সমাজবিজ্ঞান পঞ্চম পত্র
বিষয় কোড: 132001, বিষয়: পরিবেশ সমাজবিজ্ঞান
Table of Contents
সমাজবিজ্ঞান ৫ম পত্র সাজেশন ২০২৫
ক-বিভাগ
(যে কোন ১০ টি প্রশ্নের উত্তর দাও)
অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি:
১। পূর্ণরূপ লিখ-CFC, GAD, ZPG, WED, HDI, FAO
উঃ
CFC = Chlorofluorocarbon
GAD = General Assembly Debate
ZPG = Zero Population Growth
WED = World Environment Day
HDI = Human Development Index
FAO = Food and Agriculture Organization
২। বায়োম কি?
উঃ কোনো এক বিশেষ প্রকার জলবায়ু দ্বারা প্রভাবিত ও নিয়ন্ত্রিত জীবমন্ডলকে বায়োম বলে।
৩। টেকসই উন্নয়ন কি?
উঃ বর্তমান প্রজন্মের চাহিদা পূরণ করেও যাতে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণে ব্যাঘাত না ঘটে সেই উন্নয়নকেই টেকসই উন্নয়ন বলে।
৪। কোন তারিখে ‘বিশ্ব পরিবেশ দিবস’ পালিত হয়?
উঃ ৫ জুন।
৫। “Man and his Environment” গ্রন্থটির রচয়িতা কে?
উঃ R.H. Lowie।
৬। ওজোন স্তর কি?
উঃ পৃথিবীর বায়ুমণ্ডলের একটি স্তর যেখানে তুলনামূলকভাবে বেশি মাত্রায় ওজোন গ্যাস থাকে।
৭। বিশ্ব ধরিত্রি সম্মেলন কোথায় প্রথম অনুষ্ঠিত হয়?
উঃ ব্রাজিলের রিও ডি জেনিরোতে।
৮। পানিতে আর্সেনিকের সহনীয় মাত্রা কত?
উঃ WHO এর মতে সর্বোচ্চ সহনীয় মাত্রা ০.০১ মি.গ্রা./লি.
৯। পরিবেশ আদালত কী?
উঃ পরিবেশ সুরক্ষা আইন বাস্তবায়নের জন্য বিশেষভাবে গঠিত আদালতকে পরিবেশ আদালত বলে।
১০। সর্বশেষ পরিবেশ সংরক্ষণ আইন কোন সালে গৃহীত হয়?
উঃ ২০০২ সালে।
১১। বাংলাদেশে পানি দূষণ অধ্যাদেশ কবে জারি করা হয়?
উঃ ১৯৭৩ সালে।
১২। মাধ্যমিক খাদক কাকে বলা হয়?
উঃ মাংসাশীদেরকে।
১৩। বিশ্ব ধরিত্রী সম্মেলন প্রথম কত সালে অনুষ্ঠিত হয়?
উঃ ১৯৯২ সালে।
১৪। বাস্তুসংস্থানের দুটি উপাদান লিখ।
উঃ অজীব উপাদান ও সজীব উপাদান।
১৫। জনসংখ্যা কি?
উঃ একটি ভৌগোলিক এলাকায় নির্দিষ্ট সময়ে বসবাসকারী জনগোষ্ঠীর সমষ্টি হলো জনসংখ্যা।
১৬। ‘Ecology’ শব্দটি কোন কোন শব্দ হতে এসেছে এর অর্থ কি?
উঃ গ্রিক শব্দ Oikos (বাসা) ও Logos (জ্ঞান) থেকে এসেছে। অর্থ → বাস্তুবিদ্যা।
১৭। “Understanding Global Environment” গ্রন্থটির লেখক কে?
উঃ সমীর দাসগুপ্ত।
১৮। দুটি পরিবেশবাদী সংগঠনের নাম লিখ।
উঃ চিপকো আন্দোলন ও গ্রীনবেল্ট আন্দোলন।
১৯। বায়ু দূষণ কী?
উঃ বায়ুমণ্ডলে ক্ষতিকর গ্যাস, ধোঁয়া বা কণার মিশ্রণে জীব ও পরিবেশের জন্য হুমকিস্বরূপ অবস্থাকে বায়ু দূষণ বলে।
২০। কত সালে বাংলাদেশে পরিবেশ নীতি গ্রহণ করা হয়?
উঃ ১৯৯২ সালে।
২১। Eco-Feminism’ প্রত্যয়টির ব্যবহার প্রথম কখন শুরু হয়?
উঃ ১৯৭৪ সালে।
২২। লবণাক্ততা কী?
উঃ মাটি ও পানিতে আনুপাতিক হারে লবণের পরিমাণ বৃদ্ধি পাওয়াকে লবণাক্ততা বলে।
২৩। CFC গ্যাসের দুটি উৎসের নাম লিখ।
উঃ ফ্রিজ, এয়ার কন্ডিশনার, অ্যারোসল স্প্রে।
২৪। বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী দুটি গ্যাসের নাম লিখ।
উঃ CO₂ ও CFC।
২৫। কিয়োটো প্রটোকল কী?
উঃ গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসে ১৯৯৭ সালে গৃহীত আন্তর্জাতিক চুক্তি।
২৬। সবুজ কর কী?
উঃ পরিবেশ দূষণকারী শিল্প বা দেশের ওপর আরোপিত করকে সবুজ কর বলে।
২৭। পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন কোনটি?
উঃ সুন্দরবন।
২৮। বাস্তুতন্ত্র কোন দুটি উপাদানের সমন্বয়ে গঠিত?
উঃ অজীব উপাদান ও সজীব উপাদান।
২৯। অতিনগরায়ণ কি?
উঃ দ্রুত ও অযৌক্তিক নগর বৃদ্ধির প্রক্রিয়াকে অতিনগরায়ণ বলে।
৩০। ‘সুনামি’ শব্দটি কোন ভাষা থেকে উদ্ভূত?
উঃ জাপানি ভাষা থেকে।
৩১। ‘Ecology’ শব্দের প্রবক্তা কে?
উঃ আর্নেস্ট হেকেল।
৩২। কম্যুনিটি বনায়ন কাকে বলে?
উঃ জনগণের অংশগ্রহণে গড়ে ওঠা বনায়নকে কমিউনিটি বনায়ন বলে।
৩৩। পরিবেশ কী?
উঃ মানুষের চারপাশের ভৌত, সামাজিক ও জীববৈচিত্র্যমণ্ডিত অবস্থা হলো পরিবেশ।
৩৪। পরিবেশ দূষণের প্রধান শিকার কারা?
উঃ মানুষ ও জীববৈচিত্র্য।
৩৫। জাতিসংঘের কোন সংস্থা সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছে?
উঃ UNESCO।
৩৬। দুর্যোগ ব্যবস্থাপনা কত প্রকার ও কি কি?
উঃ ৩ প্রকার → দুর্যোগপূর্ব, দুর্যোগকালীন ও দুর্যোগ-পরবর্তী।
৩৭। “World Population Centers Relations to Soil” গ্রন্থটির লেখক কে?
উঃ Wolfenger।
৩৮। বাস্তুতন্ত্র সম্পর্কে কে প্রথম আলোচনা করেন?
উঃ আর্নেস্ট হেকেল, ১৮৬৯ সালে।
৩৯। ভৌত পরিবেশ কি?
উঃ বায়ুমণ্ডল, বারিমণ্ডল ও অশ্মমণ্ডল নিয়ে গঠিত পরিবেশকে ভৌত পরিবেশ বলে।
৪০। “Environmental sociology is generally defined…” উক্তিটি কার?
উঃ অ্যালান স্নাইবার্গ।
৪১। পৃথিবীর কোন দেশ সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস উৎপাদনের জন্য দায়ী?
উঃ যুক্তরাষ্ট্র।
৪২। পানি দূষণ বলতে কি বুঝ?
উঃ পানির ভৌত বা রাসায়নিক পরিবর্তন যা জীবের জন্য ক্ষতিকর তাকে পানি দূষণ বলে।
৪৩। নির্বনায়ন কি?
উঃ বন ধ্বংস বা নিধন প্রক্রিয়াকেই নির্বনায়ন বলে।
৪৪। ইকোস্ফিয়ার কি?
উঃ পৃথিবীর জল, স্থল ও বায়ুমণ্ডল যেখানে প্রাণের অস্তিত্ব আছে সেটাই ইকোস্ফিয়ার।
৪৫। পরিবেশ সমাজবিজ্ঞান বলতে কী বোঝ?
উঃ সমাজ ও পরিবেশের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণমূলক সমাজবিজ্ঞানের শাখাকে পরিবেশ সমাজবিজ্ঞান বলে।
৪৬। দুর্যোগ কি কত প্রকার ও কি কি?
উঃ প্রাকৃতিক ও মানবসৃষ্ট – এই দুই প্রকার। যেমন বন্যা, ভূমিকম্প, খরা (প্রাকৃতিক); শিল্প দুর্ঘটনা, দূষণ (মানবসৃষ্ট)।
৪৭। শিল্পায়ন কী? শিল্পায়নের ইংরেজি প্রতিশব্দ কি?
উঃ বৃহৎ শিল্প প্রতিষ্ঠার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়াকে শিল্পায়ন বলে। ইংরেজি প্রতিশব্দ: Industrialization।
৪৮। ধরিত্রী সম্মেলন কি?
উঃ পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নের অঙ্গীকারভিত্তিক ১৯৯২ সালের রিও ডি জেনিরো সম্মেলনকে ধরিত্রী সম্মেলন বলা হয়।
৪৯। পরিবেশ নীতি কি?
উঃ পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে সরকারের গৃহীত দিকনির্দেশনা ও কর্মপরিকল্পনাকে পরিবেশ নীতি বলে।
৫০। প্রাথমিক খাদক বলা হয় কাকে?
উঃ শাকাহারী বা উদ্ভিদভোজী প্রাণীকে।
degree 3rd year sociology 5th Paper suggestion

বেশি গুরুত্বপূর্ন প্রশ্ন শুরুতে দেওয়া হল
ডিগ্রি ৩য় বর্ষ সমাজবিজ্ঞান ৫ম পত্র সাজেশন ২০২৫
খ-বিভাগ
→ (যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও)
১। দুর্যোগ ব্যবস্থাপনা বলতে কি বোঝায়?
২। টেকসই উন্নয়ন বলতে কি বুঝায়?
৩। পরিবেশ নীতি বলতে কি বোঝায়?
৪। পরিবেশগত অবক্ষয় ও শরণার্থী কি? অথবা, পরিবেশগত পরিকল্পনা কি?
৫। খাদ্য শৃঙ্খল বলতে কি বোঝায়?
৬। সামাজিক বনায়ন কাকে বলে?
৭। বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য বলতে কী বোঝায়?
৮। কাম্য জনসংখ্যা বলতে কি বোঝ?
৯। শিল্পায়ন ও নগরায়ণ বলতে কি বোঝ?
১০। পরিবেশ সমাজবিজ্ঞানের সংজ্ঞা দাও।
১১। সামাজিক পরিবেশের পাঁচটি উপাদান লিখ।
১২। লবণাক্ততা অনুপ্রবেশের ফলে সৃষ্ট সমস্যাসমূহ লিখ।
১৩। সংরক্ষিত বন বলতে কি বুঝ?
১৪। জেন্ডার, প্রতিবেশ ও বায়ু দূষণ কী? অথবা, “প্রতিবেশ কেন্দ্রিকতা” বলতে কি বুঝ?
১৫। নবায়নযোগ্য জ্বালানি সম্পদের উতসসমূহ লিখ।
সমাজবিজ্ঞান ৫ম পত্র সাজেশন
গ-বিভাগ
(যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও)
১। বাংলাদেশের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব আলোচনা কর। অথবা, বাংলাদেশের মানুষের ওপর পানি দূষণের প্রভাব আলোচনা কর।
২। দুর্যোগ ব্যবস্থাপনা কি? দুর্যোগ ব্যবস্থাপনার পর্যায়গুলো বিশ্লেষণ কর। অথবা, বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন পদক্ষেপ আলোচনা কর।
৩। “নারী ও শিশু পরিবেশ দূষণের প্রধান শিকার”-আলোচনা কর। অথবা, নারী ও শিশুর উপর পরিবেশগত সমস্যার প্রভাব আলোচন কর।
৪। আর্সেনিক কী? আর্সেনিক দূষণের কারণসমূহ আলোচনা কর। অথবা, আর্সেনিক দূষণের সামাজিক প্রভাবসমূহ বর্ণনা কর।
৫। পরিবেশ সংরক্ষণে নারীর ভূমিকা আলোচনা কর।
৬। পরিবেশের উপর শিল্পায়নের প্রভাব আলোচনা কর।
৭। বিশ্ব উষ্ণায়নরোধে গৃহীত পদক্ষেপসমূহ আলোচনা কর।
৮। পরিবেশ ও বাস্তুতন্ত্রের মধ্যেকার আন্তঃসম্পর্ক আলোচনা কর। অথবা, দারিদ্র্য ও পরিবেশের মধ্যকার সম্পর্ক আলোচনা কর।
৯। পরিবেশ অবক্ষয়ের কারণসমূহ বিশদভাবে আলোচনা কর। অথবা, বাংলাদেশের পরিবেশ নীতি পর্যালোচনা কর।
১০। পরিবেশ সমাজবিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ আলোচনা কর।
১১। বাংলাদেশে সামাজিক বনায়নের গুরুত্ব আলোচনা কর।
১২। পরিবেশের উপর উন্নয়নের নেতিবাচক প্রভাব আলোচনা কর।
১৩। জলবায়ু পরিবর্তন রোধে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপসমূহ উল্লেখ কর।
১৪। বাংলাদেশে নদী ভাঙনের প্রধান কারণগুলো উদাহরণসহ আলোচনা কর।
১৫। বাস্তুতন্ত্র কি? বাস্তুতন্ত্রের বিভিন্ন ধরন আলোচনা কর।