Bangla degree 2nd year Suggestion Final (BBS, BSS, BA)

বাংলা আবশ্যিক

বিষয় কোডঃ ১৩১০০১, বিষয়ঃ বাংলা জাতীয় ভাষা

বাংলা সাজেশন ২০২৪

ক-বিভাগ

(যে কোন ১০ টি প্রশ্নের উত্তর দাও)

অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলিঃ

১. কাকে বাংলা সাধু গদ্যরীতির জনক মনে করা হয়?
উত্তর- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা সাধু গদ্যরীতির জনক মনে করা হয়।

২. যে ভাষারীরিতিতে আমরা সবসময় কথাবার্তা বলি তাকে কী ভাষা বলে?
উত্তর:- যে ভাষারীতিতে আমরা সবসময় কথাবার্তা বলি তাকে চলিত ভাষা বলে ।

৩. ‘ডাহুক’ কবিতায় তারার বন্দর ছেড়ে চাঁদ কোথায় চলে?
উত্তর:- তারার বন্দর ছেড়ে চাঁদ রাত্রির সাগরে চলে ।

৪. ‘আজ আমার আশি বৎসর পূর্ণ হল’… কার আশি বৎসর পূর্ণ হল?
উত্তর:- রবীন্দ্রনাথ ঠাকুরের।

৫. ‘সুরবালা আমার কী না হইতে পারিত।’ এ কথা বলেছিল?
উত্তর:- কথাটি বলেছে গল্পের নায়ক।

৬. ‘বাংলা জাগরণ’ প্রবন্ধে কোন যুবরাজকে ভোগের শক্তিমান মানুষ বলা হয়েছে?
উত্তর:-আধুনিকালের এক পরম শক্তিমান মানুষ হলেন রাজা রাহমোহন রায় ।

৭. ‘সোনালী কাবিন’ কবিতায় মহুয়ার মাটির বোতল’ কথাটি কী অর্থে ব্যবহার করেছেন?
উত্তর:- ‘মহুয়ার মাটির বোতল’ কথাটি মদজাতীয় পানীয় অর্থে ব্যবহার করেছেন ।

৮. ‘আত্মজা’ শব্দের অর্থ কী?
উত্তর:-‘আত্মজা’ শব্দের অর্থ কন্যা, দুহিতা বা মেয়ে।

৯. আত্ম-বিলাপ কবিতায় কবি কালসিদ্ধ কি ফেলেছেন ?
উত্তর:- মূল্যবান সময় ।

১০. আত্ম-বিলাপ কবিতাটি কার লেখা?
উত্তর:- মাইকেল মধুসূদন দত্ত ।

১১. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার ‘পান?
উত্তর:- ১৯১৩ সালে।

১২. ঐকতান কবিতায় কার উপর ভর দিয়ে সমস্ত সংসার চলছে?
উত্তর:- নবীন কবিদের উপর ভর দিয়ে সমস্ত সংসার চলছে।

১৩. বাংলা সাহিত্যের প্রথম এবং সার্থক মহাকাব্যের নাম কী?
উত্তর:- মেঘনাদবধ কাব্য ।

১৪. মধূসূদন দত্ত কতটি ভাষা জানতেন?
উত্তর:- ১৩/১৪টি।

১৫. আত্ম-বিলোপ কবিতাটি কে রচনা করেন?
উত্তর:- মাইকেল মধুসূদন দত্ত ।

১৬. ক্ষণপ্রভা শব্দের অর্থ কী?
উত্তর:- বিদ্যুৎ বা ৰিজলি।

১৭. আত্ম বিলোপ কবিতায় মধূসূদন দত্ত কিসের ছলনার ভুলেছেন?
উত্তর:- আশার ছলনায়।

১৮. কবির দিন দিন কি ফুরিয়ে যায়?
উত্তর:- আয়ু ও বল।

১৯. ঐকতান শব্দের অর্থ কী?
উত্তর:-সম্মিলিত সুর

২০. ঐকতান কবিতা অবলম্বনে কবি কোথায় পৌঁছাতে পারেননি?
উত্তর:- ২য় অধ্যায়ে দেখুন।

২১. কাজী নজরুল ইসলামের প্রথম কবিতা কোনটি?
উত্তর:- মুক্তি ।

২২. জীবনানন্দ দাশ কোন ধরনের কবি?
উত্তর:- রূপসী বাংলার কবি।

২৩. গীতাঞ্জলির ইংরেজি নাম লিখ।
উত্তর:- Song offerings.

২৪. সভ্যতার সংকট প্রবন্ধের মতে মানুষের প্রতি কি হারানো পাপ?
উত্তর:- বিশ্বাস।

২৫. বনলতা সেন কবিতায় শ্রাবন্তীর পরিচয় কী?
উত্তর:- প্রাচীন ভারতের একটি অপরূপ নগরীর নাম হলো শ্রাবন্তী ।

২৬. বনলতা সেন কবিতায় কবি কত বছর ধরে পথ হাটছেন?
উত্তর:- হাজার বছর ।

২৭. বিদিশা কী?
উত্তর:- বিদিশা হলো বৌদ্ধ যুগের প্রাচীন সমৃদ্ধ নগরী।

২৮. ফররুখ আহমদের প্রথম কাব্যগ্রন্থের নাম কী?
উত্তর:- সাত সাগরের মাঝি ।

২৯. ডাহুক কবিতায় ডাহুকের ডাককে কবি কিসের সাথে তুলনা করেছেন?
উত্তর:- চিরজাগ্রত বিবেক ও প্রবিত্র আত্মার সাথে তুলনা করেছেন।

৩০. ডাহুকের সুরে কীসের ইঙ্গিত থাকে?
উত্তর:- ডাহুক কবিতায় কবির মতে ডাহুক সুর মূলত অদৃষ্টলোকের অবিনাশী মহান শক্তির ইঙ্গিত থাকে।

৩১. ফররুখ আহমদের কাহিনি কাব্য কোনটি?
উত্তর:-হাতেম তায়ী ।

৩২. শামসুর রহমান কোন ধরনের কবি?
উত্তর:- আধুনিক নাগরিক কবি।

৩৩. বার বার ফিরে আসে কবিতাটি কোন চেতনা ধারণ করেছে?
উত্তর:-দেশপ্রেমের ।

৩৪. বার বার ফিরে আসে কবিতাটি শামসুর রহমানের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
উত্তর:- দুঃসময়ের মুখোমুখি।

৩৫. সোনালি কাবিন-৫ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
উত্তর:- সোনালি কাবিন কাব্যগ্রন্থ থেকে ।

৩৬. প্রকৃতির ছদ্মবেশ কে খুলে দেয়?
উত্তর:- খনা।

৩৭. আঙ্গিক বিচারে সোনালী কাবিন কোন ধরনের কবিতা?
উত্তর:- সনেটধর্মী কবিতা ।

৩৮. নিষাদ কি কোনোদিন পক্ষিণীর গোত্র ভূল করে? এটি কোন কবিতার চরণ?
উত্তর:- সোনালি কাবিন-৫।

৩৯. বাঙ্গলা ভাষা প্রবন্ধে আলালী ভাষা বলতে কী বুঝিয়েছেন ?
উত্তর:- লেখক কথ্য ও সাধু ভাষার মিশ্রণ বুঝিয়েছেন ।

৪০. টেকচাদী বাঙ্গালা কি?
উত্তর:- বাঙ্গলা ভাষা প্রবন্ধ উল্লিখিত টেকচাঁদী বাঙ্গলা অর্থ হলো অপর তথা বাংলা প্রচলিত ভাষা বা কথিত ভাষা।

৪১. হরপ্রসাদ শাস্ত্রীর তৈল প্রবন্ধ অনুসারে তৈল যে কী পদার্থ তা প্রথমে কারা বুঝেছিলেন?
উত্তর:- সংস্কৃত কবিরা ।

৪২. হরপ্রসাদ শাস্ত্রীর তৈল প্রবন্ধের ভাষ্যানুসারে সর্বশক্তিমান কে?
উত্তর:- নির্বাচিত প্রবন্ধ ২য় অধ্যায় দেখুন ।

৪৩. হরপ্রসাদ শাস্ত্রীর শ্রেষ্ঠ প্রবন্ধের নাম কী?
উত্তর:- তৈল ।

৪৪. গীতাঞ্জলির ইংরেজি নাম লিখ?
উত্তর:- নির্বাচিত প্রবন্ধ ৩য় অধ্যায় দেখুন ।

৪৫. সভ্যতার সংকট প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্গত?
উত্তর:- কালান্তর।

৪৬. সভ্যতার সংকট প্রবন্ধ অবলম্বনে আচারের ভিত্তি কীসের উপর প্রতিষ্ঠিত?
উত্তর:- ভিত্তি।

৪৭. প্রমথ চৌধুরীর ছদ্মনাম কী?
উত্তর:- বীরবল ।

৪৮. প্রকৃত যৌবন বলতে লেখক কি বুঝিয়েছেন?
উত্তর:- মানসিক যৌবনকে।

৪৯. কাকে সাহিত্য সম্রাট বলা হয়?
উত্তর:- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ৷

৫০. সোনালী কাবিন-৫ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অর্ন্তভূক্ত?
উত্তর:- সোনালী কাবিন।

৫১. হরপ্রসাদ শাস্ত্রীর তৈরি প্রবন্ধ অনুসারে কার মহিমা অতি অপরূপ?
উত্তর:- তৈলের।

৫২. মাইকেল মধূসূদন দত্ত্বের সনেটের বাংলা নাম কী?
উত্তর:- চতুর্দশপদী কবিতা।

৫৩. যৌবনে দাও রাজটিকা প্রবন্ধ অবলম্বনে কোন জীবনে ফাল্গুন চিরকাল বিরাজ করে?
উত্তর:- ব্যক্তিগত জীবনে ।

৫৪. মানব জীবনে যৌবন একটি মস্ত ফাড়া-এটা কাদের বিশ্বাস?
উত্তর:- এদেশের লোকের বিশ্বাস ।

৫৫. কাজী আব্দুল ওদুদের একটি প্রবন্ধগ্রন্থের নাম লেখ।
উত্তর:- শ্বাশত বঙ্গ।

৫৬. বাংলার জাগরণ প্রবন্ধে রাজা রামমোহন রায়কে কিসের সাথে তুলনা করা হয়েছে?
উত্তর:- প্রভাব নক্ষত্র বা সূর্য বলা হয়।

৫৭. অবাধ বাণিজ্য এবং নারীর অধিকার নিয়ে কে আন্দোলন করেছে?
উত্তর:-রাজা রামমোহন রায়।

৫৮. রাজবন্দীর জবানবন্দী প্রবন্ধটি কবি কাজী নজরুল ইসলাম কোথায় বসে রচনা করেছেন?
উত্তর:- জেলখানায় ।

৫৯. রাজবন্দীর জবানবন্দী প্রবন্ধে লেখককে কোন অভিযোগে অভিযুক্ত করা হয়েছে?
উত্তর:- রাজদ্রোহীর ।

৬০. সংস্কৃতি কথা প্রবন্ধে কারা নারী ও সংস্কৃতিকে পর ভাবে ?
উত্তর:- বৈরাগীরা ।

৬১. বাংলার জাগরণ প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্গত?
উত্তর:- শাশ্বত বঙ্গ।

৬২. বাংলা জাগরণ প্রবন্ধে কাকে মানবপ্রেমিক ও স্বদেশপ্রেমিক বলা হয়েছে?
উত্তর:- রাজা রাম মোহন রায়কে।

৬৩. প্রাগৈতিহাসিক গল্পটি কত সালে প্রকাশিত হয়?
উত্তর:- ১৯৩৭ সালে ।

৬৪. কে নিজের স্বর্গ নিজেই সৃষ্টি করে নেয়?
উত্তর:- সংস্কৃতিবান মানুষেরা।

৬৫. একরাত্রি গল্পের নায়িকার নাম কী?
উত্তর:- সুরবালা।

৬৬. সুরবালার স্বামীর নাম কী?
উত্তর:- রমলোচন বাবু।

৬৭. একরাত্রি গল্পের নায়ক কি হতে চেয়েছিল?
উত্তর:- জজ আদালতের হেডক্লার্ক ।

৬৮. কি কারণে বাংলা সাহিত্য অত্যন্ত নীরস, শ্রীহীন, দুর্বল হয়ে পড়ে?
উত্তর:- সংস্কৃতিপ্রিয়তা ও সংস্কৃত অনুকরণের কারণে ।

৬৯. একরাত্রি গল্পে বর্ণিত স্কুল ঘরটি কোথায়?
উত্তর:- নোয়খালী বিভাগে একটি ছোট একটি শহরে।

৭০. পুই মাচা গল্পের কেন্দ্রীয় চরিত্র কোনটি?
উত্তর:- ক্ষেন্তি ।

৭১. পুইমাচা ছোটগল্পে ক্ষেন্তির মায়ের নাম কী?
উত্তর:- অন্নপূর্ণা।

৭২. ক্ষেন্তি কোন রোগে মারা যায়?
উত্তর:- বসন্ত।

৭৩. হুজুর কেবলার প্রধান খলিফা কে?
উত্তর:- সুফি বদরুদ্দীন।

৭৪. সংস্কৃতি কথা প্রবন্ধে কালচার্ড লোকেরা সবচেয়ে বেশি ঘৃণা করে কি?
উত্তর:- অন্যায় ও নিষ্ঠুরতা।

৭৫. মানিকের লেখা প্রথম গল্প কোনটি?
উত্তর:- অতসী মামী

৭৬. আয়না গ্রন্থটি লেখক কাকে উৎসর্গ করেন?
উত্তর:- আবুল কালাম শাসসুদ্দিনকে ।

৭৭. খেলাফত শব্দের অর্থ কী?
উত্তর:- শাসনভার ।

৭৮. কলিমন কে?
উত্তর:- রজসের স্ত্রী ।

৭৯. কলিযুগের দুনিয়ার ধর্ম আছে-এটি কার উক্তি?
উত্তর : এমদাদের।

বাংলা আরো একটি সাজেশন পড়ুন। এখান ক্লিক করুন
Bangla suggestion degree 2nd year final

ডিগ্রি ২য় বর্ষ বাংলা জাতীয় ভাষা সাজেশন ২০২৪

খ-বিভাগ

(যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও)

১. ‘ঐকতান’ কবিতায় প্রকাশিত বেদনাবোধের কারণ সংক্ষেপে লেখ ।
২. ‘আমাকেই হত্যা করে, ওরা হত্যা করে বারবার’- কারা, কাকে এবং কেন বারবার হত্যা করে?
৩. পুইমাচা গল্পের কেন্দ্রীয় চরিত্র কোনটি?এর সার্থকতা আলোচনা কর ।
৪. ‘হুজুর কেবলা’ গল্পে পীর সাহেবের মুখোশ উন্মোচন এমদাদের ভূমিকা মূল্যায়ন কর।
৫. হরপ্রসাদ শাস্ত্রীর মতে কে সর্বশক্তিমান এবং কেন?
৬. মাইকেল মধুসূদন দত্তের ‘আত্ম -বিলাপ” কবিতায় কবির মর্মবেদনার বা সারমম স্বরূপ নির্ণয় কর?
৭. “ঐকতান” কবিতার ভাবার্থ বা মূলভাব লিখ।
৮. সাহিত্যের আনন্দভোজে কবি কিসের খোজেঁ থাকেন এবং কেন থাকেন।
৯. রবীন্দ্রনাথ ঠাকুরের ঐকতান কবিতার মূলভাব লিখ।
১০. সংক্ষেপে ভিখুর পরিচয় দাও ।
১১. একরাত্রি গল্পের মূলভাব আলোচনা কর।
১২. রবীন্দ্রনাথ ঠাকুরের “ঐকতান” কবিতায় তরুণ কবিদের প্রতি যে দায়িত্বভার করেছেন সংক্ষেপে তা আলোচনা কর।
১৩. ““চৈতী হাওয়া” কবিতার বিষয়বস্তু বা মূলভাব আলোচনা কর ।
১৪. সে তার শক্তিরূপ আমাদের দেখিয়েছে, মুক্তি দেখাতে পারে নি-ব্যাখ্যা কর।
১৫. ‘বনলতা সেন” কবিতার মূলভাব আলোচনা কর ।
১৬. যৌবনের যে ছবি সংস্কৃত দৃশ্য কাব্যে ফুটে উঠেছে, সে হচ্ছে ভোগ বিলাসের চিত্র। যৌবনে দাও রাজটিকা প্রবন্ধ অনসুরণে বর্ণনা কর।
১৭. “সব ধর্মই সত্য এ কথা মানা যায় না। তবে সব ধর্মের ভিতরেই সত্য আছে-বিষয়টি বিশ্লেষণ কর।
১৮. ডাহুক কবিতার মূলভাব আলোচনা কর ।
১৯. আমি সামান্য সৈনিক, যতটুকু ক্ষমতা ছিল না তা দিয়ে তার আদেশ পালন করেছি-ব্যাখ্যা কর ।
২০. যাহা অসুন্দর মনুষ্যচিত্তের উপরে তাহার শক্তি অল্প। ব্যাখ্যা কর।
২১. বনলতা সেন কবিতায় কবি নারীরূপের চিরন্তন সৌন্দর্য তুলে ধরছেন?
২২. শামসুর রাহমানের বার বার ফিরে আসে কবিতাটির প্রেক্ষাপট বর্ণনা কর ।
২৩. কবি “ডাহুক” কবিতায় ডাহুকের সুরে কিভাবে আত্মমুক্তির প্রেরণা লাভ করেছেন ।
২৪. “বার বার ফিরে আসে” কবিতার সারাংশ বা মূলভাব বা ভাবার্থ লেখ ৷
২৫. অতীতের উদ্দাম ঘটনাবহুল জীবনটির জন্য তাহার মন হাহাকার করে । ব্যাখ্যা কর ।
২৬. রবীন্দ্রনাথ ঠাকুরের সভ্যতার সংকট প্রবন্ধের বিষয়বস্তু/মূলভাব তোমার নিজের ভাষা লিখ।
২৭. বার বার ফিরে আসে কবিতায় রক্তপুত শার্ট কোথায় কোথায় ফিরে আসে? সংক্ষেপে লেখ।
২৮. “সোনালী কাবিন-৫” কবিতার মমার্থ বা মূলভাব লেখ ৷
২৯. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা রচনার উৎকৃষ্টরীতি বলতে কী বুঝিয়েছেন?
৩০. “সেইদিন হইতে বাঙ্গালা ভাষার শ্রীবৃদ্ধি”।-ব্যাখ্যা কর।
৩১. বাংলার জাগরণ প্রবন্ধের মূল বক্তব্য লেখ ।
৩২. ধার্মিক ও সংস্কৃতির মধ্যে পার্থক্য লিখ?
৩৩. কী জীবন তাহার ছিল, এখন কি হইয়াছে।”-ব্যাখ্যা কর?
৩৪. ধর্ম চায় মানুষকে পাপ থেকে, পতন থেকে রক্ষা করতে, মানুষকে বিকশিত করতে নয়। ব্যাখ্যা কর ।
৩৫. হরপ্রাদ শাস্ত্রী তার ‘তৈল’ প্রবন্ধে কী বলতে চেয়েছেন তা সংক্ষেপে লেখ?
৩৬. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সভ্যতার সংকট’ প্রবন্ধের বিষয়বস্তু/মূলভাব তোমার নিজের ভাষায় লিখ ।
৩৭. “ যৌবনে দাও রাজটিকা” প্রবন্ধ অবলম্বনে ‘দেহের যৌবন মনের যৌবন’-এর পার্থক্য লিখ?
৩৮. ভোগের নয় ত্যাগেই যৌবনের ধর্ম। ব্যাখ্যা কর?
৩৯. খোদা যাকে সেফা না দেন কেউ কী তাকে ভাল করিতে পারে । উক্তিটি ব্যাখ্যা কর।
৪০. এমদাদের সংক্ষিপ্ত পরিচয় দাও।
৪১. রাজবন্দীর জবানবন্দী প্রবন্ধের মূল বিষয় লিখ অথবা ‘আমি রাজার বিরুদ্ধে বিদ্রোহ করি নাই,অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করেছি । ব্যাখ্যা কর?

৪২. বাংলা বানানের ই-কারের চারটি ব্যাবহার লিখ।
৪৩. বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানোর নিয়ম অনুসারে বিদেশি শব্দ বানানোর যেকোনো চারটি নিয়ম উদাহরণসহ লেখ?
৪৪. পত্র লিখ: জাতীয় জীবনে ২১ ফ্রেব্রুয়ারীর তাৎপর্য এবং তোমার কলেজে বাংলা নববর্ষ উৎযাপনের বর্ণনা কর I
৪৬. বাংলা একাডেমির প্রণিত প্রমিত বাংলা বানানের চারটি নিয়ম লিখ।
৪৬. সাধু ও চলিত রীতির পার্থক্য। ভাষা পরিবর্তনের চারটি নিয়ম লিখ।
৪৭. সংজ্ঞা ও উদাহরণসহ সাধু ও চলিত ভাষারীতির পার্থক্য আলোচনা কর?
৪৮. সাধু ও রীতি থেকে চলিত রীতিতে ভাষারূপ পরিবর্তনের চারটি নিয়ম উদাহরণসহ লেখ।

বাংলা আরো একটি সাজেশন পড়ুন। এখান ক্লিক করুন

গ-বিভাগ

(যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও)

১. ‘চৈতি হাওয়া’ অবলম্বনে কাজী নজরুল ইসলামের প্রেম ও প্রকৃতি চেতনার স্বরূপ পর্যালোচনা কর।
২. ‘বনলতা সেন’ কবিতার নামকরণের সার্থকতা নিরূপণ কর ।
৩. ‘সংস্কৃতি- কথা’ প্রবন্ধ অবলম্বনে সংস্কৃতির বৈশিষ্ট্য নির্ণয় প্রসঙ্গে সংস্কৃতির সাথে ধর্ম, প্রগতি ও সভ্যতার সম্পর্ক স্থাপন কর।
৪. ‘প্রাগৈতিহাসিক’ গল্পে ‘ভিখু গল্পে ‘ভিখু চরিত্রের মৌল বৈশিষ্ট্য কোনটি- অস্তিত্ব রক্ষা না কি প্রবৃত্তি তাড়না? প্রসঙ্গ দুটি বিশ্লেষণ করে নিজস্ব অভিমত ব্যক্ত কর।
৪. “পথ জানা নাই’ গল্প অবলম্বন করে নগর জীবনের চিত্র বিশ্লেষণ কর ।
৪. করোনা ভাইরাস মহামারি থেকে রক্ষা পেতে যথাযথ স্বাস্থ্যবিধি পালনের পরামর্শ দিয়ে ছোট ভাইকে একটি পত্র লিখ।
৭. মাইকেল মধুসূদন দত্তের আত্মবিলাপ কবিতা অবলম্বনে কবির মর্মবেদনা স্বরুপ বিশ্লেষণ কর।
৮. ডাহুক কবিতার বিষয়বস্তু/মূলভাব আলোচনা কর।
৯. রবীন্দ্রনাথ ঠাকুরের,ঐকতান কবিতার মূল বক্তব্য আলোচনা কর।
১০. রবীন্দ্রনাথ ঠাকুরের,ঐকতান কবিতায় সাধারণ মানুষের যে জয়গান গেয়েছেন তার পরিচয় দাও।
১১. বনলতাসেন একটি অসমান্য কবিতা বিস্তারিত আলোচনা কর।
১২. কবি কাজী নজরুল ইলামের চৈতী হাওয়া কবিতার বিরহক্লিষ্ট প্রেমিক কবির পরিচয় ফুটে উঠেছে । উক্তিটি বিশ্লেষণ কর ।
১৩. বিষয় অনুসারে রচনার ভাষার উচ্চতা নির্ধারিত হওয়া উচিত ব্যাখ্যা কর।
১৪. কবি আল মাহমুদ বিরচিত সোনালী কাবিন-৫ কবিতার মূল বক্তব্য বা বিষয়বস্তু তোমার নিজের ভাষায় লিখ ।
১৫. সনেট কী? সনেট হিসেবে সোনালী কাবিন-৫ কবিতার সার্থকতা মূল্যায়ন কর ।
১৬. বনলতা সেন কবিতা নারীর চিরায়ত সৌন্দর্য মাধুর্যের মহিমা গান-এ উক্তির যথার্থতা নিরূপণ কর
১৭. কবির ক্লান্ত পথিকসত্তা কিভাবে শাস্তি লাভ করেছিল. বনলতা সেন কবিতা অবলম্বনে বর্ণনা কর।
১৮. ঐকতান কবিতা অবলম্বনে রবীন্দ্রনাথ ঠাকুরের জগৎ ও জীবনভাবনার বিশ্লেষণ কর।
১৯. রবীন্দ্রনাথ ঠাকুরের একরাত্রি গল্পের প্রেমের স্বরূপ ও সার্থকতা আলোচনা কর ।
২০. রূপক কবিতা কাকে বলে? রূপক কবিতা হিসেবে ডাহুক কবিতার সার্থকতা নিরূপণ কর ।
২১. ঐকতান কবিতা অবলম্বনে রবীন্দ্রনাথের মানবাতাবাদী চিন্তাচেতনার পরিচয় দাও।
২২. “শূন্য ছিল নিতল দীঘির শীতল কালো জল”-ব্যাখ্যা কর?
২৩. বাংলা ভাষা প্রবন্ধের বঙ্কিমচন্দ্র বাঙ্গলা রচনার উৎকৃষ্ট রীতি সম্পর্কে যে অভিমত ব্যক্ত করেছেন তা তোমার নিজের ভাষায় লিখ ।
২৪. যৌবনে দাও রাজটিকা প্রবন্ধ অবলম্বনে প্রমথ চৌধুরীর যৌবন বন্দনার স্বরূপ বিশ্লেষণ কর।
২৫. সভ্যতার সংকট প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর সভ্যতার সংকট এবং তা থেকে উত্তরণ সম্পর্কে যে অভিমত ব্যক্ত করেছেন তা আলোচনা কর ।
২৬. “চৈতী হাওয়া কবিতায় বিরহক্লিষ্ট প্রেমিক কবির পচিরয় ফুটে উঠেছে”- ব্যাখ্যা কর?
২৭. হরপ্রসাদ শাস্ত্রী তৈল প্রবন্ধের নামকরণের সার্থকতা আলোচনা কর?
২৮. “শামসুর রহমানের বারবার আসিব ফিরে বাংলাদেশের সামাজিক,রাজনৈতিক বিক্ষোভ ও গণআন্দোলনের কবিতার আলোকে বিশ্লেষণ কর।
২৯. বিষয়বস্তু বিশ্লেষণ করে প্রাগৈতিহাসিক শীর্ষক ছোটগল্পটির নামকরণের সার্থকতা বিশ্লেষণ কর।
৩০. পুইমাচা গল্প অবলম্বনে ক্ষেন্তির চরিত্র বিশ্লেষণ কর।
৩১. মোহতার হোসেন চৌধুরীর সংস্কৃতি কথা প্রবন্ধের মূলবক্তব্য লিখ।
৩২. প্রমথ চৌধুরী তার ‘যৌবনে দাও রাজটিকা’ প্রবন্ধটিতে কিভাবে এবং কেন যৌবনকে রাজটিকা পরাতে চেয়েছেন? আলোচনা কর ।
৩৩. হুজুর কেবলা গল্প অবলম্বনে পীর সাহেবের চরিত্র বিশ্লেষণ কর।
৩৪. আবুল মনসুর আহমদ তার হুজুর কেবলা গল্পে সমাজের যে চিত্র একেছেন তা আলোচনা কর ।
৩৫. কাজী আব্দুল ওদুদের বাংলার জাগরণ প্রবন্ধের মূল বক্তব্য বিশ্লেষণ কর।
৩৬. “শামসুর রহমানের বারবার আসিব ফিরে কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় লিখ।
৩৭. রবীন্দ্রনাথ ঠাকুরের “একরাত্তি গল্পের প্রেমের স্বরুপ বা ছোট গল্পের নামকরণের স্বার্থকতা বিশ্লেষণ কর।
৩৮. সৈয়দ ওয়ালীওল্লাহ রচিত নয়নচারা গল্প অবলম্বনে আমুর চরিত্র বিশ্লেষণ কর?
৩৯. ‘বনলতা সেন’ একটি অসমান্য গীতি কবিতা আলোচনা কর?
৪০. কবি আল মাহমুদ বিরচিত সোনালী কাবিন ৫ কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় লিখ
৪১. ভিখু প্রবলভাবে সংগ্রামশীল ও অস্তিত্ববাদী মন্তব্যটির আলোকে বিশ্লেষণ কর ।
৪২. ‘রাজবন্দির জবানবন্ধি’ প্রবন্ধে বিদ্রোহী কবি নজরুল ইসলামের স্বদেশ প্রেমের যে, ছবি ফুটে উঠেছে তা আলোচনা কর।
৪৩. সভ্যতার সংকট প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর “সভ্যতার সংকট এবং তা থেকে উত্তরণ সম্পর্কে যে অভিমত ব্যাক্ত করেছে তা আলোচনা কর ।
৪৪. বাংলা জাগরণে কারা কী ভূমিকা পালন করেছেন অথবা রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা কর বাংলার জাগরণ প্রবন্ধের আলোকে ?
৪৫. ধর্ম সাধারণ লোকের কালচার, আর কালচার শিক্ষিত মার্জিত লোকের ধর্ম উক্তিটি ব্যাখ্যা কর?

৪৬. বাংলা একাডেমি প্রবর্তিত অতৎসম শব্দে বাংলা বানানের নিয়ম সমূহ কি কি?
৪৭. A garden is not source beauty only ……
৪৮. It is known to all that present…..
8৯. I am speaking about politics…..
৫০. Corona virus Covid -19……
৫১. Knowledge is vaster than ocean…..
৫২. Man is the architect of his own fortune…..
৫৩. Truthfulness is the greatest of………and nobody trusts him.
৫8. poverty is the great problem in our country…..
৫৫. Literacy is the great problem of our country…..
৫৬. Books are men’s best companions in life…..
৫৭. No person can be happy without friends….
৫৮. Youth is the best time of the life….
৫৯. A newspaper is a store house of knowledge….
৬o. Honesty is the best policy……
৬১. Smoking is very harmful….
৬২. Rabindranath Tagore won the novel prize….
৬৩. শিক্ষাসফরে যাওয়ার জন্য অনুমতি চেয়ে অধ্যক্ষের নিকট আবেদন।
৬৪. তোমার এলাকায় বিদ্যুৎ সংযোগের জন্য কর্তপক্ষের নিকট আবেদন।
৬৫. ইভটিজিং থেকে পরিত্রাণের জন্য গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পত্রিকায় একটি আবেদন পত্র লিখ ।
৬৬. সড়ক দুর্ঘটনা রোধের ব্যাপারে তোমার পরামর্শ সংবাদপত্রে প্রকাশের জন্য আবেদন।
৬৭. যানজট নিরসনের উপায় নির্দেশ করে সংবাদপত্র প্রকাশের জন্য আবেদন।
৬৮. তোমার কলেজে স্বাধীনতা দিবস/একুশে ফেব্রুয়ারি/নববর্ষ উদযাপনের বর্ণনা দিয়ে প্রবাসী বন্ধুর নিকট আবেদন লিখ।
৬৯. ছাত্র-রাজনীতির কুফল সম্পর্কে সচেতন করে তোমার বন্ধুর কাছে একটি পত্র লিখ।
৭০. তোমার এলাকায় ভয়াবহ বন্যার ক্ষয়-ক্ষতি সম্পর্কে তোমার প্রবাসী বন্ধুর নিকট পত্র লিখ।
৭১. তোমার কলেজে বরেণ্য ব্যক্তি বা মুক্তিযোদ্ধার আগমন উপলক্ষে একটি মানপত্র রচনা কর ।

1 thought on “Bangla degree 2nd year Suggestion Final (BBS, BSS, BA)”

Leave a Comment