
উঃ মাঠকর্ম দুই প্রকার — নির্দিষ্ট মাঠকর্ম ও চলমান মাঠকর্ম।
৩২। চলমান মাঠকর্ম কী?
উঃ শিক্ষার্থীরা যখন বিভিন্ন সংস্থায় ঘুরে ঘুরে অভিজ্ঞতা অর্জন করে তখন তাকে চলমান মাঠকর্ম বলে।
৩৩। নির্দিষ্ট মাঠকর্ম কী?
উঃ শিক্ষার্থীরা যখন একটি নির্দিষ্ট সংস্থায় দু’জন তত্ত্বাবধায়কের অধীনে মাঠকর্ম সম্পন্ন করে তখন তাকে নির্দিষ্ট মাঠকর্ম বলে।
৩৪। সমাজকর্মে সমস্যা সমাধান প্রক্রিয়ার প্রথম ধাপ কোনটি?
উঃ সংস্থাপন।
৩৫। প্রবেশন কোন শব্দ থেকে এসেছে?
উঃ প্রবেশন ল্যাটিন শব্দ থেকে এসেছে।
৩৬। Supervision গ্রন্থটি কার লেখা?
উঃ D. Paul Chowdhury।
৩৭। তত্ত্বাবধায়ক কে?
উঃ যিনি প্রতিষ্ঠানের বা সংগঠনের সার্বিক কার্যক্রম পরিচালনা করেন তাকে তত্ত্বাবধায়ক বলে।
৩৮। হাসপাতাল সমাজসেবার ভূতপূর্ব নাম কী?
উঃ চিকিৎসা সমাজকর্ম।
৩৯। মাঠকর্মে কর্মদিবস কত দিন?
উঃ ৬০ কর্মদিবস।
৪০। পূর্ণরূপ লিখ: BIRDEM, CARE, NGO, DAB, BRAC, ICDDRB।
উঃ
BIRDEM – Bangladesh Institute of Research and Rehabilitation in Diabetes, Endocrine and Metabolic Disorders
CARE – Cooperative for Assistance and Relief Everywhere
NGO – Non-Governmental Organization
DAB – Diabetic Association of Bangladesh
BRAC – Bangladesh Rural Advancement Committee
ICDDRB – International Centre for Diarrhoeal Disease Research, Bangladesh
degree 3rd year Social Work 6th Paper suggestion

বেশি গুরুত্বপূর্ন প্রশ্ন শুরুতে দেওয়া হল
ডিগ্রি ৩য় বর্ষ সমাজকর্ম ৬ষ্ঠ পত্র সাজেশন ২০২৫
খ-বিভাগ
→ (যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও)
১. মাঠকর্মের উদ্দেশ্যাবলি উল্লেখ কর।
২. মাঠকর্মের পাঁচটি বৈশিষ্ট্য লিখ।
৩. কেস ব্যবস্থাপনা বলতে কী বুঝ? (অথবা কেস ব্যবস্থাপনার কার্যাবলি লিখ)
৪. মাঠকর্মে তত্ত্বাবধানের ধাপগুলো/উদ্দেশ্য লিখ (অথবা তত্ত্বাবধানের গুণাবলি লিখ)
৫. উত্তম সাক্ষাৎকারের শর্তাবলি উল্লেখ কর।
৬. নির্দিষ্ট মাঠকর্ম ও চলমান মাঠকর্মের পার্থক্য লিখ।
৭. চিকিৎসা ও মনোচিকিৎসা সমাজকর্ম বলতে কি বুঝ?
৮. প্রবেশন ও প্যারোলের পার্থক্য লিখ।
৯. সংশোধনমূলক পদ্ধতি কী?
১০. পর্যবেক্ষণের প্রকারভেদগুলো উল্লেখ কর (অথবা পর্যবেক্ষণ পদ্ধতির অসুবিধাসমূহ লিখ)।
১১. সাক্ষাৎকার ও শিশু কল্যাণ কী?
১২. তত্ত্বাবধানের কৌশলগুলো উল্লেখ কর।
১৩. সহকর্মীদের প্রতি শিক্ষার্থীদের নৈতিক দায়িত্ব কি?
১৪. আটক নিবাস ও কিশোর আদালত কি? (অথবা গ্রামীণ বা হাসপাতাল সমাজসেবা কি?)
১৫. বাংলাদেশের প্রবীণ হিতৈষী সংঘের উদ্দেশ্য লিখ (অথবা গ্রামীণ ব্যাংকের দারিদ্র্য বিমোচন কর্মসূচিগুলো লিখ)
সমাজকর্ম ৬ষ্ঠ পত্র সাজেশন
গ-বিভাগ
(যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও)
১. মাঠকর্মের সংজ্ঞা দাও; সংক্ষেপে মাঠকর্মের ঐতিহাসিক প্রেক্ষাপট বর্ণনা কর।
২. মাঠকর্ম কি? বাংলাদেশে মাঠকর্মের সমস্যা ও সম্ভাবনা আলোচনা কর।
৩. পেশাদার ব্যক্তি হিসেবে সমাজকর্মীর নৈতিক দায়িত্বগুলো আলোচনা কর।
৪. চিকিৎসা সমাজকর্ম কী? চিকিৎসা সমাজকর্মে মাঠকর্মীর ভূমিকা আলোচনা কর।
৫. কেস-স্টাডি কী? কেস স্টাডি প্রস্তুতির প্রক্রিয়াগুলো ব্যাখ্যা কর।
৬. প্রতিবেদন বলতে কী বুঝ? মাঠকর্ম প্রতিবেদন লেখার নিয়মাবলি বর্ণনা কর।
৭. তত্ত্বাবধান কী? মাঠকর্মে তত্ত্বাবধানের উদ্দেশ্য ও কৌশলসমূহ আলোচনা কর।
৮. সাক্ষাৎকার বলতে কী বুঝ? সমাজকর্মে সাক্ষাৎকার গ্রহণের কৌশল বর্ণনা কর।
৯. বাংলাদেশের প্রেক্ষিতে মাঠকর্মের আইনগত ও নৈতিক সংশ্লিষ্টতা লিখ।
১০. সংশোধনমূলক কার্যক্রম কি? বাংলাদেশে সংশোধনমূলক কার্যক্রমসমূহের বর্ণনা দাও (অথবা সংশোধনমূলক কার্যক্রমে মাঠকর্মীর ভূমিকা ও কার্যাবলি আলোচনা কর)।
১১. নৈতিক মানদণ্ড কী? সাহায্যার্থীর প্রতি সমাজকর্মীর নৈতিক দায়িত্ব আলোচনা কর।
১২. তথ্য সংগ্রহের কৌশল হিসেবে গৃহ পরিদর্শন ও ঘটনা লিপিবদ্ধকরণ আলোচনা কর।
১৩. ডায়াবেটিস কি? বাংলাদেশ ডায়াবেটিস সমিতির কার্যাবলি বর্ণনা কর।
১৪. কেস ব্যবস্থাপনার সংজ্ঞা দাও; কেস ব্যবস্থাপনার কার্যাবলি আলোচনা কর।
১৫. ব্র্যাকের উদ্দেশ্যসমূহ কী কী? এর কার্যাবলি ব্যাখ্যা কর।