অর্থনীতি ৪র্থ পত্র সাজেশন ডিগ্রি ২য় বর্ষ (BA, BBS, BSS) ২০২৪

Md Rafiqul Islam

Updated on:

Economics 4th paper suggestion 2023 degree 2nd year

বিষয়ঃ অর্থনীতি চতুর্থ পত্র (অর্থ, ব্যাংকিং, আন্তর্জাতিক বাণিজ্য ও সরকারি অর্থব্যবস্থা: ১২২২০৩)

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)

১। পূর্ণরূপ লিখ-VAT, GATT

২। রাজস্ব বাজেট কী?
উঃ সরকারের রাজস্ব আয় ও ব্যয়ের ভিত্তিতে যে বাজেট তৈরি করা হয় তাকে রাজস্ব বাজেট বলে।

৩। অর্থের মূল্য কী?
উঃ অর্থের মূল্য বলতে এর অন্তর্নিহিত মানকে বুঝায় ।

৪। সংরক্ষণ বলতে কী বুঝ?
উঃ কোন দেশ তার শিশুশিল্প রক্ষার জন্য অন্যদেশের সাথে বাণিজ্যের ক্ষেত্রে যে বাধা নিষেধ আরোপ করে তাকে সংরক্ষণ বলে ।

৫। প্রত্যক্ষ কর কী?
উঃ যে করের আপাত ও চূড়ান্ত ভার একই ব্যক্তির উপর পড়ে তাকে প্রত্যক্ষ কর বলে।

৬। শুল্ক কী?
উঃ রপ্তানি দ্রব্যের উপর আরোপিত করকে বলা হয় শুল্ক।

৭। ফিশারের অর্থের সমীকরণটি লিখ।
উঃ ফিশারের অর্থের লেনদেন সমীকরণ হলো-PT=MV.

৮। বিহিত মুদ্রা কী?
উঃ যে অর্থ সরকারের আইন দ্বারা স্বীকৃত এবং লেনদেনের মাধ্যম হিসেবে সর্বসাধারণ গ্রহণ করতে বাধ্য তাকে বিহিত মুদ্রা বলে।

৯। ব্যাংক কী?
উঃ যে প্রতিষ্ঠান সাধারণ জনগণের নিকট থেকে অর্থ গ্রহণ করে এবং এ গচ্ছিত অর্থ ঋণ হিসেবে প্রদান করে তাকে ব্যাংক বলে।

১০। সুষম বাজেট কী?
উঃ যে বাজেটে আয় ও ব্যয় সমান সেই বাজেটকে সুষম বাজেট বলে।

১১। ইসলামী ব্যাংক ব্যবস্থা কী?
উঃ যে ব্যাংক ব্যবস্থা ইসলামি শরিয়াহ মোতাবেক এবং সুদমুক্ত থেকে লাভলোকসান ভাগাভাগির মাধ্যমে পরিচালিত হয় তাকে ইসলামি ব্যাংক বা ব্যাংকিং বলে।

১২। সরকারি অর্থব্যবস্থা কাকে বলে?
উঃ অর্থনীতির যে শাখায় সরকারের আয়, ব্যয় ও ঋণ সম্পর্কে বিষদভাবে আলোচনা করা হয় তাকে সরকারি অর্থব্যবস্থা বলে।

১৩। কোন ব্যাংক নিকাশ ঘর হিসাবে কাজ করে?
উঃ বাংলাদেশ ব্যাংক নিকাশ ঘর হিসেবে কাজ করছে।

১৪। প্রায় মুদ্রা কী?
উঃ যে সকল সম্পদ সরাসরি লেনদেন কাজে ব্যবহার করা যায় না তবে চাইলে সহজেই অর্থে রূপান্তর করা যায়, সেগুলোকে বলা হয় প্রায় মুদ্রা।

১৫। মুদ্রার অবমূল্যায়ন কাকে বলে?
উঃ সরকার নিজ ইচ্ছায় নিজের মুদ্রার মান আন্তর্জাতিক মান থেকে কমিয়ে দিলে তাকে মুদ্রার অবমূল্যায়ন বলে।

১৬। তফসিলী ব্যাংক কী?
উঃ যে ব্যাংক কতিপয় শর্তপূরণ সাপেক্ষে কেন্দ্রীয় ব্যাংকের সদস্য হওয়ার জন্য তার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করে সেই ব্যাংককে তফসিলী ব্যাংক বলে।

১৭। মুশারাকা কী?
উঃ দুই বা ততোধিক পক্ষের মধ্যে অংশীদারি মালিকানার ভিত্তিতে বিনিয়োগ পদ্ধতিকে মুশারাকা বলে।

১৮। বাণিজ্য শর্ত কাকে বলে?
উঃ যে নীতিমালার দ্বারা বাণিজ্যের পরিমাণ নির্ধারিত হয় তাকে বাণিজ্য শর্ত বলে।

১৯। পরোক্ষ কর কী?
উঃ যে করের আপাত ভার ও চূড়ান্ত ভার একই ব্যক্তির উপর পড়ে না তাকে পরোক্ষ কর বলে ।

Economics 4th paper suggestion 2023 degree 2nd year

২১। ঘাটতি বাজেট কাকে বলে?
উঃ যে বাজেটে আয়ের থেকে ব্যয় বেশি সেই বাজেটকে ঘাটতি বাজেট বলে।

২২। বাণিজ্য শর্ত কী?
উঃ যে নীতি মালার দ্বারা বাণিজ্যর পরিমাণ নির্ধারিত হয় তাকে বাণিজ্য শর্ত বলে।

২৩। কোটা কি?
উঃ একটি নির্দিষ্ট সময়ে আমদানি ও রপ্তানী পণ্য দেশের মধ্যে কি পরিমাণ ঢুকবে তার সীমারেখা টেনে দেয়াকেই বলা হয় কোটা।

২৪। মূল্য সংযোজন কর কি?
উঃ কোনো দ্রব্যের মূল্য সংযোজনের উপর যে কর আরোপ করা হয় তাকে মূল্য সংযোজন কর বলে।

২৫। কৃষি ব্যাংক কি ধরনের ব্যাংক?
উঃ কৃষি ব্যাংক বিশেষায়িত ধরনের ব্যাংক।

২৬। তুলনামূলক ব্যয় সুবিধা তত্ত্বের প্রবক্তা কে?
উঃ ডেভিড রিকার্ডো।

২৭। কর সঞ্চালন কি?
উঃ সরকার কর আরোপের পর ব্যক্তি বা প্রতিষ্ঠান তার কর অন্যের উপর অনেক সময় অসারণ করতে পারে। মূলত করের এই চলমানতাকেই বলা হয় কর সঞ্চালন।

২৮। বিশেষায়িত ব্যাংক কাকে বলে?
উঃ যেসব আর্থিক প্রতিষ্ঠান অর্থনীতির বিশেষ কোনো খাতে ঋণদানের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় তাদেরকে বিশেষায়িত ব্যাংক বলে ।

২৯। কালো টাকা কী?
উঃ যে টাকার হিসাব জাতীয় আয়ের অন্তর্ভুক্ত হয় না তাকে কালো টাকা বলে।

৩০। দুটি প্রত্যক্ষ করের নাম লিখ।
উঃ দুটি প্রত্যক্ষ করের নাম আয়কর ও সম্পদ কর।

৩১। কোটা কী?
উঃ একটি নির্দিষ্ট সময়ে আমদানি ও রপ্তানি পণ্য দেশের মধ্যে কি পরিমাণ ঢুকবে তার সীমারেখা টেনে দেয়াকেই বলা হয় কোটা।

৩২। ফি বলতে কী বুঝ?
উঃ সরকার কোনো ব্যক্তিকে বিশেষ সুবিধা প্রদানের মাধ্যমে তার নিকট থেকে যে অর্থ নিয়ে থাকে তাকে ফি বলে।

৩৩। ঘাটতি অর্থসংস্থান কী?
উঃ সরকারের চলতি আয় অপেক্ষা ব্যয়ের পরিমাণ অধিক হলে ঐ অতিরিক্ত ব্যয়কে ঘাটতি অর্থসংস্থান বলে।

৩৫। চরম ব্যয় সুবিধা তত্ত্বের প্রবক্তা কে?
উঃ অর্থনীতির জনক এ্যাডাম স্মিথ ১৭৭৬ সালে।

৩৪। কোন ব্যাংকে সরকারের ব্যাংক বলা হয়?
উঃ যে সমস্ত ব্যাংকের মালিক সরকার এবং সরকারের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে পরিচালিত হয় তাকে রাষ্ট্রীয় মালিকানা ব্যাংক বলা হয়।

৩৬। করঘাত কি?
উঃ কর আরোপের পর প্রাথমিকভাবে করের বোঝা আর্থিক সৃষ্টি হয় তাকে করের আপাত ভারে বা করাঘাত বলে।

৩৭। চাহিদা আমানত কি?
উঃ যে আমানত থেকে আমানতকারী ইচ্ছামত যে কোনো সময় আমানত উঠাতে পারে তাকে চাহিদা আমানত বলে।

৩৮। খোলা বাজার কার্যক্রম কি?
উঃ কেন্দ্রীয় ব্যাংক সরাসরি বাণিজ্যিক ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের জন্য বাজারে ঋণ পত্র বিক্রয়ের যে কার্যক্রম হাতে নেয় তাকে খোলাবাজার কার্যক্রম বলে।

২০। রাজস্ব ব্যয় কাকে বলে?
উঃ রাজস্ব ব্যয় হলো সরকার পরিচালনার খরচ। অর্থাৎ সরকার পরিচালনার খরচকে রাজস্ব ব্যয় বলে।

৩৯। আন্তর্জাতিক বাণিজ্য কাকে বলে?
উঃ একাধিক দেশের মধ্যে যে বাণিজ্য সংগঠিত হয় সেই বাণিজ্যকে আন্তর্জাতিক বাণিজ্য বলে।

৪০। মুদ্রাস্ফীতির সংজ্ঞা দাও।
উঃ অর্থের ক্রয়ক্ষমতা যখন দ্রুত কমতে থাকে তখন সেই অবস্থাকে মুদ্রাস্ফীতি বলে।

2 thoughts on “অর্থনীতি ৪র্থ পত্র সাজেশন ডিগ্রি ২য় বর্ষ (BA, BBS, BSS) ২০২৪”

Leave a Comment