Economics 3rd Paper degree 2nd year Final Suggestion

অর্থনীতি তৃতীয় পত্র।
বিষয় কোড: ১২২২০১ — বিষয়: সামষ্টিক অর্থনীতি

ক-বিভাগ

(যে কোন ১০ টি প্রশ্নের উত্তর দাও)

অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি:

১. মাথাপিছু আয় কাকে বলে?
উত্তর: কোনো দেশের মোট জাতীয় আয়কে সে দেশের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে মাথাপিছু আয় বলে ।

২. ভোগ কাকে বলে?
উত্তর: ভোগ বলতে ব্যবহারের মাধ্যমে দ্রব্যেও উপযোগ নিঃশেষ করাকে বুঝায়। আবার অন্যভাবে বলা যায়, ব্যবহারের মাধ্যমে কোনো দ্রব্য থেকে উপযোগ প্রাপ্তিক ভোগ বলে।

৩. আর্থিক নীতি কাকে বলে?
উত্তর: অর্থের যোগান নিয়ন্ত্রণের জন্য সরকার এবং দেশের অর্থ কর্তৃপক্ষ যে নীতিমালা গ্রহণ করে তাকে বলা হয় আর্থিক নীতি ।

৪. ত্বরণ কী?
উত্তর: ভোগের পরিবর্তনের ফলে প্ররোচিত বিনিয়োগ যে পরিবর্তন হয় এ দুয়ের অনুপাতকে ত্বরণ বলে ।

৫. GNP ব্যবধান কী?
উত্তর: সম্ভাব্য GNP ও বাস্তব GNP এর ব্যবধানকে GNP ব্যবধান বলা হয়।

৬. নিকাশ ঘর কী?
উত্তর: যে কেন্দ্রীয় প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যাংকসমূহ তাদের মধ্যে সংঘটিত পারস্পারিক দেনা-পাওনা নিষ্পত্তি করে তাকে নিকাশ ঘর বলে ।

৭. সামষ্টিক অর্থনীতি কাকে বলে ?
উত্তর:- অর্থনীতির যে শাখা অর্থনৈতিক সমস্যা ও অর্থনৈতিক কার্যাবলিকে খন্ডিত দৃষ্টিকোণ থেকে বিবেচনা না করে সামগ্রিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে, তাকে বলা হয় সামষ্টিক অর্থনীতি ।

৮. অর্থনীতিতে Macro শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উত্তর:- রাগণার ফ্রিশ।

৯. কার্যকর চাহিদা কি?
উত্তর:- কোন দেশের দ্রব্য ও সেবার মোট চাহিদাকে সামগ্রিক বা কার্যকর চাহিদা বলে।

১০. ছদ্মবেশী বা প্রচ্ছন্ন বেকারত্ব কি?
উত্তর:- যে সমস্ত শ্রমিকের প্রান্তিক উৎপাদনশীলত শূন্য বা উৎপাদন ক্ষেত্র থেকে যাদের সরিয়ে নিলে উৎপাদন হ্রাস পায় না তাদেরকে ছদ্মবেশী বা প্রচ্ছন্ন বেকারত্ব বলে।

১১. স্বাভাবিক বেকারত্ব কাকে বলে?
উত্তর:- অর্থনীতির স্থিতিশীল ও স্বাভাবিক অবস্থায় যে বেকারত্ব বিরাজ করে থাকে স্বাভাবিক বেকারত্ব বলে।

১২. মোট জাতীয় উৎপাদন কাকে বলে?
উত্তর:- কোন নির্দিষ্ট সময়ে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্যসামগ্রি ও সেবাকর্ম উৎপাদিত হয় তার বাজার মূল্যের সমষ্টিকে বলা হয় মোট জাতীয় উৎপাদন।

১৩. সম্ভাব্য GNP কাকে বলে?
উত্তর:-কোন নির্দিষ্ট সময়ে উৎপাদনের উপকরণসমূহ যথাযথ দক্ষতার সাথে ব্যবহার করে, যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা সামগ্রী উৎপাদিত হবে বলে প্রত্যাশা করা হয় তার আর্থিক মূল্যের সমষ্টিকে বলা হয় সম্ভাব্য GNP.

১৪. ব্যক্তিগত আয়, মোট দেশজ উৎপাদন, নিট জাতীয় উৎপাদন কাকে বলে?
উত্তর:-সাধারণ এক বছরেও একটি দেশের সকল পরিবার ও নাগরিকের আয়ের সমষ্টিকে ব্যক্তিগত আয় বলে ।

১৫. স্বাভাবিক বেকারত্বের হার কি?
উত্তর:- কোনো দেশে পূর্ণ নিয়োগ অবস্থায় বেকারত্বের যে হার বিরাজমান থাকে তাকে বেকারত্বের স্বাভাবিক হার বলে।

১৬. মুক্ত অর্থনীতি কি?
উত্তর:-মুক্ত অর্থনীতি বলতে সেই অর্থনীতিকে বোঝায় যেখানে অর্থনীতিতে সরকারি হস্তক্ষেপ থাকে না, বাজার এর মাধমে অর্থনৈতিক সমস্যার সমাধান হয়।

১৭. প্রকৃত মজুরি কি?
উত্তর:-শ্রমের আর্থিক মজুরিকে দ্রব্যমূল্য দ্বারা ভাগ করলে প্রকৃত মুজরি পাওয়া যায়।

১৮. মিতব্যয়িতার অসামঞ্জস্য কি?
উত্তর:-সঞ্চয় বৃদ্ধি জাতিকে সম্পদশালী না করে বেকারত্ব ও নিম্ন আয়ের দিকে ধাবিত করে। যা অপাতঃবিরোধী একটি বিষয়। এটাই সামষ্টিক অর্থনীতির মিতব্যয়িতার অসামঞ্জস্য নামে পরিচিত।

১৯. মুদ্রা সংকোচন ফাক কাকে বলে?
উত্তর:- দামস্তর ক্রমাগত হ্রাস পাওয়ার প্রবণতাকে মুদ্রা সংকোচন বলে।

২০. স্বয়ম্ভূত বিনিয়োগ কি?
উত্তর:- যে বিনিয়োগ আয়ের উপর নির্ভরও করে না কিংবা আয় দ্বারা প্রভাবিত হয়না তাকে বলা হয় স্বয়ম্ভূত বিনিয়োগ ।

২১. CIP কি?
উত্তর:- Consumer Price Index.

২২. মুদ্রস্ফীতি কাকে বলে?
উত্তর:- সাধারণত পন্যসামগ্রি ও সেবার দামস্তর ক্রমাগত বৃদ্ধি পাবার প্রবণতাকে মুদ্রাস্ফীতি বলা হয়।

২৩. ফিলিপস রেখা কি?
উত্তর:-যে রেখার বিভিন্ন বিন্দুতে মুদ্রাস্ফীতির সাথে বেকারত্বের বিপরীত সম্পর্ক নির্দেশিত হয় তাকে বলা হয় ফিলিপস রেখা।

২৪. শূণ্য সঞ্চয় বিন্দু কি?
উত্তর:- যে বিন্দুতে আয় ও ভোগ পরস্পর সমান হয় তাকে বলা হয় শূন্য সঞ্চয় বিন্দু।

২৫. সমচ্ছেদ বিন্দু কি?
উত্তর:-স্বল্পকালীনভোগ রেখার যে বিন্দুতে আয় ও ভোগব্যয় পরস্পর সমান হয় তাকে সমচ্ছেদ বিন্দু বলে।

২৬. স্বয়ম্ভূত ও প্ররোচিত ভোগ কি?
উত্তর:-যে ভোগ আয়ের উপর নির্ভর করে না এবং আয়ের প্রতিটি স্তরে যে ভোগ সমান বা স্থির থাকে তাকে বলা হয় স্বয়ম্ভূত ভোগ এবং যে ভোগে আয়ের উপর নির্ভরশীল কিংবা যে ভোগ আয়ের পরিবর্তন দ্বারা প্রভাবিত হয় তাকে বলা হয় প্ররোচিত ভোগ ।

২৭. প্রান্তিক ভোগ প্রবণতা কি?
উত্তর:- আয়ের পরিবর্তন দ্বারা ভোগব্যয়ের পরিবর্তনকে ভাগ করলে যা পাওয়া যায় তাকে বলা হয় প্রান্তিক ভোগ প্রবণতা।

২৮. সঞ্চয় কাকে বলে?
উত্তর:-সাধারণ অর্থে বর্তমান আয়ের যে অংশ ভবিষ্যতের জন্য জমা রাখা হয় তাকে বলা হয় সঞ্চয়।

২৯. MPS এর সংজ্ঞা দাও ।
উত্তর:-আয়ের পরিবর্তনের ফলে সঞ্চয়ের যে পরিবর্তন হয় এই দুয়ের অনুপাতকে প্রান্তিক সঞ্চয় প্রবণতা বলে।

৩০. IRR এর সংজ্ঞা দাও ।
উত্তর:–Internal Rate of Return. আন্ত: আয় হার হলো কোন প্রকল্প বিনিয়োগ করে তা থেকে ভবিষ্যতে যে আয় প্রত্যাশা করা হয় সেটাই IRR বা মূলধনের আন্ত: আয় হার।

৩১. অর্থের মূল্য বলতে কী বুঝ?
উত্তর:- একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা যে পরিমাণ দ্রব্যসামগ্রি ও সেবাকর্ম ক্রয় করা যায় তাকেই অর্থের মূল্য বলে।

৩২. অর্থের যোগান কাকে বলে?
উত্তর:-কোন দেশে সরকার কর্তৃক প্রচলিত সকল প্রকার মুদ্রার সমষ্টিকে সাধারণত অর্থের যোগান বলে ।

৩৩. প্রায় মুদ্রা কি?
উত্তর: যে সকল সম্পদ সরাসরি লেনদেন কাজে ব্যবহার করা যায় না তবে চাইলে সহজেই অর্থে রূপান্তর করা যায় সেগুলোকে বলা হয় প্রায় মুদ্রা।

৩৪. ক্যামব্রিজ সমসীকরণটি লিখ।
উত্তর:-অর্থের পরিমাণ তত্ত্বের ক্যামব্রিজ সমীকরণ টি M=KPT.

৩৫. অর্থের প্রচলন গতি বলতে কী বুঝায়?
উত্তর:- কোন নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ যে গতিতে হাত বদল করে তাকে অর্থের প্রচলন গতি বলে।

৩৬. গুণক কী? গুণকের সূত্রটি লিখ।
উত্তর: -পরস্পর সম্পর্কযুক্ত দুটি চলকের মধ্যে একটির পরিবর্তনের ফলে অপরটির যে কয়গুণ পরিবর্তন হয় তাকেই গুণক বলে।

৩৭. MPC= 0.75 হলে MPS কত হবে?
উত্তর:- ০.২৫ হবে।

৩৮. বাণিজ্যিক ব্যাংকের প্রধান দুটি কাজ লিখ।
উত্তর:- আমানত সৃষ্টি ও ঋণ দান ।

৩৯. আর্থিক নীতির দুটি উদ্দেশ্য লিখ।
উত্তর:- ১। অর্থের যোগান হ্রাস বৃদ্ধির মুদ্রাস্ফীতি ও ২। মুদ্রা সংকোচন।

৪০. রাজস্ব নীতি কি?
উত্তর:- সরকারের আয় ব্যয় এবং ঋণ সংক্রান্ত নীতিমালাকে রাজস্ব নীতি বলে।

ক পার্টের আরো কিছু প্রশ্ন উত্তর পড়তে এখানে ক্লিক করুন
economics 3rd paper suggestion

বেশি গুরুত্বপূর্ন প্রশ্ন হাইলাইট করে দেওয়া হল

ডিগ্রি ২য় বর্ষ অর্থনীতি ৩য় পত্র সাজেশন ২০২৪


খ-বিভাগ

(যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও)

১) সামষ্টিক অর্থনীতি পাঠের গুরুত্ব লেখ।
২) মোট জাতীয় উৎপাদন এবং মোট দেশজ উৎপাদনের মধ্যে পার্থক্য দেখাও।
৩) স্বয়ম্ভূত ও প্ররোচিত ভোগের মধ্যে পার্থক্য নির্দেশ কর।
৪) চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি চিত্রে দেখাও ৷
৫) রাজস্ব নীতির উদ্দেশ্যসমূহ লেখ।
৬) বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃষ্টি বলতে কী বোঝ?
৭) বিনিয়োগের নির্ধারকসমূহ আলোচনা কর।
৮) MEC কী কী বিষয় দ্বারা প্রভাবিত হয়?
১) C=a+by ভোগ অপেক্ষককে পরামিতিগুলো অর্থনৈতিক তাৎপর্য বর্ণনা কর । উত্তর:- বিগত ২০১৯ সালের প্রশ্নে দেখুন।
১০) বাজার দামে জাতীয় আয় ও উপাদান দামে জাতীয় আয়ের মধ্যে পার্থক্য লিখ। উত্তর:- বিগত ২০১৯ সালের প্রশ্নে দেখুন।
১১) প্রমাণ কর যে, MPC+MPS=1. উত্তর:- বিগত ২০১৮ সালের প্রশ্নে দেখুন।
১২) বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলিসমূহ লিখ। উত্তর:- বিগত ২০১৭ সালের প্রশ্নে দেখুন।
১৩) বাণিজ্যিক ব্যাংক কিভাবে তারল্য ও মুনাফার মধ্যে সমম্বয় সাধন করে? আলোচনা কর। উত্তর:- বিগত ২০১৯ সালের প্রশ্নে দেখুন।
১৪) উৎপাদন ও ভোগের উপর মুদ্রস্ফীতির প্রভাব আলোচনা কর। উত্তর:- বিগত ২০১৮ সালের প্রশ্নে দেখুন।
১৫) সুদের হারের সাথে বিনিয়োগের সম্পর্ক ব্যাখ্যা কর। উত্তর:- বিগত ২০১৭ সালের প্রশ্নে দেখুন ।
১৬) বিনিয়োগ গুণক কাকে বলে? বিনিয়োগের নির্ধারকসমূহ কি ? উত্তর:- বিগত ২০১৮ সালের প্রশ্নে দেখুন।
১৭) গুণক ও ত্বরণের মধ্যে পার্থক্য লিখ। উত্তর:- বিগত ২০১৬ সালের প্রশ্নে দেখুন।
১৮) খোলা বাজার কার্যক্রম কি? ব্যাখ্যা কর। উত্তর:- বিগত ২০১৮ সালের প্রশ্নে দেখুন ।
১৯) বাংলাদেশের ব্যাংকের কার্যাবলি আলোচনা কর ।
২০) চাহিদা বৃদ্ধিজানিত মুদ্রাস্ফীতি ও খরচ বৃদ্ধিজনিত মুদ্রস্ফীতির মধ্যে পার্থক্য নিদের্শ কর ।
২১) স্বল্প ও দীর্ঘমেয়াদি ভোগ অপেক্ষকের মধ্যে পার্থক্যগুলো কি?
২২) কেন্দ্রীয় ব্যাংক, অন্যান্য ব্যাংকের ব্যাংকার ব্যাখ্যা কর ।
২৩) আর্থিক হাতিয়ার নীতির গুরুত্ব ও উদ্দেশ্য লিখ ।
২৪) আর্থিক নীতি ও রাজস্বনীতির মধ্যে পার্থক্য লিখ।
২৫) কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞা দাও। কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের দুটি পদ্ধতি ব্যাখ্যা কর ।
২৬) গড় সঞ্চয় প্রবণতা ও প্রান্তিক সঞ্চয় প্রবণতার মধ্যে পার্থক্য লিখ।

গ-বিভাগ

→ (যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও)

১) জাতীয় আয় কাকে বলে? জাতীয় আয় পরিমাপের গুরুত্ব বর্ণনা কর।
২) কেইনস এর ভোগের মনস্তাত্ত্বিক বিধিটি ব্যাখ্যা কর।
৩) একটি দ্বিখাতবিশিষ্ট অর্থনীতিতে জাতীয় আয়ের চক্রাকার প্রাবহিচিত্রের সাহায্যে ব্যাখ্যা কর।
৪) ফ্রিডম্যান প্রদত্ত আধুনিক মুদ্রার পরিমাণ তত্ত্বটি ব্যাখ্যা কর।
৫) কেইনসের আয় ও নিয়োগ তত্ত্বের বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা কর।
৬) অর্থ কী? আধুনিক অর্থনীতিতে অর্থের কার্যাবলি আলোচনা কর ।
৭) কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে? বাংলাদেশ ব্যাংকের কার্যাবলি আলোচনা কর।
৮) আর্থিক নীতি ও রাজস্বনীতির মধ্যে পার্থক্য কী? আর্থিক নীতির উদ্দেশ্যসমূহ লেখ।
৯) সামষ্টিক অর্থনীতির লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ বিস্তারিত আলোচনা কর। উত্তর:- বিগত ২০১৬ সালের প্রশ্নে দেখুন।
১০) সামষ্টিক অর্থনীতির হাতিয়ারসমূহ আলোচনা কর। উত্তর:- বিগত ২০১৭ সালের প্রশ্নে দেখুন।
১১) ভোগ প্রবণতা বলতে কী বুঝায়? ভোগ ব্যয়ের নির্ধারকগুলোর ব্যাখ্যা কর। উত্তর:- বিগত ২০১৭ সালের প্রশ্নে দেখুন।
১২) অপূর্ণ নিয়োরেগ ভারসাম্য বলতে কী বুঝ? কেন অর্থনীতিতে অপূর্ণ নিয়োগের ভারসাম্য দেখা দেয়? উত্তর:- বিগত ২০১৯ সালের প্রশ্নে দেখুন।
১৩) গড় ভোগ প্রবণতা ও প্রান্তি ভোগপ্রবণতার সংজ্ঞা দাও । গড় সঞ্চয়প্রবণতা ও প্রান্তি সঞ্চয়প্রবণতা এর মধ্যে পার্থক্য লিখ। উত্তর:- বিগত ২০১৯ সালের প্রশ্নে দেখুন।
১৪) ত্বরণের কার্যকারিতা ব্যাখ্যা কর। কি কি বিষয় ত্বরণকে প্রভাবিত করে? উত্তর:- বিগত ২০১৯ সালের প্রশ্নে দেখুন।
১৫) বাণিজ্যিক ও বিনিয়োগের মধ্যে সম্পর্ক কি? উত্তর:- বিগত ২০১৮ সালের প্রশ্নে দেখুন।
১৬) বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলি আলোচনা কর ।
১৭) অর্থনৈতিক উন্নয়নে রাজস্ব নীতির ভূমিকা আলোচনা কর।
১৮) সামষ্টিক অর্থনীতির আওতা ও বিয়ষবস্তু আলোচনা কর।
১৯) ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির পার্থক্য আলোচনা কর ।
২০) সঞ্চয় ও বিনিয়োগের সমতার মাধ্যমে জাতীয় আয় নির্ধারণ প্রক্রিয়াটি কিভাবে ব্যাখ্যা করা যায়?
২১) স্বল্পকালীন ভোগাপেক্ষকের বৈশিষ্ট্য আলোচনা কর।
২২) অর্থের পরিমাণ তত্ত্বে ফিশারীয় ভাষ্যের সাথে ক্যামব্রিজ ভাষ্যের তুলনা কর। কোনটি শ্রেষ্ঠ?

ক পার্টের আরো কিছু প্রশ্ন উত্তর পড়তে এখানে ক্লিক করুন

2 thoughts on “Economics 3rd Paper degree 2nd year Final Suggestion”

Leave a Comment